নিচের কোনটি ফাইল কম্প্রেশন প্রোগ্রাম?
A
WinRAR
B
VLC
C
Google Chrome
D
Adobe
উত্তরের বিবরণ
WinRAR এবং ফাইল কম্প্রেশন প্রোগ্রাম
• ফাইল কম্প্রেশন প্রোগ্রাম (File Compression Programs):
-
অপারেটিং সিস্টেমে ফাইলের আকার কমানোর জন্য ফাইল কম্প্রেস (compress) ও আনকম্প্রেস (uncompress) করার জন্য বিভিন্ন টুল ব্যবহার করা হয়।
-
এই প্রোগ্রামগুলো মূলত ফাইলের সাইজ কমানো এবং ডেটা সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়।
• উদাহরণস্বরূপ ফাইল কম্প্রেশন টুল:
-
WinZip
-
WinRAR
-
7-Zip
-
PeaZip

0
Updated: 21 hours ago
অপারেটিং সিস্টেম নয় কোনটি?
Created: 1 month ago
A
Firefox
B
Fedora
C
Debian
D
Solaris
অপারেটিং সিস্টেম (Operating System):
এটি এমন একটি সিস্টওয়্যার যা কম্পিউটারের হার্ডওয়্যার ও সফটওয়্যার রিসোর্স নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা করে এবং ব্যবহারকারীর সঙ্গে কম্পিউটারের যোগাযোগ স্থাপন করে।
উদাহরণ: Fedora, Debian, Solaris।
প্রদত্ত চারটির মধ্যে Firefox হলো অপারেটিং সিস্টেম নয়, এটি একটি ওয়েব ব্রাউজার।
সঠিক উত্তর: ক) Firefox
অপারেটিং সিস্টেমের কাজ
হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে সেতুবন্ধন রচনা করা।
কম্পিউটার চালু (booting) থেকে শুরু করে বন্ধ করা পর্যন্ত নিয়ন্ত্রণ করা।
মেমোরি ম্যানেজমেন্ট, ফাইল ম্যানেজমেন্ট, প্রসেস ম্যানেজমেন্ট, ডিভাইস কন্ট্রোল ইত্যাদি কাজ সম্পন্ন করা।
অপারেটিং সিস্টেমের প্রকারভেদ
১) সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম (Single User OS):
একসাথে একজন ব্যবহারকারী ব্যবহার করতে পারে।
একে অনেক সময় Single Tasking OS-ও বলা হয়।
উদাহরণ: CP/M, Symbian OS, Palm OS, MS-DOS, Windows 95/98।
২) মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম (Multi User OS):
একই সময়ে একাধিক ব্যবহারকারী কাজ করতে পারে।
উদাহরণ: Windows NT Server, Android, Windows 2003/2008 Server, Unix, Linux।
মনে রাখার ট্রিক্স:
Single User OS = একজন + একসময় = Single Task
Multi User OS = অনেকজন + একইসময় = Multi Task

0
Updated: 1 month ago
কোনটি সাধারণ ব্যবহারিক প্রোগ্রাম বা প্যাকেজ প্রোগ্রাম?
Created: 21 hours ago
A
MS Office
B
Payroll systems
C
Banking software
D
Electronic commerce
MS Office হলো একটি সাধারণ ব্যবহারিক প্রোগ্রাম বা প্যাকেজ প্রোগ্রাম, যা বিভিন্ন দৈনন্দিন কাজ সহজে সম্পাদনে সহায়তা করে।
• সাধারণ ব্যবহারিক প্রোগ্রাম বা প্যাকেজ প্রোগ্রাম:
-
এটি বাণিজ্যিকভাবে সুনির্দিষ্ট কাজের জন্য তৈরি সফটওয়্যার বা প্রোগ্রাম।
-
ব্যবহারিক সমস্যা সমাধানের জন্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো যে সফটওয়্যার প্রদান করে, তা সাধারণ ব্যবহারিক প্রোগ্রাম বা প্যাকেজ প্রোগ্রাম হিসেবে পরিচিত।
-
উদাহরণ:
-
MS Word – ওয়ার্ড প্রসেসিং
-
MS Excel – হিসাব-নিকাশ ও ডেটা প্রক্রিয়াকরণ
-
MS Access – ডেটাবেস ব্যবস্থাপনা
-
-
মূলত কম্পিউটার ব্যবহারকারীরা দৈনন্দিন সমস্যার সমাধান করার জন্য এসব প্রোগ্রাম ব্যবহার করেন।
• উল্লেখযোগ্য সাধারণ অ্যাপ্লিকেশন প্রোগ্রাম:
-
MS Office
-
Internet Explorer
-
Netscape Navigator
-
Netscape Communicator
-
ইলেকট্রনিক মেইল
-
PageMaker
-
Photoshop
-
Illustrator ইত্যাদি
• সুনির্দিষ্ট অ্যাপ্লিকেশন প্রোগ্রাম:
-
ব্যাংকিং সফটওয়্যার
-
ইলেকট্রনিক কমার্স সফটওয়্যার
-
Payroll System ইত্যাদি

0
Updated: 21 hours ago
কম্পিউটারের প্রথম প্রোগ্রামার হিসেবে কাকে গণ্য করা হয়?
Created: 1 week ago
A
অ্যাডা লাভলেস
B
চার্লস ব্যাবেজ
C
অ্যালান টুরিং
D
বিল গেটস
অ্যাডা লাভলেস (Ada Lovelace) (1815–1852)
-
অ্যাডা লাভলেস ছিলেন বিশ্বের প্রথম কম্পিউটার প্রোগ্রামার।
-
তিনি চার্লস ব্যাবেজের Analytical Engine-এর জন্য প্রথম অ্যালগরিদম লিখেছিলেন।
-
এই যন্ত্রটি ছিল প্রাথমিক ধরনের যান্ত্রিক কম্পিউটার, যেখানে নিয়ন্ত্রণ অংশ, গাণিতিক অংশ, স্মৃতি অংশ, ইনপুট ও আউটপুট অংশ অন্তর্ভুক্ত ছিল।
প্রথম কম্পিউটার প্রোগ্রামারের প্রেক্ষাপট:
-
১৭৮৬ সালে জার্মানির মুলার ‘ডিফারেন্স ইঞ্জিন’ নামে একটি গণনা যন্ত্র তৈরির পরিকল্পনা করেন।
-
১৮১২ সালে ইংল্যান্ডের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গণিত অধ্যাপক চার্লস ব্যাবেজ আরো উন্নত ডিফারেন্স ইঞ্জিনের পরিকল্পনা করেন।
-
১৮৩৩ সালে ব্যাবেজ ‘Analytical Engine’ তৈরি করার নকশা করেন, যা আধুনিক কম্পিউটারের মতোই বৈশিষ্ট্যপূর্ণ।
-
এই যন্ত্রে সাধারণ অ্যাসেম্বলি ভাষার মতো প্রোগ্রাম ব্যবহার করা হতো।
অ্যাডা লাভলেসের অবদান:
-
অ্যানালাইটিক্যাল ইঞ্জিনের জন্য প্রথম প্রোগ্রাম রচনা করেন।
-
কম্পিউটার বিজ্ঞান ও প্রোগ্রামিংয়ে তাঁর অবদান অগ্রণী।
-
আধুনিক প্রোগ্রামিং ভাষা Ada তাঁর নামানুসারে রাখা হয়েছে।

0
Updated: 1 week ago