অপারেশন রাইজিং লায়ন পরিচালনার মূল লক্ষবস্তু কী ছিলো?
A
যুদ্ধজাহাজ
B
পারমাণবিক স্থাপনা
C
বিদ্যুৎকেন্দ্র
D
যুদ্ধবিমান
উত্তরের বিবরণ
অপারেশন রাইজিং লায়ন হলো ইসরায়েলের একটি সামরিক অভিযান, যা ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে লক্ষ্য করে পরিচালিত হয়েছে।
-
এই অভিযান চালানো হয় ১৩ জুন, ২০২৫ শুক্রবার এবং এর নামকরণ করা হয়েছে ‘অপারেশন রাইজিং লায়ন’।
-
মূল উদ্দেশ্য ছিল তেহরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির প্রধান কেন্দ্রবিন্দুতে আঘাত করা।
-
অভিযানের লক্ষ্য ছিল ইরায়েলের অস্তিত্বকে হুমকির মুখে ফেলা এমন ইরানি পরিকল্পনাগুলোর ওপর প্রতিরোধমূলক হামলা চালানো।
-
এর আওতায় অন্তর্ভুক্ত ছিল ইরানের পারমাণবিক অবকাঠামো, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কারখানা এবং সামরিক ঘাঁটিগুলো।

0
Updated: 20 hours ago
নিচের কোন দেশটি APEC-এর সদস্য?
Created: 1 month ago
A
বাংলাদেশ
B
বাংলাদেশ
C
ভিয়েতনাম
D
পাকিস্তান

0
Updated: 1 month ago
আল উদেইদ সামরিক ঘাঁটি কোন দেশে অবস্থিত?
Created: 1 month ago
A
বাহারাইন
B
কুয়েত
C
কাতার
D
ওমান
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক ঘাঁটি হলো আল উদেইদ (Al Udeid) সামরিক ঘাঁটি, যা কাতারে অবস্থিত।
মূল তথ্য:
-
অবস্থান: দোহার দক্ষিণ-পশ্চিম, কাতার
-
গড়ে তোলা: ১৯৯৬ সালে, মরুভূমি অঞ্চলে ২৪ হেক্টর এলাকা
-
কাজের ভূমিকা: যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (CENTCOM) সদর দপ্তর
-
গুরুত্বপূর্ণ ঘটনা: আল উদেইদ ঘাঁটিতে মার্কিন সামরিক বাহিনী ইরানবিরোধী অভিযান পরিচালনা করে
-
তাৎপর্য: মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতির অন্যতম কেন্দ্র
উৎস: সিএনএন নিউজ

0
Updated: 1 month ago
Arrow 3 কোন দেশের তৈরী অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল ইন্টারসেপ্টর?
Created: 20 hours ago
A
যুক্তরাষ্ট্র
B
ইরান
C
কানাডা
D
ইসরায়েল
অ্যারো-৩ হলো ইসরায়েলের কার্যকর স্বতন্ত্র ATBM (Anti‑Tactical Ballistic Missile) প্রতিরক্ষা ব্যবস্থা, যা দেশের ব্যালিস্টিক মিসাইল প্রতিরক্ষা কৌশলের কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করে।
• অ্যারো‑৩ বিশ্বের প্রথম কার্যকর জাতীয় স্বতন্ত্র ATBM প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে বিবেচিত।
• এটি ইসরায়েলের ব্যালিস্টিক মিসাইল প্রতিরক্ষা কৌশলের কেন্দ্রবিন্দু।
• অ্যারো‑৩ ইন্টারসেপ্টর একটি অত্যাধুনিক অ্যান্টি‑ব্যালিস্টিক মিসাইল প্রযুক্তি, যা ব্যালিস্টিক মিসাইল — বিশেষত WMD বহনকারী মিসাইল — ধ্বংস করতে সক্ষম।
• অ্যারো‑৩ অ্যারো‑২-এর সঙ্গে সমন্বয় করে একটি বহুস্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থা গঠন করে এবং বাস্তব যুদ্ধক্ষেত্রে কার্যকর প্রমাণিত হয়েছে।

0
Updated: 20 hours ago