Identify the correct sentence.
A
One-fourth of the students are present today.
B
One-fourths of the students are present today.
C
One-fourth of the student are present today.
D
One-fourth of the students were present today.
উত্তরের বিবরণ
Correct sentence: One-fourth of the students are present today.
অর্থ: আজ ছাত্রদের এক-চতুর্থাংশ উপস্থিত আছে।
ভগ্নাংশের ক্ষেত্রে নিয়মগুলো:
-
ভগ্নাংশে যদি প্রথম সংখ্যা One হয়, তাহলে দ্বিতীয় সংখ্যার সাথে s যোগ হয় না। যেমন: One-third, One-fourth।
-
যদি প্রথম সংখ্যা One এর বেশি হয়, যেমন Two-thirds, তাহলে দ্বিতীয় সংখ্যার সাথে s ব্যবহার হয়।
-
ভগ্নাংশের পরে যে subject আসে, তার সংখ্যা অনুযায়ী verb ঠিক করতে হবে।
-
Singular subject → singular verb
-
Plural subject → plural verb
-
অন্য অপশনগুলোর বিশ্লেষণ:
-
খ) One-fourths of the students are present today.
ভুল, কারণ “One-fourths” নয়; সঠিক হবে One-fourth। -
গ) One-fourth of the student are absent today.
ভুল, কারণ “the student” একবচন; তাই verb হবে is। -
ঘ) One-fourth of the students were present today.
ভুল, কারণ “today” নির্দেশ করছে Present Tense; তাই were ব্যবহার করা ঠিক নয়।

0
Updated: 20 hours ago
Find the part of the sentence that contains an error:
Being always the best student, he is certainly the most excellent boy in the class.
Created: 1 month ago
A
Being always the best student
B
he is certainly
C
the most excellent
D
in the class
• সঠিক উত্তর: C) the most excellent
-
“the most excellent” ব্যবহারে ভুল হয়েছে কারণ “excellent” নিজেই একটি superlative adjective (অর্থ: “অত্যন্ত ভালো”)।
-
ইতিমধ্যেই যেকোনো adjective যদি superlative বা absolute হয়, তার আগে “most” ব্যবহার করা ভুল।
-
অর্থাৎ এখানে দুইবার superlative form ব্যবহার করা হয়েছে, যা অযৌক্তিক।
উদাহরণ Sentence:
Being always the best student, he is certainly the most outstanding boy in the class.
• অন্যান্য Options
-
A) Being always the best student
-
সঠিক participial phrase, যা subject (he)-কে modify করছে।
-
-
B) he is certainly
-
ব্যাকরণগতভাবে সঠিক structure।
-
-
D) in the class
-
সঠিক prepositional phrase, যা অবস্থান (location) নির্দেশ করছে।
-
📖 Source: Live MCQ Lecture

0
Updated: 1 month ago
Choose the correct spelling.
Created: 1 month ago
A
Exeggarate
B
Exaggerate
C
Exaggarate
D
Exoggerate
Correct Spelling and Meaning of "Exaggerate"
-
Spelling: Exaggerate (Verb)
-
English meaning: To make something seem larger, better, worse, or more important than it really is.
-
Bangla meaning: অতিরঞ্জিত করা; অত্যুক্তি করা; বাড়িয়ে বলা
Example Sentence:
-
He exaggerated his role in the project to impress the manager.
-
Bangla: সে ম্যানেজারকে প্রভাবিত করতে প্রকল্পে নিজের ভূমিকা বাড়িয়ে বলেছিল।
Source: Accessible Dictionary, Oxford Dictionary, Merriam & Webster Dictionary

0
Updated: 1 month ago
Choose the correct sentence
Created: 2 weeks ago
A
Shamim was hanged for murder.
B
Shamim was hanging for murder.
C
Shamim has been hung for murder.
D
None of these
Correct Sentence: Shamim was hanged for murder.
-
Bangla meaning: শামীমকে হত্যার দায়ে ফাঁসি দেওয়া হয়েছিল।
-
প্রদত্ত বাক্যে ফাঁসির কথা বলা হয়েছে।
-
Hang শব্দটি ফাঁসি দেওয়ার অর্থে ব্যবহৃত হলে এর past form ও past participle form হয় hanged।
-
অপরদিকে, Hang কোনো বস্তু ঝুলানো বা টাঙানোর অর্থে ব্যবহৃত হলে এর past form ও past participle form হয় hung।
-
তাই ফাঁসি দেওয়ার ক্ষেত্রে সঠিক উত্তর হবে: Shamim was hanged for murder.
-
ভুল অপশন বিশ্লেষণ:
খ) Was hanging → ভুল। এটি দাঁড় করিয়ে রাখা বা ঝুলে থাকার অর্থ প্রকাশ করে, ফলে অর্থ বদলে যায়।
গ) Hung → ভুল। মানুষকে ফাঁসি দেওয়ার ক্ষেত্রে এটি ব্যবহার করা হয় না।

0
Updated: 2 weeks ago