In Samuel Beckett’s play Waiting for Godot, why do Vladimir and Estragon continue to wait?
A
They hope Godot will bring solutions
B
They enjoy the waiting
C
They are forced by law
D
They are unaware of time
উত্তরের বিবরণ
নাটকে ভ্লাদিমির এবং এসট্রাগন Godot-এর জন্য অপেক্ষা করে কারণ তারা বিশ্বাস করে যে, Godot তাদের জীবনের সমস্যার সমাধান আনবেন। Waiting for Godot এ, তাদের এই অনির্দিষ্ট প্রত্যাশা মানব জীবনের আশা, বিশ্বাস এবং লক্ষ্যহীনতার প্রতীক।
Beckett দেখান যে, মানুষের জীবন প্রায়শই অনিশ্চিত এবং অপেক্ষা করার মধ্য দিয়ে পরিচালিত হয়, যেখানে কোনো নিশ্চিত ফলাফল নেই।

0
Updated: 1 day ago
What does Estragon’s repeated sleeping symbolise in the play Waiting for Godot?
Created: 2 weeks ago
A
Escape from unbearable reality
B
Illness of body
C
Proof of laziness
D
Waiting for Godot’s order
Estragon ঘুমিয়ে পড়ে বারবার। এটি বাস্তব থেকে পালানোর উপায়। যখন জীবনের কোনো অর্থ নেই, মানুষ নিদ্রার মাধ্যমে শান্তি খোঁজে।

1
Updated: 2 weeks ago
What nationality was Samuel Beckett, author of the play Waiting for Godot?
Created: 2 weeks ago
A
Irish
B
English
C
American
D
French
Samuel Beckett ছিলেন আইরিশ, তবে তিনি ফরাসিতেও লিখেছেন। Waiting for Godot প্রথমে ফরাসিতে লেখা হয় এবং পরে ইংরেজি সংস্করণে অনুবাদ করেন Beckett নিজে। তার দ্বিভাষিক কাজ নাটকের বৈশ্বিক প্রভাব বাড়িয়েছে।

0
Updated: 2 weeks ago
What is the function of comic routines like falling and hat-switching in the play Waiting for Godot?
Created: 2 weeks ago
A
To reflect vaudeville tradition with deeper meaning
B
To entertain only without symbolism
C
To parody Shakespearean drama
D
To mock political leaders
নাটকে টুপি পাল্টানো, পড়ে যাওয়া, শারীরিক কৌতুক vaudeville থিয়েটারের প্রভাব বহন করে। এগুলো দর্শককে হাসায়, কিন্তু একই সঙ্গে অর্থহীনতার প্রতীক হয়ে দাঁড়ায়। মানুষ মঞ্চে যেমন অর্থহীনভাবে খেলে, তেমনি জীবনে অর্থহীন চক্রে বন্দি।

0
Updated: 2 weeks ago