বিদ্যাপতি কোথাকার কবি ছিলেন?
A
নবদ্বীপের
B
মিথিলার
C
বৃন্দাবনের
D
বর্ধমানের
উত্তরের বিবরণ
বিদ্যাপতি ছিলেন মিথিলার রাজসভার একজন খ্যাতিমান কবি, যিনি পঞ্চদশ শতকে সাহিত্যচর্চা করে খ্যাতি অর্জন করেন। তাঁর কাব্যগুণে মুগ্ধ হয়ে মিথিলার তৎকালীন রাজা শিবসিংহ তাঁকে 'কবিকণ্ঠহার' উপাধিতে সম্মানিত করেন।
'মৈথিল কোকিল' নামে বিদ্যাপতির পরিচিতি কোকিল পাখির সুরেলা গানের সঙ্গে তুলনীয়। যেমন কোকিল তার সুমধুর কণ্ঠে শ্রোতাদের মোহিত করে, তেমনি বিদ্যাপতিও মৈথিলি ভাষায় রচিত তার গীতিকবিতা ও পদাবলির মাধ্যমে সকলকে বিমুগ্ধ করেছিলেন।
তিনি বৈষ্ণব ভাবধারায় প্রভাবিত ছিলেন এবং বাংলা পদসঙ্গীত ধারার একজন পথিকৃৎ হিসেবে গণ্য হন। বিদ্যাপতির শ্রেষ্ঠ সাহিত্যকীর্তির মধ্যে অন্যতম হলো ব্রজবুলি ভাষায় রচিত রাধাকৃষ্ণ বিষয়ক প্রেমময় পদাবলি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া।

0
Updated: 1 month ago
বাংলা সাহিত্যের আদি কবি কে?
Created: 1 month ago
A
কাহ্নপা
B
চেণ্ডনপা
C
লুইপা
D
ভূসুকুপা
লুইপা: বাংলা সাহিত্যের প্রথম কবি
-
বাংলা সাহিত্যের প্রাচীনতম কাব্যগ্রন্থ চর্যাপদ-এর প্রথম কবিতা লুইপা রচনা করেন।
তাই তাকেই বাংলা সাহিত্যের আদি কবি বলা হয়। -
লুইপা ছিলেন একজন প্রবীণ বৌদ্ধ সাধক ও চর্যাপদের একজন কবি।
-
ভাষাবিদ মুহম্মদ শহীদুল্লাহ মনে করেন, লুইপা সম্ভবত ৭৩০ থেকে ৮১০ খ্রিষ্টাব্দের মধ্যে জীবিত ছিলেন।
-
হরপ্রসাদ শাস্ত্রীর মতে, লুইপার জন্ম রাঢ় অঞ্চলে (বর্তমান পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কিছু অংশ)।
-
তিনি চর্যাপদের ১ম ও ২৯তম পদ রচনা করেছেন।
-
তাঁর রচিত প্রথম চর্যার পঙক্তি দুটি হলো:
"কাআ তরুবর পাঞ্চ বি ডাল।
চঞ্চল চীএ পৈঠা কাল।।"
চর্যাপদ: বাংলা সাহিত্যের সূচনা
-
চর্যাপদ হলো বাংলা সাহিত্যের সবচেয়ে পুরোনো গ্রন্থ।
এটি বাংলা ভাষার প্রথম কবিতা বা গানের সংকলন হিসেবে ধরা হয়। -
এটি বাংলা সাহিত্যের আদি যুগের একমাত্র লিখিত নিদর্শন।
-
১৯০৭ সালে হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজ দরবারের একটি লাইব্রেরি থেকে চর্যাপদ আবিষ্কার করেন।
-
সুকুমার সেন তাঁর 'বাঙ্গালা সাহিত্যের ইতিহাস' গ্রন্থে চর্যাপদের ২৪ জন কবির নাম উল্লেখ করেছেন।
-
ড. মুহম্মদ শহীদুল্লাহ তাঁর Buddhist Mystic Songs গ্রন্থে ২৩ জন কবির নাম দেন।
-
চর্যাপদের সবচেয়ে বেশি কবিতা লিখেছেন কাহ্নপা — তিনি মোট ১৩টি পদ রচনা করেন, যার মধ্যে ১২টি পাওয়া গেছে।
-
দ্বিতীয় সর্বোচ্চ পদ লিখেছেন ভুসুকুপা — তিনি ৮টি পদ রচনা করেন।
তথ্যসূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (ড. সৌমিত্র শেখর), বাংলাপিডিয়া।

0
Updated: 1 month ago
ডোম সম্প্রদায়ের একজন যুবকের কবিরূপে প্রতিষ্ঠার কাহিনি উল্লেখ রয়েছে কোন উপন্যাসে?
Created: 1 week ago
A
নিকেতন
B
আরোগ্য
C
কালিন্দী
D
কবি
‘কবি’ উপন্যাস
-
রচয়িতা: তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
-
এটি একটি সামাজিক উপন্যাস, যা বাংলাভাষার আলোচিত কাহিনিগুলোর মধ্যে অন্যতম।
-
কাহিনী কেন্দ্র করে ডোম সম্প্রদায়ের একজন যুবকের কবিরূপে আত্মপ্রকাশ এবং দুটি নারীর সঙ্গে তার সম্পর্ক।
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অন্যান্য উপন্যাস
-
চৈতালি ঘূর্ণি
-
ধাত্রীদেবতা
-
কালিন্দী
-
কবি
-
হাঁসুলি বাঁকের উপকথা
-
গণদেবতা
-
আরোগ্য
-
নিকেতন
-
পঞ্চপুণ্ডলী
-
রাধা
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া

0
Updated: 1 week ago
তাম্বুলখানা গ্রামে জন্মেছিলেন কোন কবি?
Created: 1 month ago
A
জসীমউদ্দীন
B
ফররুখ আহমদ
C
আবুল হাসান
D
শহীদ কাদরী
জসীমউদ্দীন
-
জসীমউদ্দীন জন্মগ্রহণ করেন ১৯০৩ সালের ১ জানুয়ারি, ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে তাঁর মামার বাড়িতে।
-
তিনি একজন খ্যাতিমান কবি ও শিক্ষাবিদ ছিলেন। সবাই তাঁকে পল্লিকবি নামে চেনে।
-
তাঁর একমাত্র উপন্যাসের নাম ‘বোবা কাহিনী’।
-
তিনি রচনা করেন বিখ্যাত গাথাকাব্য ‘নকশী কাঁথার মাঠ’, যা প্রকাশিত হয় ১৯২৯ সালে।
-
এই গ্রন্থটি ইংরেজিতে অনুবাদ করেন E.M. Millford; নাম দেন ‘The Field of the Embroidered Quilt’।
-
তিনি পেয়েছেন:
-
১৯৫৮ সালে প্রেসিডেন্টের Pride of Performance পুরস্কার,
-
১৯৭৬ সালে একুশে পদক,
-
এবং ১৯৭৮ সালে (মরণোত্তর) স্বাধীনতা দিবস পুরস্কার।
-
-
তিনি মৃত্যুবরণ করেন ১৯৭৬ সালের ১৩ মার্চ, ঢাকায়।
• তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ
-
বালুচর
-
রূপবতী
-
নকশী কাঁথার মাঠ
-
ধানখেত
-
সোজন বাদিয়ার ঘাট
-
মাটির কান্না
-
মা যে জননী কান্দে
• আত্মজীবনীমূলক গ্রন্থ
-
জীবনকথা
-
স্মৃতিপট
-
যাদের দেখেছি
-
ঠাকুর বাড়ির আঙ্গিনায়
• শিশুদের জন্য লেখা
-
ডালিমকুমার
-
এক পয়সার বাঁশি
-
হাসু
• নাটকসমূহ
-
পদ্মাপার
-
বেদের মেয়ে
-
মধুমালা
-
পল্লীবধূ
-
গ্রামের মায়া
• অন্যান্য কবিদের জন্মস্থান ও জন্মতারিখ
-
ফররুখ আহমদ: জন্ম ১০ জুন ১৯১৮, মাগুরা জেলার শ্রীপুর থানার মাঝাইল গ্রামে।
-
আবুল হাসান: জন্ম ৪ আগস্ট ১৯৪৭, গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়ার বর্নি গ্রামে (মামার বাড়ি)।
-
শহীদ কাদরী: জন্ম ১৪ আগস্ট ১৯৪২, কলকাতায়।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (ড. সৌমিত্র শেখর) এবং বাংলাপিডিয়া।

0
Updated: 1 month ago