Arrow 3 কোন দেশের তৈরী অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল ইন্টারসেপ্টর?
A
যুক্তরাষ্ট্র
B
ইরান
C
কানাডা
D
ইসরায়েল
উত্তরের বিবরণ
অ্যারো-৩ হলো ইসরায়েলের কার্যকর স্বতন্ত্র ATBM (Anti‑Tactical Ballistic Missile) প্রতিরক্ষা ব্যবস্থা, যা দেশের ব্যালিস্টিক মিসাইল প্রতিরক্ষা কৌশলের কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করে।
• অ্যারো‑৩ বিশ্বের প্রথম কার্যকর জাতীয় স্বতন্ত্র ATBM প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে বিবেচিত।
• এটি ইসরায়েলের ব্যালিস্টিক মিসাইল প্রতিরক্ষা কৌশলের কেন্দ্রবিন্দু।
• অ্যারো‑৩ ইন্টারসেপ্টর একটি অত্যাধুনিক অ্যান্টি‑ব্যালিস্টিক মিসাইল প্রযুক্তি, যা ব্যালিস্টিক মিসাইল — বিশেষত WMD বহনকারী মিসাইল — ধ্বংস করতে সক্ষম।
• অ্যারো‑৩ অ্যারো‑২-এর সঙ্গে সমন্বয় করে একটি বহুস্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থা গঠন করে এবং বাস্তব যুদ্ধক্ষেত্রে কার্যকর প্রমাণিত হয়েছে।

0
Updated: 20 hours ago
কোন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডেটন শান্তি চুক্তির মধ্যস্থতাকারী ছিলেন?
Created: 1 week ago
A
বিল ক্লিনটন
B
রোনাল্ড রিগ্যান
C
জিমি কার্টার
D
জর্জ এইচ. ডব্লিউ. বুশ
ডেটন শান্তি চুক্তি (Dayton Peace Agreement) হলো বসনিয়া সংকট সমাধানের উদ্দেশ্যে স্বাক্ষরিত একটি আন্তর্জাতিক চুক্তি, যা বসনিয়া ও হার্জেগোভিনার শান্তি স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ডেটন শান্তি চুক্তি সম্পর্কিত তথ্য:
-
পূর্ণনাম: General Framework Agreement for Peace in Bosnia and Herzegovina
-
খসড়া প্রস্তুত: ২১ নভেম্বর, ১৯৯৫, যুক্তরাষ্ট্রের ওহায়ো অঙ্গরাজ্যের ডেটন শহরের বিমানঘাটিতে।
-
চুক্তি স্বাক্ষরের তারিখ: ১৪ ডিসেম্বর, ১৯৯৫, স্থান: প্যারিস, ফ্রান্স।
-
চুক্তির পক্ষসমূহ: বসনিয়া, ক্রোয়েশিয়া ও সার্বিয়া
-
চুক্তি স্বাক্ষরকারী নেতৃবৃন্দ:
১. বসনিয়ার পক্ষে: প্রেসিডেন্ট আলিজা ইজটবেগোভিচ
২. ক্রোয়েশিয়ার পক্ষে: প্রেসিডেন্ট ফ্রাঞ্জো টুডম্যান
৩. সার্বিয়ার পক্ষে: স্লোভাদান মিলোসোভিচ -
মধ্যস্থতাকারী: যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন এবং পররাষ্ট্রমন্ত্রী ওয়ারেন ক্রিস্টোফার
-
প্রধান শান্তি আলোচক: রিচার্ড হলব্রোক
-
চুক্তি স্বাক্ষরের স্থান ও নামকরণ: চুক্তি ডেটনে খসড়া প্রণীত হওয়ায় এটিকে ডেটন শান্তি চুক্তি বলা হয়।

0
Updated: 1 week ago
হিরোশিমা নগরীতে পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয় -
Created: 1 week ago
A
৩ আগস্ট, ১৯৪৫
B
৬ আগস্ট, ১৯৪৫
C
৯ আগস্ট, ১৯৪৫
D
১১ আগস্ট, ১৯৪৫
দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষপর্যায়ে মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের উপর পারমাণবিক বোমা ব্যবহার করে যুদ্ধ দ্রুত সমাপ্ত করার চেষ্টা করে।
-
৬ আগস্ট, ১৯৪৫: যুক্তরাষ্ট্র জাপানের হিরোশিমা শহরে লিটল বয় নামের পারমাণবিক বোমা নিক্ষেপ করে।
-
৯ আগস্ট, ১৯৪৫: যুক্তরাষ্ট্র নাগাসাকি শহরে ফ্যাট ম্যান নামের আরেকটি পারমাণবিক বোমা নিক্ষেপ করে।
-
উভয় বোমা নিক্ষেপের নির্দেশদাতা: মার্কিন প্রেসিডেন্ট হেনরি ট্রুম্যান।

0
Updated: 1 week ago
ভারত প্রথম পারমাণবিক অস্ত্রের পরীক্ষা করেছিল কবে?
Created: 1 month ago
A
১৯৭৪ সালে
B
১৯৮২ সালে
C
২০০১ সালে
D
১৯৮৫ সালে
ভারতের পারমাণবিক পরীক্ষা
-
প্রথম পরীক্ষা (Smiling Buddha)
-
তারিখ: ১৮ মে, ১৯৭৪
-
স্থান: পোখরান টেস্টিং সাইট, রাজস্থান
-
সরকারি দাবি: শান্তিপূর্ণ উদ্দেশ্যে (মাটি সরানো, খননকাজ, খাল খনন)
-
বাস্তবতা: ১৯৯৭ সালে দলের প্রধান রাজা রামান্না স্বীকার করেন যে এটি আসলে একটি অস্ত্র পরীক্ষা ছিল
-
-
দ্বিতীয় বড় পরীক্ষা
-
তারিখ: মে ১৯৯৮, একই পোখরান সাইটে
-
পরীক্ষার সংখ্যা: ৫টি পারমাণবিক অস্ত্র পরীক্ষা
-
ফলাফল: ভারত আনুষ্ঠানিকভাবে নিজেকে পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র ঘোষণা করে
-
উৎস: Arms Control Association

0
Updated: 1 month ago