The lawyer's argument was strong because it was directly _______ to the case under discussion.
A
irrelevant
B
obscure
C
pertinent
D
vague
উত্তরের বিবরণ
Complete sentence: The lawyer's argument was strong because it was directly pertinent to the case under discussion.
Bangla meaning: এ আইনজীবীর যুক্তি শক্তিশালী ছিল কারণ এটি সরাসরি আলোচিত মামলার সাথে প্রাসঙ্গিক ছিল।
বিভিন্ন বিকল্পের বিশ্লেষণ:
-
Irrelevant (Adjective)
-
Bangla meaning: অপ্রাসঙ্গিক; প্রস্তুতবহির্ভূত; অবান্তর; সম্বন্ধহীন
-
English meaning: Not related or connected to the matter at hand
-
-
Obscure (Adjective, Noun)
-
Bangla meaning: অন্ধকারময়; গুপ্ত; অস্পষ্ট
-
English meaning: Not clearly seen or easily distinguished
-
-
Pertinent (Adjective)
-
Bangla meaning: প্রাসঙ্গিক
-
English meaning: Appropriate to a particular situation; relevant
-
-
Vague (Adjective)
-
Bangla meaning: অস্পষ্ট; ভাসাভাসা; আবছা
-
English meaning: Not seen or understood clearly
-
শব্দগুলোর অর্থ বিবেচনায়, শূন্যস্থানে সঠিক উত্তর হলো Pertinent।

0
Updated: 21 hours ago
The company’s profits dropped due _______ increased competition.
Created: 1 month ago
A
to
B
on
C
in
D
of
• Complete Sentence: The company’s profits dropped due to increased competition.
-
Bangla Meaning: কোম্পানির মুনাফা বেড়ে যাওয়া প্রতিযোগিতার কারণে কমে গেছে।
• due to (phrase with due + preposition to)
-
English Meaning: because of; caused by
-
Bangla Meaning: এর কারণে; দ্বারা
-
"এর কারণে" বোঝাতে due এর সঙ্গে preposition to সাধারণত ব্যবহার করা হয়।
Example Sentences:
-
The event was canceled due to heavy rain.
-
He missed the meeting due to traffic jam.
Note: এখানে due to মূলত noun phrase-এর কারণে ঘটনার কারণ নির্দেশ করছে।

0
Updated: 1 month ago
She has been working at this company _____ March.
Created: 1 week ago
A
since
B
after
C
till
D
from
Complete Sentence:
-
She has been working at this company since March.
‘Since’ এর ব্যবহার:
-
Since বসে point of time-এর আগে।
-
Point of time হলো সেই সময়কাল যা গণনার একক দ্বারা মাপা যায় না, বরং একটি নির্দিষ্ট মুহূর্ত বা সময়কে নির্দেশ করে।
-
উদাহরণ: গত সোমবার, গত সপ্তাহ/মাস/বছর, দুইটা, সাড়ে তিনটা ইত্যাদি।
-
More Examples:
-
It has been raining since morning.
-
He has been studying since morning.
-
‘For’ এর ব্যবহার:
-
For বসে period of time-এর আগে।
-
Period of time হলো সেই সময়কাল যা গণনার একক (সেকেন্ড, মিনিট, ঘন্টা, সপ্তাহ, মাস, বছর ইত্যাদি) দ্বারা মাপা যায়।
-
উদাহরণ: এক সেকেন্ড, এক মিনিট, এক ঘন্টা, এক সপ্তাহ, এক মাস, এক বছর, দুই বছর ইত্যাদি।
-
Examples:
-
We have been reading in this school for four years.
-
He said nothing for a long time.
-
Rima has been working here for eight months.
-

0
Updated: 1 week ago
Choose the correct determiner for the sentence: "There is ___ honey in the jar."
Created: 1 month ago
A
many
B
a few
C
much
D
few
• Complete Sentence: "There is much honey in the jar."
-
Explanation:
-
"Honey" uncountable noun, তাই much ব্যবহার করা হয়।
-
Some, any, much, few, many ইত্যাদি quantifiers, যা এক ধরনের determiners।
-
• Other options:
-
ক) many – countable noun (যেমন: books, pens) এর সাথে ব্যবহৃত হয়।
-
খ) a few – countable noun বোঝাতে ব্যবহৃত হয়।
-
ঘ) few – countable noun বোঝায় এবং পরিমাণ কম বোঝাতে ব্যবহৃত হয়।
Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.

0
Updated: 1 month ago