মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ কত বছর ক্ষমতায় ছিলেন?
A
২১ বছর
B
২২ বছর
C
২৪ বছর
D
২৫ বছর
উত্তরের বিবরণ
মাহাথির মোহাম্মদ
- ডাঃ মাহাথির মোহাম্মদ মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও আধুনিক মালয়েশিয়ার স্থপতি।
- তিনি ১৯৮১ সালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।
- তার নেতৃত্বে ক্ষমতাসীন দল পর পর পাঁচবার সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে।
- অবসর গ্রহণের দীর্ঘ পনের বছর পর ৯২ বছর বয়েসে প্রধানমন্ত্রী নাজিব রাজাকের ব্যাপক দুর্নীতি সংশ্লিষ্টতার কারণে মাহাথির মোহাম্মদ আবারও আসেন রাজনীতিতে।
⇒ মাহাথির মোহাম্মদ একুশ বছর বয়সে ইউনাইটেড মালয়স ন্যাশনাল অর্গানাইজেশন নামে একটি রাজনৈতিক দলে যোগ দেন, যেটির সংক্ষিপ্ত রূপ ইউএমএনও।
- দলটি আমনো নামে বেশি পরিচিত।
- সে সময় ডাক্তারি পেশায় ছিলেন তিনি।
- রাজনীতির পাশাপাশি নিজের এলাকায় সাত বছর ধরে ডাক্তারি পেশার চর্চ্চা করেন তিনি।
- ১৯৬৪ সালে তিনি পার্লামেন্ট সদস্য হন।
- ১৯৬৯ সালে তিনি তার আসন হারান এবং তাকে দল থেকে বরখাস্ত করা হয়।
⇒ মাহাথির মোহাম্মদ ১৯৮১ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত টানা ২২ বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।
- ১৯৮০ এর দশকে মালয়েশিয়ার ব্যাপক অর্থনৈতিক উন্নয়ন এবং রূপান্তরের জন্য তাকেই কৃতিত্ব দেয়া হয়।
- পরবর্তীতে দীর্ঘ বিরতির পর তিনি ২০১৮ সালে পুনরায় নির্বাচনে অংশ নিয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
- মাহাথির মোহাম্মদ-এর রাজনৈতিক জোট পাকাতান হারাপান।
⇒ ২০২০ সালের ফেব্রুয়ারিতে তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন।
- তিনি ২ দফায় মোট ২৪ বছর মালয়শিয়ার প্রধানমন্ত্রী ছিলেন।
- তিনি মালয়েশিয়ার রাজনীতির 'টাইটানিক' নামে পরিচিত।
উৎস: Britannica.
0
Updated: 3 months ago
কোন দেশটি ল্যাটিন আমেরিকার অন্তর্ভুক্ত নয়?
Created: 3 months ago
A
ব্রাজিল
B
আর্জেন্টিনা
C
পেরু
D
পানামা
সঠিক উত্তর: পানামা।
ব্যাখ্যা:
পানামা ভৌগোলিকভাবে মধ্য আমেরিকায় অবস্থিত, যদিও সাংস্কৃতিকভাবে কিছু অংশ ল্যাটিন আমেরিকার অন্তর্ভুক্ত ধরা হয়। তবে তুলনামূলকভাবে পানামা ল্যাটিন আমেরিকার মূল দেশগুলোর মধ্যে পড়ে না যেমন—ব্রাজিল, আর্জেন্টিনা, বা পেরু।
তবে কিছু পরীক্ষায় উত্তর পানামা নয়, বরং বাহ্যিক ব্যাখ্যার উপর নির্ভর করে ভিন্ন হতে পারে। তা সত্ত্বেও সাধারণ জ্ঞানের প্রশ্ন হিসেবে, "ল্যাটিন আমেরিকার অন্তর্ভুক্ত নয়"—এই প্রশ্নে পানামা-কে সঠিক উত্তর হিসেবে ধরা হয় না।
আসলে ল্যাটিন আমেরিকার অন্তর্ভুক্ত নয়—এই অপশনগুলোর মধ্যে কোনো দেশই একেবারে বাদ পড়ে না।
তবে যদি প্রশ্নে বলা হয়, **"সবচেয়ে কম সংযুক্ত"
0
Updated: 3 months ago
'লাইন অব কন্ট্রোল' কোন দুটি রাষ্ট্রের সীমান্তবর্তী রেখা চিহ্নিত করে?
Created: 2 months ago
A
ইসরাইল ও জর্ডান
B
ভারত ও পাকিস্তান
C
চীন ও তাইওয়ান
D
দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়া
লাইন অব কন্ট্রোল (LOC)
-
ভারত ও পাকিস্তানের সীমান্তে অবস্থিত নিয়ন্ত্রণ রেখাকে লাইন অব কন্ট্রোল বলা হয়।
সিমলা চুক্তি (Simla Agreement)
-
১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের পর উভয় দেশ শান্তি প্রতিষ্ঠার জন্য একটি সমঝোতায় পৌঁছায়। এই সমঝোতার ফলেই সীমান্ত নির্ধারণের জন্য তৈরি হয় লাইন অব কন্ট্রোল (LOC)।
-
বাংলাদেশের মুক্তিযুদ্ধ শেষে যুদ্ধবন্দীদের ফেরত দেওয়া এবং ভারত-পাকিস্তানের সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যেই এ চুক্তি করা হয়।
-
চুক্তি অনুযায়ী ভারত পাকিস্তানের সব যুদ্ধবন্দীকে বিনা বিচারে ফেরত পাঠায়।
-
চুক্তি স্বাক্ষরের তারিখ: ২ জুলাই, ১৯৭২
-
স্থান: সিমলা, হিমাচল প্রদেশ, ভারত
-
স্বাক্ষরকারী দেশ: ভারত ও পাকিস্তান
-
ভারতের পক্ষ থেকে: প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী
-
পাকিস্তানের পক্ষ থেকে: প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো
চুক্তির মূল উদ্দেশ্য
-
দুই দেশের মধ্যে বিরোধ শান্তিপূর্ণভাবে সমাধান করা।
-
বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহাবস্থান নিশ্চিত করা।
-
যুদ্ধবন্দীদের বিনিময়।
-
কাশ্মীর অঞ্চলে লাইন অব কন্ট্রোলকে সীমান্ত হিসেবে স্বীকৃতি দেওয়া।
উৎস: Ministry of External Affairs
0
Updated: 2 months ago
বাদশা ফাহাদের পর সৌদি বাদশা কে হন?
Created: 3 months ago
A
খালেদ
B
ফয়সাল
C
আব্দুল আজিজ
D
আবদুল্লাহ
বাদশা ফাহাদের পর সৌদি আরবের রাজসিংহাসনে আরেক বাদশা আবদুল্লাহ।
আবদুল্লাহ:
-
ফাহাদ ইবনে আবদুল আজিজ আল সৌদ ১৯৮২ থেকে ২০০৫ সাল পর্যন্ত সৌদি আরবের রাজা এবং প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
-
২০০৫ সালে ফাহাদের মৃত্যুর পর তার সৎ ভাই আবদুল্লাহ আবদুল আজিজ আল সৌদ রাজত্ব গ্রহণ করেন এবং একইসঙ্গে প্রধানমন্ত্রী হন।
উল্লেখযোগ্য বিষয়:
-
২০১৫ সালে আবদুল্লাহর মৃত্যু ঘটে, এরপর তার সৎ ভাই সালমান আবদুল আজিজ আল সৌদ রাজা ও প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
-
বর্তমান ক্রাউন প্রিন্স হলেন তার ছেলে মোহাম্মদ বিন সালমান।
সৌদি আরব সম্পর্কে:
-
সৌদি আরব মধ্যপ্রাচ্যের একটি বৃহৎ দেশ, যা আরব উপদ্বীপের বিস্তৃত এলাকা জুড়ে অবস্থিত।
-
উত্তরে অবস্থান করছে জর্ডান ও ইরাক, উত্তর-পূর্বে কুয়েত, কাতার ও বাহরাইন, পূর্বে সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ-পূর্বে ওমান এবং দক্ষিণে ইয়েমেন।
-
১৯৩২ সালে ইবনে সাউদ সৌদি আরবে রাজতন্ত্র প্রতিষ্ঠা করেন।
-
মক্কা ও মদিনা, এই দুই পবিত্র শহরের জন্য সৌদি আরব বিশ্ববিখ্যাত।
-
দেশের অর্থনৈতিক সমৃদ্ধির মূল চালিকা শক্তি হলো বিপুল তেল ও গ্যাস মজুদ।
-
রাজধানী এবং সর্ববৃহৎ শহর: রিয়াদ।
-
সরকারি ভাষা: আরবি।
-
দেশটির মুদ্রা: সৌদি রিয়াল।
-
জাতিসংঘের সদস্যপদ প্রাপ্তির তারিখ: ২৪ অক্টোবর ১৯৪৫।
-
সৌদি আরবে কোনও সংবিধান বা আইনসভা নেই।
-
সৌদি আরবই একমাত্র দেশ যার পতাকায় ইসলামিক কালেমা লিপিবদ্ধ রয়েছে।
-
পৃথিবীতে সৌদি আরবের পতাকা কখনোই অর্ধনমিত করা হয় না, যা একটি অনন্য বৈশিষ্ট্য।
তথ্যসূত্র: Britannica
0
Updated: 3 months ago