একটি বহুভুজের অন্তঃস্থ কোণসমূহের সমষ্টি 1440° হলে, বহুভুজটির বাহুর সংখ্যা কত
A
10 টি
B
12 টি
C
9 টি
D
16 টি
উত্তরের বিবরণ
প্রশ্ন: একটি বহুভুজের অন্তঃস্থ কোণসমূহের সমষ্টি 1440° হলে, বহুভুজটির বাহুর সংখ্যা কত?
সমাধান:
ধরি, বহুভুজের বাহুর সংখ্যা = n
আমরা জানি, n সংখ্যক বাহুবিশিষ্ট বহুভুজের অন্তঃস্থ কোণসমূহের সমষ্টি = (n - 2) × 180°
প্রশ্নমতে,
(n - 2) × 180° = 1440°
⇒ n - 2 = 1440°/180°
⇒ n - 2 = 8
⇒ n = 8 + 2
⇒ n = 10
∴ বহুভুজটির বাহুর সংখ্যা হল 10 টি।

0
Updated: 22 hours ago
একটি পঞ্চভুজের কোণগুলোর অনুপাত ৯ : ১০ : ১২ : ১৪ : ১৫ হলে বৃহত্তম ও ক্ষুদ্রতম কোণের অন্তর কত?
Created: 2 weeks ago
A
৫৪°
B
৬০°
C
৮১°
D
১২০°
প্রশ্ন: একটি পঞ্চভুজের কোণগুলোর অনুপাত ৯ : ১০ : ১২ : ১৪ : ১৫ হলে বৃহত্তম ও ক্ষুদ্রতম কোণের অন্তর কত?
সমাধান:
ধরি,
পঞ্চভুজটির কোণগুলোর পরিমাণ যথাক্রমে ৯ক, ১০ক, ১২ক, ১৪ক , ১৫ক
আমরা জানি,
পঞ্চভুজের অভ্যন্তরীণ ৫ টি কোণের সমষ্টি = (২n - ৪) × ৯০°
= (২ × ৫ - ৪) × ৯০°
= (১০ - ৪) × ৯০°
= ৬ × ৯০° = ৫৪০°
প্রশ্নমতে,
৯ক + ১০ক + ১২ক + ১৪ক + ১৫ক = ৫৪০°
⇒ ৬০ক = ৫৪০°
⇒ ক = ৫৪০°/৬০
⇒ ক = ৯°
∴ বৃহত্তম কোণ = (১৫ × ৯)° = ১৩৫°
এবং ক্ষুদ্রতম কোণ = (৯ × ৯)° = ৮১°
∴ বৃহত্তম ও ক্ষুদ্রতম কোণের অন্তর = (১৩৫ - ৮১)° = ৫৪°

0
Updated: 2 weeks ago
১৮ টি বাহু বিশিষ্ট সুষম বহুভুজের প্রতিটি বহিঃস্থ কোণের মান কত?
Created: 21 hours ago
A
২০°
B
১০°
C
১৫°
D
১২°
প্রশ্ন: ১৮ টি বাহু বিশিষ্ট সুষম বহুভুজের প্রতিটি বহিঃস্থ কোণের মান কত?
সমাধান:
দেওয়া আছে,
সুষম বহুভুজটির বাহুর সংখ্যা, n = ১৮
আমরা জানি,
একটি সুষম বহুভুজের প্রতিটি বহিঃস্থ কোণের পরিমাপ = ৩৬০°/বাহুর সংখ্যা
∴ প্রতিটি বহিঃস্থ কোণ = ৩৬০°/১৮
= ২০°
∴ সুষম বহুভুজটির প্রতিটি বহিঃস্থ কোণের মান ২০°।

0
Updated: 21 hours ago
পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত ৭ : ২ । পিতার বর্তমান বয়স ৪২ বছর হলে ১০ বছর পূর্বে পুত্রের বয়স কত ছিল?
Created: 2 weeks ago
A
২ বছর
B
৬ বছর
C
৮ বছর
D
৪ বছর
সমাধান:
দেওয়া আছে,
পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত = ৭ : ২
ধরি,
পিতা বর্তমান বয়স = ৭x বছর
পুত্রের বর্তমান বয়স= ২x বছর
প্রশ্নমতে,
৭x = ৪২
বা, x = ৪২/৭
∴ x = ৬ বছর
পুত্রের বর্তমান বয়স= ২x বছর
= (২ × ৬) বছর
= ১২ বছর
∴ ১০ বছর পূর্বে পুত্রের বয়স ছিল = (১২ - ১০) বছর
= ২ বছর ।

0
Updated: 2 weeks ago