FBI কোন দেশের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা?
A
রাশিয়া
B
যুক্তরাষ্ট্র
C
ব্রিটেন
D
ইসরায়েল
উত্তরের বিবরণ
FBI হলো যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, যার পূর্ণ নাম Federal Bureau of Investigation।
-
এটি ২৬ জুলাই, ১৯০৮ সালে প্রতিষ্ঠিত হয়।
-
সংস্থার প্রতিষ্ঠাতা ছিলেন মার্কিন প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্ট।
-
সদর দপ্তর অবস্থিত ওয়াশিংটন ডিসি।
-
ডিসেম্বর, ২০২৪ সালে এফবিআই-এর পরবর্তী পরিচালক হিসেবে কাশ প্যাটেলকে বেছে নিয়েছেন মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের CIA (Central Intelligence Agency) মূলত বিদেশী গোয়েন্দাগিরি ও সিক্রেট অপারেশন পরিচালনা করে।

0
Updated: 20 hours ago
ওয়ার্ল্ড ওয়াচ (World Watch) কোন দেশ ভিত্তিক পরিবেশ সংস্থা?
Created: 1 month ago
A
যুক্তরাজ্য
B
যুক্তরাষ্ট্র
C
নেদারল্যান্ড
D
সুইডেন
World Watch
-
প্রতিষ্ঠা: ১৯৭৪
-
সদর দপ্তর: ওয়াশিংটন, ডিসি, যুক্তরাষ্ট্র
-
প্রতিষ্ঠাতা: লেস্টার আর ব্রাউন
-
প্রকৃতি: যুক্তরাষ্ট্র ভিত্তিক পরিবেশবাদী সংস্থা যা পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়ন প্রচারে কাজ করে
উৎস: World Watch ওয়েবসাইট

0
Updated: 1 month ago
কোন চুক্তির মাধ্যমে Thirty years' war শেষ হয়েছিল?
Created: 17 hours ago
A
ভার্সাই চুক্তি
B
লুজান চুক্তি
C
প্যারিস চুক্তি
D
ওয়েস্টফেলিয়া চুক্তি
ত্রিশ বছরের যুদ্ধ ছিল একটি দীর্ঘমেয়াদি যুদ্ধের সিরিজ, যা ধর্মীয়, রাজবংশীয়, আঞ্চলিক এবং বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বিতাসহ নানা কারণে ইউরোপের বিভিন্ন রাষ্ট্রে সংঘটিত হয়।
-
যুদ্ধের ধ্বংসাত্মক অভিযান ইউরোপের বেশিরভাগ অংশ জুড়ে ছড়িয়ে পড়েছিল।
-
যুদ্ধ শেষ হয় ১৬৪৮ সালে ওয়েস্টফালিয়া চুক্তির মাধ্যমে, যা ইউরোপের মানচিত্রকে অপরিবর্তনীয়ভাবে পরিবর্তন করে।
ওয়েস্টফেলিয়া চুক্তি:
-
চুক্তি স্বাক্ষরিত হয় ১৬৪৮ সালে, স্থান: ওয়েস্টফেলিয়া, জার্মানি।
-
স্বাক্ষরিত হয় প্রোটেস্ট্যান্ট ও রোমান ক্যাথলিকদের মধ্যে।
-
চুক্তির মাধ্যমে পবিত্র রোমান সাম্রাজ্যের ত্রিশ বছরের যুদ্ধ এবং স্পেন ও ডাচ প্রজাতন্ত্রের মধ্যে আশি বছরের যুদ্ধের অবসান ঘটে।
-
এটি ইউরোপের আর্থ-সামাজিক, ধর্ম এবং রাজনৈতিক পরিস্থিতি পুনঃসংগঠিত করার ভিত্তি স্থাপন করে।

0
Updated: 17 hours ago
যুক্তরাজ্য ও আর্জেন্টিনার মাঝে বিরোধপূর্ণ অঞ্চল-
Created: 19 hours ago
A
ফকল্যান্ড দ্বীপপুঞ্জ
B
হাওয়াই দ্বীপপুঞ্জ
C
স্প্রাটলী দ্বীপপুঞ্জ
D
বোর্নিও দ্বীপপুঞ্জ
ফকল্যান্ড দ্বীপপুঞ্জ হলো দক্ষিণ আটলান্টিক মহাসাগরে অবস্থিত একটি যুক্তরাজ্যের বিদেশি অঞ্চল, যা কয়েক শত ছোট দ্বীপসহ মূলত দুটি বড় দ্বীপ—ইস্ট ফকল্যান্ড ও ওয়েস্ট ফকল্যান্ড—দ্বারা গঠিত।
-
মোট আয়তন: ১২,১৭৩ বর্গকিলোমিটার
-
মালিকানা বিরোধ: যুক্তরাজ্য ও আর্জেন্টিনা।
-
১৯৮২ সালের ২ এপ্রিল, আর্জেন্টিনার সামরিক সরকার দ্বীপপুঞ্জ আক্রমণ করে।
-
এর প্রেক্ষিতে ফকল্যান্ড যুদ্ধ শুরু হয়।
-
১০ সপ্তাহ পর, স্ট্যানলিতে ব্রিটিশ সৈন্যদের কাছে আর্জেন্টাইন বাহিনীর আত্মসমর্পণের মাধ্যমে যুদ্ধ শেষ হয়।
-
ব্রিটিশ সৈন্যরা জোরপূর্বক দ্বীপগুলো পুনরায় দখল করে।

0
Updated: 19 hours ago