ভিয়েনা কনভেনশনে মোট কতটি ধারা রয়েছে?
A
৫১টি
B
৪৯টি
C
৫৫টি
D
৫৩টি
উত্তরের বিবরণ
ভিয়েনা কনভেনশন-১৯৬১ হলো কূটনৈতিক আচরণ সংক্রান্ত একটি চুক্তি, যা কূটনীতিকদের নিরাপত্তা এবং কূটনৈতিক কার্যক্রমের নিয়মাবলী নির্ধারণ করে।
-
চুক্তি গৃহীত হয় ১৮ এপ্রিল, ১৯৬১।
-
চুক্তি কার্যকর হয় ২৪ এপ্রিল, ১৯৬৪।
-
স্বাক্ষর স্থল: ভিয়েনা, অস্ট্রিয়া।
-
চুক্তিতে মোট ৫৩টি ধারা রয়েছে।
-
কোনো দেশ এই ধারার বিরুদ্ধে কাজ করলে সেটিকে ‘চুক্তির বরখেলাপ’ হিসেবে গণ্য করা হয়।
-
ভারত চুক্তিতে স্বাক্ষর করে ১৯৬৫ সালে।
-
বাংলাদেশ চুক্তিতে সই করে ১৯৭৮ সালে।

0
Updated: 20 hours ago
COMESA কোন ধরণের সংগঠন?
Created: 1 week ago
A
পরিবেশবাদী সংস্থা
B
মানবাধিকার সংগঠন
C
সাংস্কৃতিক জোট
D
আঞ্চলিক অর্থনৈতিক অঞ্চল
COMESA (The Common Market for Eastern and Southern Africa)
-
ধরন: আঞ্চলিক অর্থনৈতিক জোট
-
সংখ্যা: ২১টি দেশ অন্তর্ভুক্ত
-
প্রতিষ্ঠার পূর্বসূরি: Preferential Trade Area (PTA), ১৯৮১ সালে প্রতিষ্ঠিত
-
COMESA প্রতিষ্ঠা: ১৯৯৪ সালে
-
সদর দপ্তর: লুসাকা, জাম্বিয়া
-
উদ্দেশ্য: পূর্ব ও দক্ষিণ আফ্রিকার দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সংহতি বৃদ্ধি, বাণিজ্য সম্প্রসারণ ও সামষ্টিক উন্নয়ন সাধন
-
বৈশিষ্ট্য:
-
অঞ্চলভিত্তিক বাণিজ্য চুক্তি
-
সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে পণ্য, সেবা, পুঁজির মুক্ত চলাচল প্রচার
-
দীর্ঘমেয়াদী অর্থনৈতিক স্থিতিশীলতা ও উন্নয়নে সহায়ক
-

0
Updated: 1 week ago
'ওয়েটাঙ্গি চুক্তি’ (Treaty of Waitangi) কোন আদিবাসী জনগোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট?
Created: 3 weeks ago
A
অ্যাবোরিজিনস
B
মাওরি
C
তুয়ারেগ
D
মায়া
ওয়েটাঙ্গি চুক্তি (Waitangi Treaty):
- এটি নিউজিল্যান্ডের ইতিহাসে গুরুত্বপূর্ণ চুক্তি, যা ১৮৪০ সালে ব্রিটিশ সাম্রাজ্যের সঙ্গে মাওরি জনগোষ্ঠীর মধ্যে স্বাক্ষরিত হয়।
- এটি নিউজিল্যান্ডের প্রতিষ্ঠার মূল নথি হিসেবে বিবেচিত হয়।
- স্বাক্ষরের স্থান: ওয়েটাঙ্গি, নিউজিল্যান্ড।
- উদ্দেশ্য:নিউজিল্যান্ডে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠা।
- মাওরি জনগণের ভূমি অধিকার এবং সাংস্কৃতিক স্বীকৃতি নিশ্চিত করা।
- চুক্তিটি ইংরেজি এবং মাওরি ভাষায় রচিত, তবে উভয় ভাষার মধ্যে ব্যাখ্যাগত পার্থক্য আছে।
- মাওরি জনগণের ভূমি, সম্পদ এবং স্বায়ত্তশাসনের স্বীকৃতি দিলেও বাস্তবে ব্রিটিশ উপনিবেশ স্থাপনে মাওরি অধিকার ক্ষুণ্ণ হয়।
- এই চুক্তি নিয়ে বিতর্ক এবং পুনর্বিবেচনার দাবি আজও চলছে।
- ওয়েটাঙ্গি চুক্তি নিউজিল্যান্ডের ইতিহাস, আইন এবং সংস্কৃতিতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত।

0
Updated: 3 weeks ago
নিচের কোন দেশটি আসিয়ানের প্রতিষ্ঠাতা সদস্য দেশ নয়?
Created: 1 week ago
A
থাইল্যান্ড
B
সিঙ্গাপুর
C
ভিয়েতনাম
D
মালয়েশিয়া
ভিয়েতনাম আসিয়ানের প্রতিষ্ঠাতা সদস্য নয়, বরং পরবর্তীতে যুক্ত হওয়া দেশগুলোর একটি।
-
ASEAN-এর পূর্ণরূপ: Association of Southeast Asian Nations
-
এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে সহযোগিতা ও ঐক্যের উদ্দেশ্যে গঠিত একটি আঞ্চলিক সংগঠন
-
প্রতিষ্ঠাকাল: ৮ আগস্ট, ১৯৬৭ সাল
-
প্রতিষ্ঠাস্থল: ব্যাংকক, থাইল্যান্ড
-
প্রতিষ্ঠার মাধ্যম: ব্যাংকক ডিক্লারেশন স্বাক্ষরের মাধ্যমে
-
প্রথম সদস্য দেশ: থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর এবং ফিলিপাইন (মোট ৫টি)
-
সদরদপ্তর: জাকার্তা, ইন্দোনেশিয়া
-
বর্তমান সদস্য দেশ: ১০টি [আগস্ট, ২০২৫ অনুযায়ী]
-
অন্য সদস্য দেশগুলো: ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া
-
বর্তমান সভাপতি দেশ: ইন্দোনেশিয়া (সদর জাকার্তায় অবস্থিত)
উৎস:

0
Updated: 1 week ago