Windows কী ধরণের অপারেটিং সিস্টেম?
A
বর্ণভিত্তিক
B
চিত্রভিত্তিক
C
সার্ভার ভিত্তিক
D
কমান্ড লাইন ভিত্তিক
উত্তরের বিবরণ
Windows হলো একটি চিত্রভিত্তিক (Graphical) অপারেটিং সিস্টেম, যা পার্সোনাল এবং প্রতিষ্ঠানভিত্তিক ব্যবহারকারীদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়।
• উইন্ডোজ অপারেটিং সিস্টেম:
-
এটি পার্সোনাল কম্পিউটার ব্যবহারকারীদের প্রথম পছন্দের অপারেটিং সিস্টেম।
-
১৯৮৫ সালে মাইক্রোসফট কর্পোরেশন Windows 1.0 চিত্রভিত্তিক ইন্টারফেস হিসেবে বাজারে আনে।
-
পরবর্তীতে ১৯৯৫ সালে Windows 95 পূর্ণাঙ্গ অপারেটিং সিস্টেম হিসেবে প্রকাশিত হয়।
-
দ্রুত জনপ্রিয়তা পাওয়ার পর Windows-এর বিভিন্ন ভার্সন বাজারে আসে, যেমন Windows 2007, 2010, 2013।
-
প্রতিটি নতুন ভার্সনে ব্যবহারকারীদের চাহিদা অনুযায়ী নতুন ফিচার সংযোজিত হয়।
• Windows-এর সুবিধাসমূহ:
-
ইন্টারনেট ব্যবহারের সুবিধা
-
ইউ.এস.বি. ও ডিভিডি সমর্থন
-
FAT32 এবং NTFS ফাইল সিস্টেম সমর্থন
-
ইন্ট্যারাকটিভ ও অনলাইন গেম খেলার সুবিধা

0
Updated: 21 hours ago
Android অপারেটিং সিস্টেম কোন ভাষায় তৈরি?
Created: 1 week ago
A
C++
B
Java
C
Python
D
JavaScript
Android অপারেটিং সিস্টেম মূলত Java প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে তৈরি করা হয়েছে, এবং এর SDK ও API-গুলোও Java-ভিত্তিক। এটি একটি লিনাক্স ভিত্তিক, ওপেন সোর্স অপারেটিং সিস্টেম, যা গুগল দ্বারা তৈরি এবং মাল্টি ইউজার সাপোর্ট করে।
-
অ্যান্ড্রয়েড ২০০৮ সালে চালু হয়।
-
এটি গুগলের একটি লিনাক্স ভিত্তিক অপারেটিং সিস্টেম।
-
অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনগুলো সাধারণত Java ভাষায় লেখা হয়।
-
অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ফাইলের এক্সটেনশন হলো .apk, যার পূর্ণরূপ Android Application Package।
-
Android একটি মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম।
-
Android OS ব্যবহৃত প্রথম ফোন ছিল T-Mobile G1, যা HTC Dream নামে বেশি পরিচিত।

0
Updated: 1 week ago
কম্পিউটার অপারেটিং সিস্টেমে মাল্টিটাস্কিং সুবিধা সর্বপ্রথম কোনটিতে চালু হয়েছিল?
Created: 1 week ago
A
UNIX
B
MS-DOS
C
Windows 95
D
Mac OS Classic
ল্টিটাস্কিং অপারেটিং সিস্টেমের ইতিহাসে UNIX ছিল প্রথম বাণিজ্যিকভাবে সফল সিস্টেম যা প্রকৃত মাল্টিটাস্কিং সক্ষমতা প্রদান করেছিল। এটি ১৯৬৯ সালে বেল ল্যাবে বিকশিত হয় এবং ১৯৭০-এর দশকের শুরুতে মাল্টিটাস্কিং ফিচার চালু করে। UNIX একই সময়ে একাধিক প্রক্রিয়া (process) চালানোর সুযোগ দিত, যা প্রকৃত মাল্টিটাস্কিংয়ের সংজ্ঞা পূরণ করে।
UNIX:
-
UNIX হলো মাল্টি ইউজার কম্পিউটার অপারেটিং সিস্টেম।
-
২০ শতকের শেষের দিকে UNIX অপারেটিং সিস্টেম ইন্টারনেট সার্ভার, ওয়ার্কস্টেশন এবং মেইনফ্রেম কম্পিউটারের জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
-
এটি একটি Open Source Operating System।
-
UNIX অপারেটিং সিস্টেম ১৯৬৯ সালে যুক্তরাষ্ট্রের বেল ল্যাবরেটরীতে কেন থমসন ও ডেনিস রিচি প্রথম উদ্ভাবন করেন।
-
তাঁরা PDP-7 মিনিকম্পিউটারের জন্য UNIX-এর প্রথম সংস্করণ তৈরি করেছিলেন।
-
কেন থমসন ও ডেনিস রিচি পরে কম্পিউটার বিজ্ঞানে মৌলিক অবদানের জন্য টুরিং পুরস্কার লাভ করেন।

0
Updated: 1 week ago
ইনস্টাগ্রাম স্টোরি কতক্ষণ পরে মুছে যায়?
Created: 3 weeks ago
A
২৪ ঘণ্টা
B
১২ ঘণ্টা
C
৪৮ ঘণ্টা
D
৭২ ঘণ্টা
• ইনস্টাগ্রাম স্টোরি হলো একটি ফিচার যা ব্যবহারকারীদের ছবি, ভিডিও বা টেক্সট শেয়ার করতে দেয় যা স্থায়ীভাবে প্রোফাইলে সংরক্ষিত হয় না
• একটি স্টোরি পোস্ট করার পর তা স্বয়ংক্রিয়ভাবে মুছে যায় ২৪ ঘণ্টা পরে
• ব্যবহারকারী চাইলে স্টোরি আর্কাইভে সংরক্ষণ করতে পারে
• ইনস্টাগ্রাম (Instagram) সংক্রান্ত তথ্য:
-
চালু হয় ২০১০ সালের ৬ অক্টোবর
-
প্রতিষ্ঠাতা: কেভিন সাইস্ট্রম, মাইক ক্রিঞ্জার
-
বর্তমানে ৩৩ ভাষায় ব্যবহার করা হয়
-
অ্যালেক্সা র্যাঙ্কিং-এ বিশ্বের ২৬তম বৃহৎ ওয়েবসাইট (জানুয়ারী ২০২০ পর্যন্ত)
-
২০১২ সালে Facebook কিনে নেয়
-
বর্তমানে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ 'Meta' এর অধীনে পরিচালিত
-
বর্তমান CEO: অ্যাডাম মোসেরি [জানুয়ারি, ২০২৫ পর্যন্ত]
• সঠিক উত্তর: ২৪ ঘণ্টা
• উৎস: ব্রিটানিকা

0
Updated: 3 weeks ago