She was tired, ____ she continued working late into the night.
A
because
B
unless
C
so that
D
yet
উত্তরের বিবরণ
Complete sentence: She was tired, yet she continued working late into the night.
Bangla meaning: সে ক্লান্ত ছিল, তবুও গভীর রাত পর্যন্ত কাজ চালিয়ে গেল।
Yet (Conjunction)
-
English meaning: despite that; but at the same time; but nevertheless
-
Bangla meaning: তৎসত্ত্বেও; একইসঙ্গে; যাই হোক
-
ব্যবহার: যখন কিছু বলা হয়েছে এবং তার পর আশ্চর্যজনক বা চমকপ্রদ তথ্য যোগ করতে চাই, তখন yet ব্যবহার করা হয়। অর্থাৎ, যা বলা হয়েছে তার বিপরীতে বা সাপেক্ষে কিছু প্রকাশ করতে।
অন্য বিকল্পগুলোর বিশ্লেষণ:
-
Unless (except if)
-
অর্থ: যদি না
-
শর্ত বোঝাতে ব্যবহৃত হয় এবং এটি নিজেই negative অর্থ বহন করে।
-
Unless-এর clause-এ no বা not বসানো যায় না।
-
উদাহরণ: Do not punish him unless he behaves roughly.
-
-
So that (in order that)
-
অর্থ: যাতে, যেন
-
উদ্দেশ্য বা purpose বোঝাতে ব্যবহার হয়।
-
এর পর এমন একটি clause আসে যা উদ্দেশ্য প্রকাশ করে।
-
উদাহরণ: Sit in the front row so that you may hear better.
-
-
Because (for the reason that; since)
-
অর্থ: কারণ, যেহেতু
-
conjunction হিসেবে কারণ বোঝাতে ব্যবহৃত হয়।
-
উদাহরণ: I couldn’t attend the meeting because I was ill.
-

0
Updated: 20 hours ago
We need someone who is good ________ public speaking.
Created: 1 month ago
A
at
B
with
C
on
D
by
• Complete Sentence: We need someone who is good at public speaking.
-
Bangla Meaning: আমাদের এমন একজন দরকার যিনি জনসম্মুখে কথা বলতে পারদর্শী।
-
Good at something / doing something
-
English Meaning: If you are good at something, you are able to do it well.
-
Bangla Meaning: দক্ষ।
-
-
কোনো দক্ষতা বা বিষয়ে ভালো হওয়া বোঝাতে "good" এর পরে preposition হিসেবে সাধারণত "at" ব্যবহার হয়।
-
উদাহরণ: "public speaking"–এর ক্ষেত্রে, দক্ষতা বোঝাতে "good" এর পরে at ব্যবহার করা হয়।
-
Example Sentences:
-
She is really good at playing the piano.
-
They are good at solving problems quickly.
-
He’s good at public speaking.
Source: Cambridge Dictionary

0
Updated: 1 month ago
When you see such kindness, you cannot but ________ something to repay it.
Created: 2 days ago
A
done
B
doing
C
do
D
to do
Complete Sentence: When you see such kindness, you cannot but do something to repay it।
-
Cannot help / Cannot but
-
এগুলো ব্যবহৃত হয় কোনো কিছু না করে থাকা সম্ভব নয় বোঝাতে
-
Cannot help-এর পরে gerund (verb+ing) বসে
-
Cannot but-এর পরে verb-এর base form বসে
-
-
যেহেতু প্রদত্ত বাক্যে Cannot but ব্যবহার হয়েছে, তাই শূন্যস্থানে do বসানো হয়েছে
-
More Examples:
-
I cannot but laugh.
-
I cannot help going there.
-

0
Updated: 2 days ago
Choose the right form of verb:
As soon as the rain _______, we went outside.
Created: 1 week ago
A
stop
B
stopped
C
had stopped
D
had been stopped
Complete sentence:
As soon as the rain stopped, we went outside.
-
Bangla Meaning: বৃষ্টি থামার সঙ্গে সঙ্গে আমরা বাইরে চলে গেলাম।
নিয়ম:
-
যদি As soon as এর পূর্বে Past Indefinite Tense থাকে, তবে এর পরে থাকা ক্রিয়াও Past Indefinite Tense হবে।
-
অর্থাৎ, অতীতকালের দুইটি কাজ As soon as দ্বারা যুক্ত থাকলে, দুইটি কাজই Past Indefinite Tense-এ থাকবে।
-
সুতরাং, শূন্যস্থানে সঠিক ক্রিয়া হবে: stopped
অন্য উদাহরণ (Future Indefinite + As soon as + Present Indefinite):
-
I shall ring you up as soon as I arrive.
উৎস:

0
Updated: 1 week ago