ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থা কোনটি?
A
মোসাদ
B
আমান
C
শিন বেট
D
সাভাক
উত্তরের বিবরণ
ইসরায়েলের প্রধান গোয়েন্দা সংস্থাগুলো বিভিন্ন কাজ ও দায়িত্বের জন্য প্রতিষ্ঠিত হয়েছে।
-
আমান: ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থা, যা প্রতিরক্ষা বাহিনীর সাধারণ সদর দপ্তরের অধীনে কাজ করে। এর মূল কাজ হলো তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে সামরিক কমান্ডকে গোয়েন্দা তথ্য সরবরাহ করা। ইসরায়েলের গোয়েন্দা সংস্থার ইতিহাস দেশের অস্তিত্বের চেয়ে পুরনো।
-
মোসাদ: ইসরায়েল প্রতিষ্ঠার প্রায় দেড় বছর পর, ১৯৪৯ সালের ডিসেম্বর মাসে গঠিত। এটি মূলত ইসরায়েলকে বাইরের হুমকি থেকে রক্ষা করা এবং দেশের অস্তিত্ব নিরাপদ রাখা লক্ষ্য নিয়ে কাজ করে।
-
শাবাক বা শিন বেট: গঠিত হয় ১৯৪৯ সালে, এবং দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করা এ সংস্থার প্রধান দায়িত্ব। শিন বেট দাবি করে, তারা পশ্চিম তীর ও গাজা থেকে আসা হুমকির বিরুদ্ধে ‘অদৃশ্য ঢাল’ হিসেবে কাজ করে।
অন্যদিকে, ইরানের গোয়েন্দা সংস্থা হলো সাভাক।

0
Updated: 20 hours ago
চীন-জাপান যুদ্ধে জাপান তাইওয়ান দখল করে নিয়েছিল কত সালে?
Created: 1 month ago
A
১৮৯১ সালে
B
১৮৯৫ সালে
C
১৮৯৩ সালে
D
১৮৯৭ সালে
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
আন্তর্জাতিক রাজনৈতিক সংস্থা
আন্তর্জাতিক রেড ক্রস
আন্তর্জাতিক সংস্থা
চীন-জাপান যুদ্ধ
তাইওয়ান
প্রথম চীন-জাপান যুদ্ধ (First Sino-Japanese War, 1894–1895)
-
সময়কাল: ১ আগস্ট, ১৮৯৪ – ১৭ এপ্রিল, ১৮৯৫
-
প্রতিদ্বন্দ্বী: চীনের কিং রাজবংশ বনাম জাপানের মেইজি সরকার
-
যুদ্ধের স্থান: কোরিয়া, মাঞ্চুরিয়া, তাইওয়ান, হলুদ সাগর
-
মূল কারণ: কোরিয়ার উপর নিয়ন্ত্রণ ও পূর্ব এশিয়ার ভূ-রাজনৈতিক প্রভাব বিস্তার
প্রধান ঘটনা
-
যুদ্ধ ঘোষণা:
-
১ আগস্ট, ১৮৯৪ – জাপান আনুষ্ঠানিকভাবে চীনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
-
-
ফেংদাও নৌযুদ্ধ:
-
২৫ জুলাই, ১৮৯৪ – জাপান চীনের নৌবাহিনীকে পরাজিত করে।
-
-
জাপানের দখল:
-
কোরিয়ার সিওংহ্বান ও পিয়ংইয়ং দখল।
-
মাঞ্চুরিয়ার লিয়াওডং উপদ্বীপ দখল।
-
১৮৯৫ – তাইওয়ান ও পেঙ্ঘু দ্বীপপুঞ্জ দখল।
-
-
যুদ্ধের সমাপ্তি:
-
১৭ এপ্রিল, ১৮৯৫ – শিমোনোসেকি চুক্তি (Treaty of Shimonoseki) স্বাক্ষরিত।
-
চীনের প্রভাব কোরিয়ায় শেষ হয়।
-
জাপান শক্তিশালী সামরিক শক্তি হিসেবে আন্তর্জাতিক মঞ্চে প্রতিষ্ঠিত হয়।
-
উৎস: Britannica

0
Updated: 1 month ago
হিটলারের শাসনামলে 'গোপন পুলিশ বাহিনী' হিসেবে পরিচিত ছিল—
Created: 1 month ago
A
এস.এস
B
সীমান্ত বাহিনী
C
স্টর্ম ট্রুপার
D
গেস্টাপো
অ্যাডলফ হিটলার
-
জন্ম: এপ্রিল ১৮৮৯, ব্রাউনাউ, অস্ট্রিয়া।
-
রাজনৈতিক দল: নাৎসী (Nazi) পার্টি।
-
পদ: জার্মানির চ্যান্সেলর (১৯৩৩–১৯৪৫)।
-
উক্তি: “যুদ্ধই জীবন, যুদ্ধই সর্বজনীন”।
-
গোপন পুলিশ বাহিনী: গেস্টাপো।
-
মৃত্যু: ৩০ এপ্রিল ১৯৪৫, আত্মহত্যার মাধ্যমে।
উৎস: Britannica.com

0
Updated: 1 month ago
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ কোন সাগরে অবস্থিত?
Created: 1 month ago
A
আরব সাগর
B
বঙ্গোপসাগর
C
পারস্য উপসাগর
D
লোহিত সাগর
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
-
অবস্থান: বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্ব অংশ
-
শাসনব্যবস্থা: ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল
-
উপাদান: দুটি প্রধান দ্বীপগুচ্ছ
-
উত্তর: আন্দামান দ্বীপপুঞ্জ
-
দক্ষিণ: নিকোবর দ্বীপপুঞ্জ
-
-
ভৌগোলিক সাপেক্ষ: থাইল্যান্ড ও মিয়ানমারের উপকূলের কাছে
উৎস: ওয়ার্ল্ড এটলাস

0
Updated: 1 month ago