Amnesty International কত সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিল?
A
১৯৭৭
B
১৯৭৮
C
১৯৭৯
D
১৯৮১
উত্তরের বিবরণ
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
-
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হলো একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা যা যুক্তরাজ্য থেকে পরিচালিত হয়।
-
এটি প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৬১ সালে।
-
এর সদর দপ্তর অবস্থিত লন্ডনে, যুক্তরাজ্যে।
-
বর্তমানে সংস্থাটির মহাসচিবের পদে আছেন অ্যাগনেস ক্যালামার্ড।
-
১৯৭৭ সালে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল শান্তির জন্য নোবেল শান্তি পুরস্কার অর্জন করে।
বিশেষ দ্রষ্টব্য: অ্যাগনেস ক্যালামার্ড, ফ্রান্সের নাগরিক, ২০২১ সালে এই সংস্থার মহাসচিব হিসেবে নিযুক্ত হন।
তথ্যের উৎস: Amnesty International-এর অফিসিয়াল ওয়েবসাইট।
0
Updated: 3 months ago
'The lady with the Lamp' নামে পরিচিত-
Created: 1 month ago
A
হেলেন কেলার
B
ফ্লোরেন্স নাইটিঙ্গেল
C
মাদার তেরেসা
D
সরােজিনী নাইডু
ফ্লোরেন্স নাইটিঙ্গেল ছিলেন আধুনিক নার্সিং সেবার অগ্রদূত এবং ইংল্যান্ডের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
তিনি ১৮২০ সালের ১২ মে ইতালির ফ্লোরেন্সে জন্মগ্রহণ করেন এবং লন্ডনে ১৯১০ সালের ১৩ আগস্ট মৃত্যুবরণ করেন। তিনি Lady with the Lamp নামে পরিচিত।
-
ফ্লোরেন্স নাইটিঙ্গেল ইতালীয় নাগরিক ছিলেন।
-
১৮৬০ সালে তিনি লন্ডনের সেন্ট থমাস হাসপাতালে নাইটিঙ্গেল ট্রেনিং স্কুল প্রতিষ্ঠা করেন, যা বর্তমানে ফ্লোরেন্স নাইটিঙ্গেল স্কুল অব নার্সিং নামে পরিচিত।
-
তিনি ক্রিমিয়ার যুদ্ধে (১৮৫৩–১৮৫৬) আহত সৈন্যদের চিকিৎসা সেবায় অসামান্য অবদান রাখেন, দিনে কাজ করে রাতের বেলায় চিকিৎসা প্রদান করতেন।
-
এই অসাধারণ চিকিৎসা সেবার জন্য তাকে ‘লেডি উইথ দ্য ল্যাম্প’ নামে সম্মানিত করা হয়।
-
১৮৮৩ সালে রানি ভিক্টোরিয়া তাকে ‘রয়েল রেডক্রস’ পদক প্রদান করেন।
-
১৯০৭ সালে তিনি প্রথম নারী হিসেবে ‘অর্ডার অব মেরিট’ খেতাব লাভ করেন।
-
১৯০৮ সালে লন্ডন নগরী তাকে ‘অনারারি ফ্রিডম’ উপাধি প্রদান করে।
0
Updated: 1 month ago
'MERCOSUR' নিচের কোন অঞ্চলের বাণিজ্য জোট হিসেবে পরিচিত?
Created: 3 weeks ago
A
দক্ষিণ আমেরিকা
B
উত্তর আফ্রিকা
C
উত্তর আমেরিকা
D
দক্ষিণ-পূর্ব এশিয়া
MERCOSUR হলো দক্ষিণ আমেরিকার একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য জোট যা অঞ্চলের অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধির জন্য প্রতিষ্ঠিত। এটি মূলত সদস্য দেশগুলোর মধ্যে মুক্ত বাণিজ্য এবং রাজনৈতিক সমন্বয় নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে।
-
প্রতিষ্ঠা: ২৬ মার্চ, ১৯৯১
-
সদরদপ্তর: মন্টিভিডিও, উরুগুয়ে
-
প্রতিষ্ঠাকালীন চুক্তি: Treaty of Asuncion, যা স্বাক্ষরিত হয় প্যারাগুয়ের রাজধানী আসুনসিয়নে
-
প্রধান ভাষা: স্প্যানিশ ও পর্তুগিজ
-
বর্তমান সদস্য সংখ্যা: ৫টি দেশ – আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে, বলিভিয়া, উরুগুয়ে (অক্টোবর, ২০২৫ অনুযায়ী)
-
ভেনেজুয়েলার সদস্যপদ: ২০১৬ সালে স্থগিত করা হয়
-
সহযোগী সদস্য দেশসমূহ: পানামা, চিলি, পেরু, ইকুয়েডর, গায়ানা, সুরিনাম, কলম্বিয়া
MERCOSUR-এর মূল লক্ষ্য হলো regional integration এবং economic cooperation বৃদ্ধি করা, যাতে দক্ষিণ আমেরিকার দেশগুলো একে অপরের সাথে আরও সুসংহতভাবে বাণিজ্য এবং নীতি নির্ধারণে কাজ করতে পারে।
0
Updated: 3 weeks ago
IAEA-এর সদর দপ্তর হচ্ছে:
Created: 2 months ago
A
জেনেভা
B
ভিয়েনা
C
ওয়াশিংটন
D
প্যারিস
IAEA-এর সদর দপ্তর ও তথ্য
IAEA বা International Atomic Energy Agency হলো একটি আন্তর্জাতিক সংস্থা, যা পারমাণবিক শক্তি সংক্রান্ত নিরাপত্তা, গবেষণা এবং শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করার জন্য কাজ করে।
-
প্রতিষ্ঠা: ২৯ জুলাই, ১৯৫৭
-
সদস্য দেশ: ১৭৮টি (সর্বশেষ: গিনি)
-
সদর দপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া
-
বর্তমান মহাপরিচালক: রাফায়েল মারিয়ানো গ্রসি (আর্জেন্টিনা)
-
বিশেষ অর্জন: ২০০৫ সালে শান্তির জন্য নোবেল পুরস্কার অর্জন
-
বাংলাদেশের সদস্যপদ: ১৯৭২ সালে
উৎস: IAEA ওয়েবসাইট
0
Updated: 2 months ago