In Samuel Beckett’s play Waiting for Godot, what does the act of “waiting” symbolise?
A
A literal wait for a person
B
The human condition of uncertainty and existential stagnation
C
A social event
D
A political movement
উত্তরের বিবরণ
Waiting for Godot নাটকের মূল ক্রিয়াকলাপ হলো “অপেক্ষা”। ভ্লাদিমির এবং এসট্রাগনের অনির্দিষ্ট অপেক্ষা মানুষের অস্তিত্বের অস্থিরতা, উদ্দেশ্যহীনতা এবং মানসিক স্থবিরতার প্রতীক।
Beckett দেখান যে, মানুষের জীবন অনেকাংশে অনিশ্চিত এবং প্রত্যাশার মধ্যে সীমাবদ্ধ। তাদের অপেক্ষা কোনো নির্দিষ্ট ফলাফলের জন্য নয়, বরং অস্তিত্বের শূন্যতা এবং জীবনের অর্থহীনতা বোঝাতে ব্যবহৃত হয়েছে।

0
Updated: 1 day ago
What is the significance of the moon appearing at the end of each act in the play Waiting for Godot?
Created: 2 weeks ago
A
Hope of divine intervention
B
Passage of time without change
C
Reminder of seasons
D
Symbol of romance
অঙ্ক শেষে চাঁদ ওঠে, দিন শেষ হয়, কিন্তু কিছুই ঘটে না। এটি সময় পেরোনো বোঝালেও জীবনে কোনো অগ্রগতি হয় না।

0
Updated: 2 weeks ago
What does Godot symbolize in the play Waiting for Godot?
Created: 2 weeks ago
A
An unattainable hope or salvation
B
A political leader
C
A lost family member
D
A wealthy merchant
Godot কখনো মঞ্চে আসে না। তাকে সবাই আশা করে, কিন্তু সে আসে না। Godot মুক্তি, ঈশ্বর বা ভবিষ্যতের প্রতিশ্রুতির প্রতীক। Beckett দেখিয়েছেন মানুষ জীবনের অর্থ খুঁজে পেতে বাইরের কারো জন্য অপেক্ষা করে, অথচ সেই অপেক্ষা কখনো শেষ হয় না।

0
Updated: 2 weeks ago
What idea is reinforced by the fact that Godot never arrives in the play Waiting for Godot?
Created: 2 weeks ago
A
Futility of hope and endless waiting
B
Proof of God’s punishment
C
Success of the rebellion
D
Importance of friendship only
Godot কখনো আসে না, কেবল প্রতিশ্রুতি দেয়। এটি মানুষের চিরন্তন অপেক্ষার প্রতীক। ধর্ম, রাজনীতি বা ভবিষ্যৎ—সবকিছুর প্রতিশ্রুতি একরকম মায়া। Beckett দেখিয়েছেন মানুষ আশা ধরে রাখলেও বাস্তবে মুক্তি আসে না।

0
Updated: 2 weeks ago