"Heard melodies are sweet, but those unheard are sweeter." — Who quoted this famous line?
A
T.S. Eliot
B
William Wordsworth
C
P.B. Shelley
D
John Keats
উত্তরের বিবরণ
"Heard melodies are sweet, but those unheard are sweeter." এই বিখ্যাত লাইনটি John Keats-এর Ode on a Grecian Urn কবিতা থেকে নেওয়া হয়েছে। এই কবিতায় Keats শিল্প, সৌন্দর্য, সত্য এবং মানুষের অনুভূতির সম্পর্ক নিয়ে গভীরভাবে চিন্তাভাবনা করেছেন।
-
Ode on a Grecian Urn হলো রোমান্টিক যুগের উল্লেখযোগ্য কবিতা।
-
কবিতায় দেখা যায়, যদিও ভালোবাসা হারানো মানুষের নিয়তি, তবুও তারা ভালোবাসার ধারণা এবং সৌন্দর্যকে পূর্ণ করতে সক্ষম।
-
কবিতাটি ৫টি stanza নিয়ে গঠিত এবং ১৮২০ সালে প্রকাশিত হয়।
-
কবিতায় একটি Grecian urn-এর উপর অঙ্কিত শিল্পকর্মের কথা উঠে এসেছে, যার মাধ্যমে শিল্প, সৌন্দর্য এবং সত্যের সম্পর্ক ফুটে ওঠে।
-
উক্তি সমূহ:
‘Beauty is truth, truth beauty, —that is all Ye know on earth, and all ye need to know.’
"Heard melodies are sweet, but those unheard are sweeter." -
John Keats ছিলেন একজন British poet এবং Romantic Period-এর কবি।
-
তিনি সংক্ষিপ্ত জীবনকালেও vivid imagery, sensuous appeal, এবং classical legend-এর মাধ্যমে দর্শন প্রকাশের চেষ্টা করেছিলেন।
-
John Keats-এর বিখ্যাত কবিতা:
Ode to Psyche
Ode on Melancholy
To Autumn
Bright Star
On First Looking into Chapman’s Homer
Lamia
Hyperion
The Eve of St. Agnes
La Belle Dame Sans Merci

0
Updated: 20 hours ago
What is the central theme of “Ode to Psyche”?
Created: 1 month ago
A
Power of imagination and inner worship
B
Fear of death and loss
C
Nature’s destructive force
D
War and patriotism
কিটসের এই কবিতায় মূলত কল্পনার শক্তি ও অন্তর্গত ভক্তি প্রকাশ পেয়েছে। বাইরের জগতে সাইকি অবহেলিত হলেও, কবি তাঁর মনে একটি সুন্দর রাজ্য গড়ে দেন। এটি রোমান্টিক যুগের সেই বিশ্বাসকে প্রতিফলিত করে যে কল্পনা ও সৌন্দর্যের পূজা মানুষের আত্মাকে মুক্তি দেয়।

0
Updated: 1 month ago
Who wrote the poem To Autumn?
Created: 1 month ago
A
P.B. Shelley
B
John Keats
C
W.B. Yeast
D
Lord Byron
To Autumn
-
লেখক: John Keats
-
প্রকাশ: 1820
-
ধরণ: Poem, 3 stanzas × 11 lines each
-
বিষয়: শরৎকালের আগমন, গ্রীষ্মের বিদায়, জীবনের সংক্ষিপ্ততা, উর্বরতা ও পরিপক্কতার প্রতীক
-
কবিতাটি Keats-এর অন্যতম শেষ প্রধান কবিতা
John Keats
-
English Romantic lyric poet
-
স্বল্প জীবন কাটিয়ে কবিতা ও সৌন্দর্য উদ্ভাবনের প্রতি নিবেদিত
-
অন্য নাম: Poet of Beauty
Famous Poems:
-
Ode to Psyche
-
Ode on Melancholy
-
To Autumn
-
Bright Star
-
On First Looking into Chapman’s Homer
-
Lamia
-
Hyperion
-
The Eve of St.
-
La Belle Dame Sans Merci
-
Endymion

0
Updated: 1 month ago
Which imagery does Keats use to describe the secret love of Cupid and Psyche?
Created: 1 month ago
A
They walk in a forest of gods
B
They lie in a deep secluded glade
C
They fly across the moon together
D
They dance in a palace of gold
কিটস সাইকি ও কিউপিডের প্রেমকে গোপন, নীরব আর অন্তরঙ্গ রূপে উপস্থাপন করেন। তিনি তাঁদের একটি নির্জন বনের ছায়াময় গ্লেডে বিশ্রামরত অবস্থায় কল্পনা করেন। এই দৃশ্য প্রকৃতির নীরবতার সঙ্গে মানবিক প্রেমের মিলন ঘটায়। প্রেম এখানে প্রকাশ্য উৎসব নয়, বরং গোপন অনুভূতি। এই চিত্রকল্প সাইকি দেবীর অবহেলিত অবস্থাকে আরও তীব্রভাবে প্রকাশ করে এবং দেখায় যে সৌন্দর্য ও প্রেম প্রায়ই অন্তর্নিহিত ও আড়ালে লুকিয়ে থাকে।

0
Updated: 1 month ago