স্থলমাইন মজুদ, উৎপাদন, হস্তান্তর ও ব্যবহার নিষিদ্ধ করা কোন কনভেনশনের মাধ্যমে?
A
বাসেল কনভেনশন
B
ভিয়েনা কনভেনশন
C
অটোয়া কনভেনশন
D
রামসার কনভেনশন
উত্তরের বিবরণ
অটোয়া কনভেনশন হলো একটি স্থলমাইন নিষিদ্ধকরণ চুক্তি, যা কোন দেশের জন্য স্থলমাইন ব্যবহার, মজুদ, উৎপাদন এবং হস্তান্তর নিষিদ্ধ করে।
-
চুক্তিটি ১৯৯৭ সালে কানাডার অটোয়ায় স্বাক্ষরিত হয়।
-
চুক্তির মূল উদ্দেশ্য হলো স্থলমাইন মজুদ, উৎপাদন, হস্তান্তর ও ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা।
-
চুক্তি স্বাক্ষর করেনি: চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র, ভারত, পাকিস্তান, ইরান, এবং ইসরায়েল।
-
বাংলাদেশ চুক্তি স্বাক্ষর করে ৭ মে, ১৯৯৮, এবং অনুমোদন দেয় ৬ সেপ্টেম্বর, ২০০০ সালে।

0
Updated: 20 hours ago
বর্তমানে কার্বন ডাই অক্সাইড নিঃসরণে শীর্ষ দেশ- [আগস্ট,২০২৫]
Created: 1 month ago
A
যুক্তরাষ্ট্র
B
রাশিয়া
C
চীন
D
কাতার
কার্বন নির্গমনকারী দেশসমূহ
-
শীর্ষ দেশ: চীন – বিশ্বের সর্বাধিক কার্বন ডাই-অক্সাইড নির্গমনকারী দেশ
-
কারণ: বৈশ্বিক উষ্ণায়নের প্রধান কারণ হলো কার্বন ডাই-অক্সাইডের অতিরিক্ত নির্গমন; বিশেষ করে চীনের উচ্চ কয়লা নির্ভরতা
-
বিশ্বব্যাপী অবদান: বৈশ্বিক নির্গমনের এক-চতুর্থাংশের জন্য দায়ী চীন
-
মাথাপিছু নির্গমন: ৮.৮৯ টন
-
বিশ্বের অন্যান্য শীর্ষ দেশসমূহ:
-
দ্বিতীয়: যুক্তরাষ্ট্র
-
তৃতীয়: ইন্ডিয়া
-
চতুর্থ: রাশিয়া
-
-
বাকি চারটি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ): বিশ্বের বেশির ভাগ কার্বন ডাই-অক্সাইড নির্গমনের জন্য দায়ী
উৎস: World Population Review [লিঙ্ক]

0
Updated: 1 month ago
স্ক্যান্ডেনেভিয়ান দেশ কোনটি?
Created: 1 week ago
A
বেলজিয়াম
B
নরওয়ে
C
লুক্সেমবার্গ
D
গ্রিনল্যান্ড
স্ক্যান্ডিনেভিয়ান দেশসমূহ হলো ইউরোপের উত্তরে অবস্থিত একটি ভৌগোলিক অঞ্চল, যা ঐতিহাসিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দিক থেকে স্বতন্ত্র।
স্ক্যান্ডিনেভিয়ার তথ্য:
-
মূল স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র: নরওয়ে, সুইডেন, ডেনমার্ক
-
প্রায়শই অন্তর্ভুক্ত দেশ: ফিনল্যান্ড, আইসল্যান্ড, ফারো আইল্যান্ড
নর্ডিক অঞ্চল হলো স্ক্যান্ডিনেভিয়ান দেশসমূহের সঙ্গে ফিনল্যান্ড ও আইসল্যান্ডকে মিলিয়ে গঠিত অঞ্চল।
-
নর্ডিক অঞ্চলভুক্ত দেশসমূহ: আইসল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড

0
Updated: 1 week ago
ADB-এর বর্তমান সদস্য সংখ্যা কত? [আগস্ট, ২০২৫]
Created: 1 week ago
A
৭১টি
B
৬৯টি
C
৬৫টি
D
৬০টি
এশীয় উন্নয়ন ব্যাংক (ADB) একটি আঞ্চলিক উন্নয়নমূলক আর্থিক প্রতিষ্ঠান, যা এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে।
-
পূর্ণরূপ: Asian Development Bank
-
প্রতিষ্ঠার তারিখ: ২২ আগস্ট, ১৯৬৬
-
আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: ১৯ ডিসেম্বর, ১৯৬৬
-
সদরদপ্তর: ম্যানিলা, ফিলিপাইন
-
বর্তমান সদস্য সংখ্যা: ৬৯টি দেশ [আগস্ট ২০২৫ অনুযায়ী]
-
এর মধ্যে ৫০টি দেশ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে
-
১৯টি দেশ অন্যান্য অঞ্চল থেকে
-
-
সর্বশেষ সদস্য দেশ: ইসরায়েল (সেপ্টেম্বর ২০২৪-এ যুক্ত হয়)
-
বর্তমান প্রেসিডেন্ট: Masato Kanda [আগস্ট ২০২৫ অনুযায়ী]
ঐতিহাসিক তথ্য
-
এশীয় উন্নয়ন ব্যাংক প্রথমে ৩১টি সদস্য দেশ নিয়ে যাত্রা শুরু করেছিল
-
প্রথম সভাপতি: তাকেশি ওয়াতানাবে
উৎস:

0
Updated: 1 week ago