শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের বড়াই কি ধরনের চরিত্র? 

A

শ্রী রাধার ননদিনী 

B

শ্রী রাধার শাশুড়ি 

C

রাধাকৃষ্ণের প্রেমের দূতী 

D

জনৈক গোপবালা

উত্তরের বিবরণ

img

‘বড়ায়ি’ ছিলেন রাধাকৃষ্ণ প্রেমপর্বের একজন গুরুত্বপূর্ণ দূতী চরিত্র।

শ্রীকৃষ্ণকীর্তন কাব্য 

বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রাচীনতম কাব্য হিসেবে শ্রীকৃষ্ণকীর্তন বিশেষভাবে স্বীকৃত।

১৯০৯ সালে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্যা গ্রামে শ্রী দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বাড়ির গোয়ালঘরে পুথিটি আবিষ্কার করেন বিশিষ্ট পণ্ডিত বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ

পুথিটির প্রারম্ভে কোনো শিরোনাম অনুপস্থিত থাকায়, আবিষ্কারক বসন্তরঞ্জন রায়ই একে শ্রীকৃষ্ণকীর্তন নামে অভিহিত করেন। একে শ্রীকৃষ্ণসন্দর্ভ নামেও চিহ্নিত করা হয়।

১৯১৬ সালে বঙ্গীয় সাহিত্য পরিষৎ-এর উদ্যোগে এই পুথিটি প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয়, বসন্তরঞ্জন রায়ের সম্পাদনায়।

চলমান পাণ্ডুলিপির প্রথম দুটি ও শেষ পৃষ্ঠা অনুপস্থিত থাকায় কবির পরিচয় নির্দিষ্টভাবে পাওয়া না গেলেও, কবিতায় পাওয়া “চণ্ডীদাস” ও “বড়ু চণ্ডীদাস” নামের ভিত্তিতে এই কাব্যের রচয়িতা হিসেবে বড়ু চণ্ডীদাস-কে গ্রহণ করা হয়েছে।

এই কাব্যটি মূলত এক গীতি-আলেখ্য যেখানে শ্রীকৃষ্ণ ও রাধার প্রেমপর্বের নানা রূপ ও পরিণতি তুলে ধরা হয়েছে।

এখানে তিনটি মুখ্য চরিত্র—শ্রীকৃষ্ণ, রাধা ও বড়ায়ি—যারা কাব্যের কাহিনি গঠনে কেন্দ্রীয় ভূমিকা পালন করে।

শ্রীকৃষ্ণকীর্তন মোট ১৩টি খণ্ডে বিভক্ত, যেগুলো হলো:

  1. জন্ম খণ্ড

  2. তাম্বুল খণ্ড

  3. দান খণ্ড

  4. নৌকা খণ্ড

  5. ভার খণ্ড

  6. ছত্র খণ্ড

  7. বৃন্দাবন খণ্ড

  8. কালিয়দমন খণ্ড

  9. যমুনা খণ্ড

  10. হার খণ্ড

  11. বাণ খণ্ড

  12. বংশী খণ্ড

  13. বিরহ খণ্ড

এই কাব্য বাংলা সাহিত্য এবং ধর্মীয় ভক্তিমূলক চর্চার এক অমূল্য নিদর্শন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

Unfavorite

0

Updated: 3 months ago

Related MCQ

'সৃষ্টিরহস্য' গ্রন্থের রচয়িতা কে?


Created: 1 month ago

A

আরজ আলী মাতুব্বর


B

আহমদ শরীফ


C

হুমায়ূন আজাদ


D

ড. আনিসুজ্জামান


Unfavorite

0

Updated: 1 month ago

রোহিণী-বিনোদিনী-কিরণময়ী কোন গ্রন্থগুচ্ছের চরিত্র? 

Created: 3 months ago

A

বিষবৃক্ষ-চতুরঙ্গ-চরিত্রহীন 

B

কৃষ্ণকান্তের উইল-যোগাযোগ-পথের দাবি 

C

দুর্গেশনন্দিনী-চোখের বালি-গৃহদাহ 

D

কৃষ্ণকান্তের উইল-চোখের বালি-চরিত্রহীন

Unfavorite

0

Updated: 3 months ago

রবীন্দ্রনাথ ঠাকুরের 'নষ্টনীড়' গল্পের একটি বিখ্যাত চরিত্র-

Created: 1 month ago

A

বিনোদিনী

B

হৈমন্তী

C

আশালতা

D

চারুলতা

Unfavorite

0

Updated: 1 month ago

© LXMCQ, Inc. - All Rights Reserved

Developed by WiztecBD