They'd left the party before midnight, ________?
A
hadn't they
B
had they
C
would they
D
wouldn't they
উত্তরের বিবরণ
Tag question ব্যবহারের নিয়মগুলো হলো:
-
Tag question ব্যবহৃত হয় কোনো উক্তি সত্য না মিথ্যা তা নিশ্চিত করার জন্য।
-
যদি মূল statement positive হয়, তাহলে tag question হবে negative।
-
Subject এবং tense অনুযায়ী auxiliary verb দিয়ে tag question তৈরি হয়।
Confusing Contraction ('d) ক্ষেত্রে নিয়ম:
-
যদি 'd এর পরে verb base form আসে, তাহলে এটিকে modal auxiliary “would” হিসেবে ধরা হয়।
-
উদাহরণ: If I were a rich man, I'd establish a hospital, wouldn't I?
-
-
যদি 'd এর পরে verb past participle হয়, তাহলে এটিকে past perfect tense-এর “had” হিসেবে ধরা হয়।
-
উদাহরণ: I'd reached there in time, hadn't I?
-
Correct sentence: They'd left the party before midnight, hadn't they?
অর্থ: তারা মধ্যরাতের আগে পার্টি ত্যাগ করেছিল, তাই না?

0
Updated: 20 hours ago
_____ Salman lives only a few blocks from work, he walks to work and enjoys it.
Created: 1 week ago
A
Even now
B
Now and then
C
Now or never
D
Now that
Now that Salman lives only a few blocks from work, he walks to work and enjoys it। এই বাক্যটি ব্যাখ্যা করে যে নতুন পরিস্থিতির কারণে সালমান হেঁটেই অফিসে যান এবং এটি উপভোগ করেন।
-
Now (that) [conjunction]:
-
English meaning: used to explain a new situation or its result; “যেহেতু”
-
Bangla meaning: যেহেতু কোনো ঘটনা বা পরিস্থিতি ঘটেছে, তার কারণে নতুন ফলাফল বা অবস্থা এসেছে।
-
-
Structure: Now that + new situation, main clause describing the result.
-
Examples:
-
Now that I live only a few blocks from work, I walk to work and enjoy it.
-
Now that the exams are over, we can plan for a sightseeing tour.
-

0
Updated: 1 week ago
Which of the following is in the plural form of 'Codex'?
Created: 1 week ago
A
Codices
B
Codies
C
Codiecs
D
Codexes
Correct answer: Codices
Codex:
English meaning: an ancient book that was written by hand
Bangla meaning: প্রাচীন গ্রন্থাদির পাণ্ডুলিপি
Plural form: Codices
সূত্র: Cambridge & Accessible Dictionary
বিবেচনাসবক
Codex (singular) → Codices (plural) ঠিকঠাক প্র্যাকটিসে ব্যবহার হয়।
প্রাচীন হাতের লেখা বইকে বোঝাতে Latin origin-এ codex শব্দটি প্রথागतভাবে ব্যবহৃত হয়; বহু ভাষায় pluralization ক্যালকুলাস অনুযায়ী codices হয়।

0
Updated: 1 week ago
We need someone who is good ________ public speaking.
Created: 1 month ago
A
at
B
with
C
on
D
by
• Complete Sentence: We need someone who is good at public speaking.
-
Bangla Meaning: আমাদের এমন একজন দরকার যিনি জনসম্মুখে কথা বলতে পারদর্শী।
-
Good at something / doing something
-
English Meaning: If you are good at something, you are able to do it well.
-
Bangla Meaning: দক্ষ।
-
-
কোনো দক্ষতা বা বিষয়ে ভালো হওয়া বোঝাতে "good" এর পরে preposition হিসেবে সাধারণত "at" ব্যবহার হয়।
-
উদাহরণ: "public speaking"–এর ক্ষেত্রে, দক্ষতা বোঝাতে "good" এর পরে at ব্যবহার করা হয়।
-
Example Sentences:
-
She is really good at playing the piano.
-
They are good at solving problems quickly.
-
He’s good at public speaking.
Source: Cambridge Dictionary

0
Updated: 1 month ago