যুক্তরাজ্যের Secret Intelligence Service(SIS) কী নামে পরিচিত?
A
MI3
B
RI6
C
FI6
D
MI6
উত্তরের বিবরণ
Secret Intelligence Service (SIS) হলো যুক্তরাজ্যের গোপন গোয়েন্দা সংস্থা, যা সাধারণত MI6 নামে পরিচিত।
-
এটি ১৯৯৪ সালের গোয়েন্দা পরিষেবা আইনের অধীনে বিধিবদ্ধভাবে প্রতিষ্ঠিত হয়।
-
MI6-এর বর্তমান ১৭তম প্রধান হলো রিচার্ড মুর।
-
সংস্থাটি যুক্তরাজ্যের অন্যান্য সরকারি বিভাগ, গোয়েন্দা সম্প্রদায় এবং শিল্প খাতে অংশীদারদের সাথে সমন্বয় করে কাজ করে।

0
Updated: 20 hours ago
কোন সভ্যতা আলেকজান্দ্রিয়ান সভ্যতা নামে পরিচিত?
Created: 3 weeks ago
A
প্রথম মেসোপটেমীয় সভ্যতা
B
হেলেনিস্টিক সভ্যতা
C
মিশরীয় সভ্যতা
D
হেলেনিক সভ্যতা
হেলেনিস্টিক সভ্যতা
- গ্রিকবীর আলেকজান্ডার কর্তৃক পারস্য সাম্রাজ্য ও উত্তর আফ্রিকা বিজয়ের পরবর্তী সময়ে এসব অঞ্চলে গ্রিক সংস্কৃতির প্রসার ঘটে।
- এতে করে গ্রিক সংস্কৃতি ও তার বাহিরের সংস্কৃতির সংমিশ্রণে যে সভ্যতা বা সংস্কৃতি গড়ে উঠেছিলো তা হেলেনিস্টিক সভ্যতা নামে পরিচিতি পায়।
- হেলেনিস্টিক সভ্যতার কেন্দ্রভূমি ছিলো মিশরের আলেকজান্দ্রিয়া।
- যার কারণে একে অনেক ক্ষেত্রে আলেকজান্দ্রিয়ান সভ্যতা নামেও ডাকা হয়।
- হেলেনিস্টিক সভ্যতা খ্রিস্টপূর্ব ৩২৩ অব্দ থেকে খ্রিস্টপূর্ব ৩১ অব্দ পর্যন্ত টিকেছিলো।
- রোমানদের হাতে হেলেনিস্টিক সভ্যতার পতন ঘটে।
অন্যদিকে,
- গ্রিসের মূল ভূখণ্ডে খ্রিস্টপূর্ব ৫০৭ থেকে খ্রিস্টপূর্ব ৩২৩ অব্দ সময়ে গড়ে উঠা সভ্যতা হেলেনিক সভ্যতা নামে পরিচিত।

0
Updated: 3 weeks ago
পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি (TPNW) স্বাক্ষরকারী দেশ কয়টি? [আগস্ট, ২০২৫]
Created: 1 month ago
A
৯০টি
B
৯৪টি
C
৮৭টি
D
৮৫টি
সংক্ষেপে:
TPNW বা Treaty on the Prohibition of Nuclear Weapons হলো একটি আন্তর্জাতিক চুক্তি যা পারমাণবিক অস্ত্রের উৎপাদন, মজুত, ব্যবহার ও হুমকি সম্পূর্ণ নিষিদ্ধ করে।
-
স্বাক্ষর: ২০ সেপ্টেম্বর ২০১৭, নিউইয়র্ক
-
কার্যকর: ২২ জানুয়ারি ২০২১
-
স্বাক্ষরকারী দেশ: ৯৪টি, অনুমোদনকারী: ৭৩টি
-
পারমাণবিক রাষ্ট্র বা কিছু দেশ স্বাক্ষর করেনি
-
লক্ষ্য: পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব ও নিরস্ত্রীকরণ প্রচেষ্টা শক্তিশালী করা
বাংলাদেশও ২০১৭ সালে স্বাক্ষর এবং ২০১৯ সালে অনুমোদন করেছে।

0
Updated: 1 month ago
ADB-এর বর্তমান সদস্য সংখ্যা কত? [আগস্ট, ২০২৫]
Created: 1 week ago
A
৭১টি
B
৬৯টি
C
৬৫টি
D
৬০টি
এশীয় উন্নয়ন ব্যাংক (ADB) একটি আঞ্চলিক উন্নয়নমূলক আর্থিক প্রতিষ্ঠান, যা এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে।
-
পূর্ণরূপ: Asian Development Bank
-
প্রতিষ্ঠার তারিখ: ২২ আগস্ট, ১৯৬৬
-
আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: ১৯ ডিসেম্বর, ১৯৬৬
-
সদরদপ্তর: ম্যানিলা, ফিলিপাইন
-
বর্তমান সদস্য সংখ্যা: ৬৯টি দেশ [আগস্ট ২০২৫ অনুযায়ী]
-
এর মধ্যে ৫০টি দেশ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে
-
১৯টি দেশ অন্যান্য অঞ্চল থেকে
-
-
সর্বশেষ সদস্য দেশ: ইসরায়েল (সেপ্টেম্বর ২০২৪-এ যুক্ত হয়)
-
বর্তমান প্রেসিডেন্ট: Masato Kanda [আগস্ট ২০২৫ অনুযায়ী]
ঐতিহাসিক তথ্য
-
এশীয় উন্নয়ন ব্যাংক প্রথমে ৩১টি সদস্য দেশ নিয়ে যাত্রা শুরু করেছিল
-
প্রথম সভাপতি: তাকেশি ওয়াতানাবে
উৎস:

0
Updated: 1 week ago