START-2 কী?
A
টিভিতে সম্প্রচারিত একটি সিরিয়াল
B
বাণিজ্য সংক্রান্ত একটি চুক্তি
C
কৌশলগত অস্ত্র হ্রাস সংক্রান্ত চুক্তি
D
এর কোনোটিই নয়
উত্তরের বিবরণ
START চুক্তি
-
START অর্থাৎ Strategic Arms Reduction Treaty, একটি কৌশলগত অস্ত্র হ্রাস সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তি।
-
এই চুক্তিটি যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে স্বাক্ষরিত হয়।
-
এর প্রধান উদ্দেশ্য ছিল কৌশলগত অস্ত্রের পরিমাণ হ্রাস ও নিয়ন্ত্রণ করা।
-
START-1 চুক্তির স্বাক্ষর হয় ৩১ জুলাই ১৯৯১ সালে।
-
এরপর START-2 চুক্তিতে স্বাক্ষর হয় ৩ জানুয়ারি ১৯৯৩ সালে।
সূত্র: U.S. Department of State এর সরকারি ওয়েবসাইট।

0
Updated: 1 month ago
ব্রাসেলস চুক্তি কবে স্বাক্ষরিত হয়?
Created: 3 days ago
A
২৫ আগস্ট, ১৯৪৮
B
C
৪ এপ্রিল, ১৯৪৯
D
১২ মার্চ, ১৯৪৭
ব্রাসেলস চুক্তি (Brussels Treaty), ১৯৪৮
-
পরিচিতি: পশ্চিম ইউরোপীয় দেশগুলো—ব্রিটেন, ফ্রান্স, বেলজিয়াম, নেদারল্যান্ডস এবং লুক্সেমবার্গ—দ্বারা স্বাক্ষরিত একটি নিরাপত্তা ও প্রতিরক্ষা চুক্তি।
-
স্বাক্ষর তারিখ: ১৭ মার্চ, ১৯৪৮, বেলজিয়ামের ব্রাসেলস
-
কার্যকর হওয়ার তারিখ: ২৫ আগস্ট, ১৯৪৮
-
উদ্দেশ্য:
-
সম্মিলিত প্রতিরক্ষা জোট গঠন
-
দেশগুলোর মধ্যে সামরিক সহযোগিতা বৃদ্ধি
-
পশ্চিম ইউরোপের নিরাপত্তা নিশ্চিত করা
-
-
গুরুত্ব:
-
পরবর্তীতে পশ্চিম ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটো (NATO) গঠনের ভিত্তি হিসেবে কাজ করে
-
শীতল যুদ্ধের প্রেক্ষাপটে পশ্চিম ইউরোপীয় দেশগুলোর সমন্বিত প্রতিরক্ষা নীতি প্রতিষ্ঠা করে
-

0
Updated: 3 days ago
কোন চুক্তিতে পারমাণবিক পরীক্ষা বন্ধ হওয়ার কথা বলা হয়েছে?
Created: 2 months ago
A
ন্যাটো (NATO)
B
সিটিবিটি (CTBT)
C
এনপিটি (NPT)
D
সল্ট (SALT)
CTBT (Comprehensive Nuclear Test Ban Treaty) একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চুক্তি, যার মূল লক্ষ্য হচ্ছে বিশ্বব্যাপী সামরিক ও বেসামরিক সকল প্রকার পারমাণবিক অস্ত্র পরীক্ষাকে সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা।
এই চুক্তিটি জাতিসংঘের সাধারণ পরিষদের মাধ্যমে গৃহীত হয় ১৯৯৬ সালের ১০ সেপ্টেম্বর এবং স্বাক্ষরের জন্য উন্মুক্ত হয় ২৪ সেপ্টেম্বর, ১৯৯৬। এ পর্যন্ত ১৮৭টি দেশ এই চুক্তিতে স্বাক্ষর করেছে এবং ১৭৮টি দেশ তা অনুমোদন করেছে।
বাংলাদেশ এই চুক্তিতে সক্রিয় অংশগ্রহণ করে দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে। বাংলাদেশ ২৪ অক্টোবর, ১৯৯৬ সালে CTBT-তে স্বাক্ষর করে এবং ৮ মার্চ, ২০০০ সালে ৫৪তম দেশ হিসেবে এর অনুমোদন প্রদান করে। স্বাক্ষরের সময় বাংলাদেশ ছিল ১২৯তম দেশ।
CTBTO (Comprehensive Nuclear-Test-Ban Treaty Organization) হলো সেই সংস্থা যা CTBT বাস্তবায়ন তদারকি করে। এই সংস্থা বিশ্বের বিভিন্ন প্রান্তে পারমাণবিক অস্ত্র পরীক্ষার ওপর নজরদারি এবং পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করে। CTBTO-এর প্রধান কার্যালয় অবস্থিত অস্ট্রিয়ার ভিয়েনায়।
অন্যদিকে, ১৯৬৩ সালের ৫ আগস্ট যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাজ্যের মধ্যে মস্কোতে স্বাক্ষরিত হয় একটি ঐতিহাসিক চুক্তি, যার মাধ্যমে বায়ুমণ্ডল, মহাকাশ ও পানির নিচে পারমাণবিক অস্ত্র পরীক্ষার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
আরো কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চুক্তি ও সংস্থা:
-
NPT (Non-Proliferation of Nuclear Weapons): পারমাণবিক অস্ত্র বিস্তার রোধে একটি গুরুত্বপূর্ণ চুক্তি।
-
NATO (North Atlantic Treaty Organization): উত্তর আটলান্টিক চুক্তির ভিত্তিতে গঠিত একটি আন্তঃসরকারি সামরিক জোট।
-
SALT (Strategic Arms Limitation Talks): যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে কৌশলগত অস্ত্র সীমিত করার আলোচনাপ্রক্রিয়া।
তথ্যসূত্র: Arms Control Association।

0
Updated: 2 months ago
In which year was China forced to sign the Treaty of Nanking?
Created: 2 days ago
A
In 1842
B
In 1845
C
In 1832
D
In 1835
নানকিং চুক্তি চীনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা, যা চীনের সঙ্গে ব্রিটেনের আফিম যুদ্ধের পর স্বাক্ষরিত হয়। এই চুক্তির মাধ্যমে চীনের ওপর বিদেশি শক্তির প্রভাব বৃদ্ধি পায় এবং ব্রিটেনের বাণিজ্যিক স্বার্থ সুরক্ষিত হয়।
-
চীন ১৮৪২ সালে নানকিং চুক্তিতে স্বাক্ষর করতে বাধ্য হয়।
-
চুক্তিটি আফিম যুদ্ধের পর স্বাক্ষরিত হয়।
-
আফিম যুদ্ধের কারণ ছিল চীনে আফিমের চোরাচালান।
উল্লেখযোগ্য পটভূমি
-
চীনা শাসকরা ১৮৩৯ সালে আফিম আমদানি নিষিদ্ধ ঘোষণা করেছিলেন।
-
ব্রিটিশরা আফিম আমদানিতে অব্যাহত থাকায় চীন ও ব্রিটেনের মধ্যে যুদ্ধ শুরু হয়।
-
যুদ্ধে চীনের পরাজয়ের পর ব্রিটেনের শর্ত মেনে চীনের পক্ষ থেকে নানকিং চুক্তি স্বাক্ষরিত হয়।

0
Updated: 2 days ago