Inter-Services Intelligence(ISI) কোন দেশের গোয়েন্দা সংস্থা?
A
পাকিস্তান
B
সিরিয়া
C
মিশর
D
ইয়েমেন
উত্তরের বিবরণ
Inter-Services Intelligence (ISI) হলো পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা, যা দেশটির স্বার্থ রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করার কাজে নিয়োজিত।
-
ISI ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয়। তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ রবার্ট কাউথম এটি প্রতিষ্ঠা করেন।
-
সংস্থাটি মূলত দেশের বাইরে পাকিস্তানের স্বার্থ রক্ষা এবং গোয়েন্দা কার্যক্রম পরিচালনার জন্য দায়িত্বপ্রাপ্ত।
-
পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতিতেও ISI-এর ব্যাপক সংশ্লিষ্টতা রয়েছে।
-
ISI-এর নেতৃত্বে থাকেন লেফটেন্যান্ট জেনারেল বা মেজর জেনারেল পদমর্যাদার মহাপরিচালক (DG), যিনি সেনাবাহিনী থেকে নিযুক্ত একজন কর্মরত কর্মকর্তা।
-
ISI-এর বর্তমান ডিরেক্টর হলেন সৈয়দ আজিম মুনির।

0
Updated: 20 hours ago
আফ্রিকা মহাদেশের আয়তনে বৃহত্তম দেশ কোনটি?
Created: 1 month ago
A
লিবিয়া
B
সুদান
C
আলজেরিয়া
D
কঙ্গো
আফ্রিকা মহাদেশের আয়তনে বৃহত্তম দেশ:
১) আলজেরিয়া - ৯১৯,৫৯০ মাইল (২,৩৮১,৭৪১ বর্গ কি.মি)।
২) কঙ্গো - ৯০৫,৪০৫ মাইল (২,৩৪৫,০০০ বর্গ কি.মি)।
৩) সুদান - ৭১০,৬৮৯ মাইল (১,৮৪০,৬৮৭ বর্গ কি.মি)।
৪) লিবিয়া - ৬৪৭,১৮০ মাইল (১,৬৭৬,১৯৮ বর্গ কি.মি)।
৫) চাদ - ৪৯৫,৭৫৩ মাইল (১,২৮৪,০০০ বর্গ কি.মি)।
আফ্রিকা মহাদেশের আয়তনে ক্ষুদ্রতম দেশ:
১) সিচেলিস - ১৭২ মাইল (৪৪৬ বর্গ কি.মি)।
২) সাও টোমে এবং প্রিনসিপে - ৩৮৬ মাইল (১,০০১ বর্গ কি.মি)।
৩) কোমোরোস - ৭১৯ মাইল (১,৮৬১ বর্গ কি.মি)।
৪) মরিশাস - ৭৭৫ মাইল (২,০০৭ বর্গ কি.মি)।
৫) কাবো ভার্দে - ১,৫৫৭ মাইল (৪,০৩৩ বর্গ কি.মি)।
তথ্যসূত্র - Britannica.com

0
Updated: 1 month ago
'আবু শায়াফ’ কোন দেশে সক্রিয় সন্ত্রাসী গোষ্ঠী?
Created: 1 month ago
A
সোমালিয়া
B
আফগানিস্তান
C
লিবিয়া
D
ফিলিপাইন
Abu Sayyaf Group (ASG)
-
অর্থ: "তলোয়ারধারী পিতা" / Father of the Sword
-
ধরন: ইসলামপন্থী বিচ্ছিন্নতাবাদী ও সন্ত্রাসী সংগঠন
-
দেশ: ফিলিপাইন (মূলত দক্ষিণাঞ্চল – Mindanao ও Sulu দ্বীপপুঞ্জ)
-
প্রতিষ্ঠাকাল: ১৯৯১
-
প্রতিষ্ঠাতা: আব্দুররাজাক আবুবাকর জানজালানি
মূল উদ্দেশ্য
-
দক্ষিণ ফিলিপাইনে একটি স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা
-
মার্কিন যুক্তরাষ্ট্র ও ফিলিপাইন সরকারের বিরুদ্ধে ‘জিহাদ’
-
শরীয়াহ আইন প্রতিষ্ঠা
উল্লেখযোগ্য ঘটনা
-
২০০০: মালয়েশিয়ার পর্যটক অপহরণ
-
২০০৪: ফেরি বিস্ফোরণ, নিহত ১১৬ (ফিলিপাইনের ইতিহাসে সবচেয়ে বড় সন্ত্রাসী হামলা)
-
২০১৬: কানাডিয়ান জিম্মিদের হত্যা
আন্তর্জাতিক স্বীকৃতি
-
যুক্তরাষ্ট্র, ফিলিপাইন সরকার ও ইউরোপীয় ইউনিয়ন এদের সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে।
📌 Source: BBC News

0
Updated: 1 month ago
নিউ স্টার্ট (New START) চুক্তি কোন দুই দেশের মধ্যে স্বাক্ষরিত হয়?
Created: 1 week ago
A
যুক্তরাষ্ট্র এবং রাশিয়া
B
রাশিয়া এবং জার্মানি
C
যুক্তরাষ্ট্র এবং ভারত
D
ফ্রান্স এবং যুক্তরাজ্য
নিউ স্টার্ট (New START) চুক্তি
-
পূর্ণরূপ: Strategic Arms Reduction Treaty (নিউ সংস্করণ)
-
প্রেক্ষাপট: ২০০৯ সালে স্টার্ট-১ চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্রের ওবামা প্রশাসন ও রাশিয়ার পুতিন সরকারের মধ্যে পারমাণবিক অস্ত্র সীমিতকরণের আলোচনা শুরু।
-
স্বাক্ষর: ৮ এপ্রিল, ২০১০, প্রাগ, চেক রিপাবলিক।
-
স্বাক্ষরকারী: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদ।
-
কার্যকর: ৫ ফেব্রুয়ারি, ২০১১।
-
বিষয়: দুই দেশের পারমাণবিক অস্ত্র ও তার নিয়ন্ত্রণ সীমিতকরণ।
-
প্রাথমিক মেয়াদ: ১০ বছর (ফেব্রুয়ারি ২০২১ পর্যন্ত)
-
মেয়াদ বৃদ্ধি: ২০২১ সালে ৫ বছর বৃদ্ধি, নতুন মেয়াদ ৫ ফেব্রুয়ারি, ২০২৬ পর্যন্ত।
উদ্দেশ্য: যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে পারমাণবিক অস্ত্রের সংখ্যাকে সীমিত করে বিশ্ব শান্তি ও নিরাপত্তা বজায় রাখা।

0
Updated: 1 week ago