বাদশা ফাহাদের পর সৌদি বাদশা কে হন?

A

খালেদ 

B

ফয়সাল 

C

আব্দুল আজিজ 

D

আবদুল্লাহ

উত্তরের বিবরণ

img

বাদশা ফাহাদের পর সৌদি আরবের রাজসিংহাসনে আরেক বাদশা আবদুল্লাহ।

আবদুল্লাহ:

  • ফাহাদ ইবনে আবদুল আজিজ আল সৌদ ১৯৮২ থেকে ২০০৫ সাল পর্যন্ত সৌদি আরবের রাজা এবং প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

  • ২০০৫ সালে ফাহাদের মৃত্যুর পর তার সৎ ভাই আবদুল্লাহ আবদুল আজিজ আল সৌদ রাজত্ব গ্রহণ করেন এবং একইসঙ্গে প্রধানমন্ত্রী হন।

উল্লেখযোগ্য বিষয়:

  • ২০১৫ সালে আবদুল্লাহর মৃত্যু ঘটে, এরপর তার সৎ ভাই সালমান আবদুল আজিজ আল সৌদ রাজা ও প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

  • বর্তমান ক্রাউন প্রিন্স হলেন তার ছেলে মোহাম্মদ বিন সালমান।

সৌদি আরব সম্পর্কে:

  • সৌদি আরব মধ্যপ্রাচ্যের একটি বৃহৎ দেশ, যা আরব উপদ্বীপের বিস্তৃত এলাকা জুড়ে অবস্থিত।

  • উত্তরে অবস্থান করছে জর্ডান ও ইরাক, উত্তর-পূর্বে কুয়েত, কাতার ও বাহরাইন, পূর্বে সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ-পূর্বে ওমান এবং দক্ষিণে ইয়েমেন।

  • ১৯৩২ সালে ইবনে সাউদ সৌদি আরবে রাজতন্ত্র প্রতিষ্ঠা করেন।

  • মক্কা ও মদিনা, এই দুই পবিত্র শহরের জন্য সৌদি আরব বিশ্ববিখ্যাত।

  • দেশের অর্থনৈতিক সমৃদ্ধির মূল চালিকা শক্তি হলো বিপুল তেল ও গ্যাস মজুদ।

  • রাজধানী এবং সর্ববৃহৎ শহর: রিয়াদ।

  • সরকারি ভাষা: আরবি।

  • দেশটির মুদ্রা: সৌদি রিয়াল।

  • জাতিসংঘের সদস্যপদ প্রাপ্তির তারিখ: ২৪ অক্টোবর ১৯৪৫।

  • সৌদি আরবে কোনও সংবিধান বা আইনসভা নেই।

  • সৌদি আরবই একমাত্র দেশ যার পতাকায় ইসলামিক কালেমা লিপিবদ্ধ রয়েছে।

  • পৃথিবীতে সৌদি আরবের পতাকা কখনোই অর্ধনমিত করা হয় না, যা একটি অনন্য বৈশিষ্ট্য।

তথ্যসূত্র: Britannica

Unfavorite

0

Updated: 1 month ago

Related MCQ

পৃথিবীর সর্বাপেক্ষা বেশি গম উৎপাদনকারী দেশ কোনটি? 

Created: 1 month ago

A

অস্ট্রেলিয়া 

B

কানাডা 

C

যুক্তরাষ্ট্র 

D

চীন

Unfavorite

0

Updated: 1 month ago

কোন দেশটি ল্যাটিন আমেরিকার অন্তর্ভুক্ত নয়? 

Created: 1 month ago

A

ব্রাজিল 

B

আর্জেন্টিনা

C

 পেরু 

D

পানামা

Unfavorite

0

Updated: 1 month ago

'লাইন অব কন্ট্রোল' কোন দুটি রাষ্ট্রের সীমান্তবর্তী রেখা চিহ্নিত করে? 

Created: 1 month ago

A

ইসরাইল ও জর্ডান 

B

ভারত ও পাকিস্তান 

C

চীন ও তাইওয়ান 

D

দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়া

Unfavorite

0

Updated: 1 month ago

Links

Home

Exams

Live Exam

© LXMCQ, Inc. - All Rights Reserved

Developed by WiztecBD