A
সুন্নি
B
শিয়া
C
কুর্দি
D
খ্রিস্টান
উত্তরের বিবরণ
ইরাক: ইতিহাস ও ভৌগোলিক প্রেক্ষাপট
ইরাক মধ্যপ্রাচ্যের একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র, যার পূর্বে ইরান, উত্তরে তুরস্ক, পশ্চিমে সিরিয়া ও জর্ডান এবং দক্ষিণে কুয়েত ও সৌদি আরব অবস্থিত। একসময় এ অঞ্চল 'মেসোপটেমিয়া' নামে পরিচিত ছিল, যা বিশ্বের প্রাচীনতম সভ্যতার কেন্দ্র হিসেবে বিবেচিত হয়।
ইরাকের রাজধানী বাগদাদ। এখানে রাষ্ট্রভাষা হলো আরবি এবং জাতীয় মুদ্রা দিনার। বর্তমানে দেশটির প্রেসিডেন্ট হচ্ছেন আব্দুল লতিফ রশীদ। অতীতে এই দেশটি ব্রিটিশ উপনিবেশে ছিল এবং ১৯৩২ সালে স্বাধীনতা অর্জন করে। স্বাধীনতা-উত্তরকালে ইরাকের প্রথম বাদশাহ ছিলেন বাদশা ফাইসাল।
বিশ্বখ্যাত প্রাচীন সপ্তাশ্চর্যের একটি, ব্যাবিলনের শূন্য উদ্যান, ইরাকেই অবস্থিত। বাগদাদ শহরের প্রতিষ্ঠাতা ছিলেন খলিফা আল মনসুর।
সাদ্দাম হোসেন ও আধুনিক ইতিহাস
১৯৭৯ সালে সাদ্দাম হোসেন ইরাকের প্রেসিডেন্ট হন। তার শাসনামলে দেশটি ব্যাপকভাবে তেল রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করে—বিশেষ করে তখন দেশের ৯৫% বৈদেশিক আয়ই পেট্রোলিয়াম রপ্তানি থেকে আসত। ২০০৬ সালে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
সামরিক অভিযান ও বৈশ্বিক ঘটনা
-
অপারেশন ডেজার্ট ফক্স (১৯৯৮): যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নেতৃত্বে পরিচালিত একটি সামরিক অভিযান, যা ইরাকের ওপর চালানো হয়।
-
অপারেশন ডেজার্ট স্টর্ম/শিল্ড (১৯৯০): ইরাকের বিরুদ্ধে বহুজাতিক বাহিনীর পরিচালিত আরেকটি সামরিক হামলা।
অতিরিক্ত তথ্য
-
ইরাকের প্রাক্তন প্রেসিডেন্ট জালাল তালাবানি কুর্দি সম্প্রদায়ের একজন নেতা ছিলেন।
-
দেশটির আকাশসীমায় একটি "নো ফ্লাই জোন" বলবৎ রয়েছে, যা আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থার অংশ।
তথ্যসূত্র: ব্রিটানিকা

0
Updated: 1 week ago