What is the function of humour in Samuel Beckett’s play “Waiting for Godot”?
A
Pure entertainment
B
To portray romantic relationships
C
To highlight absurdity and existential angst
D
To distract from the plot
উত্তরের বিবরণ
Waiting for Godot এ হাস্যরস ব্যবহার করা হয়েছে নাটকের absurditity এবং existential anxiety তুলে ধরতে। ভ্লাদিমির এবং এসট্রাগনের অযৌক্তিক কথোপকথন, Pozzo ও Lucky-এর আচরণ মানুষের অস্তিত্বের অস্থিরতা এবং জীবনের অর্থহীনতা ফুটিয়ে তোলে। Beckett দেখান যে, হাস্যরস মানুষের মানসিক দ্বন্দ্ব এবং সামাজিক সীমাবদ্ধতার একটি দার্শনিক প্রতিফলন হতে পারে।

0
Updated: 1 day ago
What is the original French title of the play Waiting for Godot?
Created: 2 weeks ago
A
Attente de Godot
B
En attendant Godot
C
Le Dieu manqué
D
Vers le salut
Waiting for Godot প্রথমে ফরাসি ভাষায় লেখা হয়েছিল। এর আসল নাম En attendant Godot। নাটকটি প্যারিসে প্রথম মঞ্চস্থ হয়।

0
Updated: 2 weeks ago
What is Estragon’s nickname in the play Waiting for Godot?
Created: 2 weeks ago
A
Gogo
B
Didi
C
Gigi
D
Toto
Estragon–কে Vladimir ডাকেন “Gogo।” Vladimir–এর ডাকনাম “Didi।” এই নামগুলো তাদের সম্পর্কের ঘনিষ্ঠতা দেখায়।

0
Updated: 2 weeks ago
What is the symbolic meaning of the barren tree in the play Waiting for Godot?
Created: 2 weeks ago
A
Hopelessness and possible renewal
B
Eternal victory of mankind
C
The joy of spring
D
The wealth of nature
গাছ নাটকের প্রধান প্রতীক। প্রথমে গাছটি শুকনো, পরে কিছুটা পাতা গজায়। এটি একই সঙ্গে হতাশা ও আশার প্রতীক। জীবনের শূন্যতা ও অর্থহীনতা প্রকাশ পেলেও পরিবর্তনের সম্ভাবনাও আছে। Beckett এই প্রতীকে মানুষের অস্তিত্বের দ্বৈততা তুলে ধরেছেন।

0
Updated: 2 weeks ago