There are ______ apples left in the basket.
A
few
B
a few
C
little
D
a little
উত্তরের বিবরণ
Little, A little, Few, A few হলো Quantifier Determiners, যেগুলো পরিমাণ বা সংখ্যাকে বোঝাতে ব্যবহৃত হয়। Little এবং A little ব্যবহৃত হয় Uncountable Noun-এর আগে, আর Few এবং A few ব্যবহৃত হয় Countable Noun-এর আগে। Little ও Few হলো Negative Quantifiers, অর্থাৎ এগুলোর মাধ্যমে বোঝানো হয় খুবই অল্প বা প্রায় নেই বললেই চলে। অন্যদিকে, A little ও A few ইতিবাচক ধারণা বহন করে, যার মানে কিছুটা বা অল্প পরিমাণে আছে।
-
A few ব্যবহৃত হয় Countable Noun-এর আগে, অর্থাৎ “অল্প কয়েকটি” বোঝাতে।
-
A little ব্যবহৃত হয় Uncountable Noun-এর আগে, অর্থাৎ “অল্প একটু” বা “সামান্য” বোঝাতে।
-
Few এবং Little—দুটিই কোনো কিছুর অভাব বা অপর্যাপ্ততা প্রকাশ করে।
-
A few এবং A little—দুটিই কোনো কিছুর সামান্য উপস্থিতি বা পরিমাণ বোঝায়, যা Some-এর সমার্থক।
উদাহরণ বিশ্লেষণ: প্রদত্ত বাক্যে Apples একটি Countable Noun। তাই এখানে Few বা A few এর ব্যবহার উপযুক্ত। “Left in the basket” অর্থ হলো “ঝুড়িতে অবশিষ্ট আছে” বা “ঝুড়িতে রেখে দেওয়া হয়েছে”। যেহেতু বাক্যটি ইতিবাচক ধারণা প্রকাশ করছে (কিছুটা আপেল অবশিষ্ট আছে), তাই এখানে A few ব্যবহৃত হবে, Few নয়।
-
সঠিক বাক্য: There are a few apples left in the basket.
-
অর্থ: ঝুড়িতে অল্প কয়েকটি আপেল অবশিষ্ট আছে।

0
Updated: 21 hours ago
The refugees are in need ____ shelter and food.
Created: 1 week ago
A
of
B
with
C
for
D
over
Complete sentence: The refugees are in need of shelter and food.
‘In need of’ ব্যাখ্যা:
-
English meaning: Someone who is in need of something must or should have it.
-
Bangla meaning: কোন কিছুর প্রয়োজন
More examples:
-
They’re in need of help.
-
তাদের সাহায্যের প্রয়োজন।
-
-
‘In need of’ সাধারণত যে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রয়োজনীয়তা বা অভাব বোঝাতে ব্যবহার হয়।

0
Updated: 1 week ago
Which of the following is in the plural form of 'Codex'?
Created: 1 week ago
A
Codices
B
Codies
C
Codiecs
D
Codexes
Correct answer: Codices
Codex:
English meaning: an ancient book that was written by hand
Bangla meaning: প্রাচীন গ্রন্থাদির পাণ্ডুলিপি
Plural form: Codices
সূত্র: Cambridge & Accessible Dictionary
বিবেচনাসবক
Codex (singular) → Codices (plural) ঠিকঠাক প্র্যাকটিসে ব্যবহার হয়।
প্রাচীন হাতের লেখা বইকে বোঝাতে Latin origin-এ codex শব্দটি প্রথागतভাবে ব্যবহৃত হয়; বহু ভাষায় pluralization ক্যালকুলাস অনুযায়ী codices হয়।

0
Updated: 1 week ago
Mr Hasan deals ____ bricks.
Created: 1 week ago
A
with
B
in
C
by
D
on
বাক্যটি “Mr Hasan deals in bricks” বোঝায় যে মিস্টার হাসান ইটের ব্যবসা করছেন। নিচে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হলো।
-
Deal in হলো একটি phrase, যার অর্থ কোনো পণ্য বা সামগ্রী ক্রয়-বিক্রয় করা বা ব্যবসা করা।
-
এখানে মিস্টার হাসান ইট কেনেন এবং বিক্রি করেন; অর্থাৎ ইট ব্যবসায় জড়িত।
-
Deal with হলে অর্থ হবে কোনো সমস্যা বা বিষয় মোকাবেলা করা, যা এখানে প্রযোজ্য নয়।
-
বাক্যে in প্রিপজিশন ব্যবহার করা ঠিক, কারণ এটি ব্যবসার পণ্য বা পরিষেবার সঙ্গে সম্পর্ক প্রকাশ করে।
-
Other options:
-
ক) with – “deal with” মানে সমস্যা বা কাজ সামলানো; ব্যবসার ক্ষেত্রে প্রযোজ্য নয়।
-
গ) by – প্রিপজিশন হিসেবে অর্থের সঙ্গে মিল নেই।
-
ঘ) on – সাধারণত ব্যবসার জন্য ব্যবহৃত হয় না।
-

0
Updated: 1 week ago