নিচের কোন দেশটি কোয়াডের অন্তর্ভুক্ত নয়? (আগস্ট-২০২৫)
A
জাপান
B
যুক্তরাষ্ট্র
C
অস্ট্রেলিয়া
D
থাইল্যান্ড
উত্তরের বিবরণ
কোয়াড (Quad) হলো একটি অনানুষ্ঠানিক চতুর্পক্ষীয় কৌশলগত নিরাপত্তা ফোরাম, যা মূলত ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরে নিরাপদ নৌপথ নিশ্চিত করার উদ্দেশ্যে গঠিত।
-
কোয়াডের সদস্য দেশগুলো হলো: যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া, এবং ভারত।
-
এটি প্রথম গঠিত হয় ২০০৭ সালে, কিন্তু দীর্ঘ সময় কোনো কার্যক্রম নেই।
-
১২ নভেম্বর, ২০১৭ সালে একটি বৈঠকের মাধ্যমে কোয়াড আবার সক্রিয় হয়।
-
সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয় ২৪ সেপ্টেম্বর, ২০২১, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন শহরে।
-
মূল উদ্দেশ্য হলো এই চার দেশ ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরে নৌপথে অবাধ চলাচল ও স্বাধীন চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা।

0
Updated: 20 hours ago
পরিবেশগত ' জৈব নিরাপত্তা বিষয়ক' চুক্তি কোনটি?
Created: 3 weeks ago
A
কার্টাগেনা প্রটোকল
B
মিনামাটা কনভেনশন
C
বাসেল কনভেনশন
D
ভিয়েনা কনভেনশন
পরিবেশ বিষয়ক বিভিন্ন চুক্তির বিষয়বস্তু:
- কার্টাগেনা প্রটোকল হচ্ছে জাতিসংঘের জীববৈচিত্র্য নিরাপত্তা বিষয়ক একটি চুক্তি।
- কার্টাগেনা প্রটোকলের পুরো নাম Cartagena Protocol in Biosafety to the Convention on Biologcal Diversity.
- কার্টাগেনা প্রটোকল গৃহীত হয় ২০০০ সালের ১৯ জানুয়ারি।
- কার্টাগেনা প্রটোকল চুক্তিটি কানাডার মনট্রিলে ২০০৩ সালে কার্যকর হয়।
- বাংলাদেশ কার্টাগেনা প্রটোকল চুক্তি স্বাক্ষর করে ৫ ফেব্রুয়ারি ২০০৪ সালে।
অন্যদিকে,
- ভিয়েনা কনভেনশন হলো ওজোন স্তরের সুরক্ষা চুক্তি।
- বাসেল কনভেনশন হলো ক্ষতিকর বর্জ্য চলাচল বিষয়ক চুক্তি।
- মিনামাটা কনভেনশন হলো মানব স্বাস্থ্য এবং পরিবেশগত নৃতাত্ত্বিক নির্গমন এবং পারদ যৌগের নির্গমন থেকে রক্ষা বিষয়ক চুক্তি।

0
Updated: 3 weeks ago
ন্যাটোর ইউরোপের বাইরে প্রথম সামরিক অভিযান পরিচালনা করে কোথায়?
Created: 1 week ago
A
ইরানে
B
দক্ষিণ সুদানে
C
আফগানিস্তানে
D
ইরাকে
ন্যাটো (NATO – North Atlantic Treaty Organization)
-
পূর্ণরূপ: উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা।
-
প্রতিষ্ঠা: ১৯৪৯ সালে।
-
প্রাথমিক লক্ষ্য: দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পূর্ব ও মধ্য ইউরোপে সোভিয়েত সামরিক প্রভাবের ভারসাম্য রক্ষা।
-
ঠান্ডা যুদ্ধ পরবর্তী রূপ: “সহযোগিতামূলক নিরাপত্তা” সংস্থা।
-
মূল নীতি: সম্মিলিত প্রতিরক্ষা নীতি (North Atlantic Treaty, Article 5) – এক সদস্যের ওপর আক্রমণ পুরো ন্যাটোর ওপর আক্রমণ হিসেবে গণ্য।
-
সদস্য রাষ্ট্র সংখ্যা: ৩২টি (সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত)।
-
প্রথম ইউরোপের বাইরে সামরিক অভিযান: আফগানিস্তান।
-
অন্য ঘটনা: ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর ন্যাটো অনুচ্ছেদ ৫ কার্যকর করে।

0
Updated: 1 week ago
চীনের সাংস্কৃতিক বিপ্লবের প্রধান নেতা কে ছিলেন?
Created: 1 month ago
A
মাও সেতুং
B
ডেং জিয়াওপিং
C
চিয়াং কাইশেক
D
সান ইয়েৎ সেন
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
আন্তর্জাতিক রাজনৈতিক সংস্থা
আন্তর্জাতিক রেড ক্রস
আন্তর্জাতিক সংস্থা
মাও সেতুং
চীনের সাংস্কৃতিক বিপ্লব (Cultural Revolution)
-
সময়কাল: ১৯৬৬ – ১৯৭৬
-
মূল নেতা: মাও সেতুং
-
কারণ:
-
সমগ্র চীনকে কমিউনিস্ট শাসনের আওতায় আনা
-
অর্থনৈতিক পুনর্গঠন
-
সাংস্কৃতিক ঐতিহ্য পুনরুদ্ধার
-
কমিউনিস্ট বিরোধী ভাবধারা প্রতিহত করা
-
-
প্রভাব:
-
চীনের রাজনৈতিক ও সাংস্কৃতিক একীকরণ
-
কমিউনিস্ট পার্টির অবস্থান দৃঢ় করা
-
সমগ্র চীনকে একত্রিত করা
-
প্রেক্ষাপট
-
১৯৪৯ সালের সমাজতান্ত্রিক বিপ্লব:
-
মাও সেতুং নেতৃত্বে গণপ্রজাতন্ত্র চীন (People's Republic of China) প্রতিষ্ঠিত
-
১লা অক্টোবর, ১৯৪৯ সালে এক রক্তক্ষয়ী বিপ্লবের মাধ্যমে রাষ্ট্রের সূচনা
-
মাও সেতুংকে গণচীনের জনক বলা হয়
-
-
অন্য উল্লেখযোগ্য চীনা নেতা:
-
সান ইয়েৎ সেন – চীন প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট
-
চিয়াং কাইশেক – চীনের পুঁজিবাদ তন্ত্রের প্রবর্তক
-
উৎস: Britannica

0
Updated: 1 month ago