কোনটি বিংশ শতাব্দীর শেষভাগে উপনিবেশবাদের নিগড় থেকে মুক্ত হয়?
A
হংকং
B
শ্রীলংকা
C
ম্যাকাউ
D
বাংলাদেশ
উত্তরের বিবরণ
ম্যাকাও
-
ম্যাকাও চীনের একটি বিশেষ প্রশাসনিক অঞ্চল হিসেবে পরিচিত।
-
এটি আগে পর্তুগালের উপনিবেশ ছিল।
-
চীন সাগরে অবস্থিত এই দ্বীপটি এশিয়ায় ইউরোপীয় উপনিবেশের মধ্যে সর্বশেষটি ছিল।
⇒ দ্বৈত অর্থনীতি:
-
চীনের ‘এক দেশ, দুই নীতি’ নীতির আওতায় হংকং ও ম্যাকাও অঞ্চলগুলোকে নিজেদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
-
১৯৯৭ সালের ১ জুলাই ব্রিটিশ শাসন থেকে হংকং এবং ১৯৯৯ সালের ২০ ডিসেম্বর পর্তুগালের শাসন থেকে ম্যাকাও ৫০ বছরের জন্য চীনের অধীনে আসে।
-
হংকং-এর অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতেই এই “এক দেশ, দুই নীতি” নীতি গৃহীত হয়েছে।
-
ম্যাকাও হলো ২০শ শতাব্দীর শেষ দিকে উপনিবেশবাদের অবসান ঘটিয়ে স্বাধীনতা লাভ করা সর্বশেষ অঞ্চল।
উৎস: i) Britannica
ii) World Atlas
0
Updated: 3 months ago
'গ্লাসনস্ত নীতি' কোন দেশে চালু হয়েছিল?
Created: 2 months ago
A
চীন
B
সাবেক সোভিয়েত ইউনিয়ন
C
হাঙ্গেরি
D
পোল্যান্ড
সাবেক সোভিয়েত ইউনিয়নে ‘গ্লাসনস্ত’ ও ‘পেরেস্ত্রোইকা’ নীতি
সোভিয়েত ইউনিয়নে ১৯৮৫ সালে মিখাইল গর্বাচেভ ক্ষমতায় আসার পর দুইটি সংস্কারমূলক নীতি চালু করেন: গ্লাসনস্ত এবং পেরেস্ত্রোইকা।
গ্লাসনস্ত নীতি
-
অর্থ: “খোলা দরজা” বা খোলামেলা আলোচনা।
-
উদ্দেশ্য: সোভিয়েত নাগরিকদের ব্যক্তিগত স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা।
-
এটি ছিল রাজনৈতিক সংস্কার কর্মসূচি, যার মাধ্যমে সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় গণমত ও স্বচ্ছতা আনতে চাওয়া হয়।
-
গ্লাসনস্ত নীতির আওতায় কয়েকটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদক্ষেপ ছিল:
১. নির্বাচিত কোনো ব্যক্তি একই পদে একের বেশিবার দুবারের বেশি থাকতে পারবে না।
২. “কংগ্রেস অব পিপলস ডেপুটি” হবে রাষ্ট্রের সর্বোচ্চ কর্তৃত্ব, যার সদস্য সংখ্যা হবে ২২৫০।
৩. ডেপুটিদের মধ্য থেকে একটি স্থায়ী কার্যনির্বাহী “সুপ্রিম সোভিয়েত” নির্বাচিত হবে।
৪. রাষ্ট্রের প্রেসিডেন্টকে কংগ্রেস অব পিপলস ডেপুটি গোপন ভোটে নির্বাচন করবে। -
উল্লেখযোগ্য: গ্লাসনস্তের জন্য গর্বাচেভ ১৯৯০ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান।
পেরেস্ত্রোইকা নীতি
-
অর্থ: অর্থনৈতিক পুনর্গঠন।
-
এটি ছিল অর্থনৈতিক সংস্কার কর্মসূচি, যার লক্ষ্য ছিল সোভিয়েত অর্থনীতিতে আধুনিকীকরণ এবং দক্ষতা বৃদ্ধি।
সূত্র: তারেক শামসুর রেহমান, বিশ্বরাজনীতির ১০০ বছর
0
Updated: 2 months ago
নিচের কোন সংস্থাটি ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দিয়েছে?
Created: 2 months ago
A
UNDP
B
UNESCO
C
UNICEF
D
UNCTAD
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
-
প্রতি বছর ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়।
-
এটি ১৯৯৯ সালের ১৭ নভেম্বর, প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কো-এর ৩০তম সাধারণ সম্মেলনে এইভাবে ঘোষিত হয়।
ইউনেস্কো (UNESCO) সংক্ষেপে
-
পূর্ণরূপ: The United Nations Educational, Scientific and Cultural Organization।
-
এটি জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা।
-
সংবিধান স্বাক্ষরিত হয় ১৬ নভেম্বর ১৯৪৫ এবং কার্যকর হয় ৪ নভেম্বর ১৯৪৬।
-
সদরদপ্তর: প্যারিস, ফ্রান্স
-
বর্তমান মহাপরিচালক: আদ্রে আজুলে (ফ্রান্স)
-
সদস্য দেশ সংখ্যা: ১৯৪
-
ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের তালিকা প্রকাশের কাজও করে।
বাংলাদেশ ও ইউনেস্কো
-
বাংলাদেশ ১৯৭২ সালের ২৭ অক্টোবর ইউনেস্কোতে যোগ দেয়।
-
ইউনেস্কো বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে।
-
এছাড়াও বাংলাদেশে পাহাড়পুর বৌদ্ধবিহার, ষাটগম্বুজ মসজিদ, সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করেছে।
উৎস: UNESCO ওয়েবসাইট।
0
Updated: 2 months ago
সর্বপ্রথম কোথায় ওপেক এর সদর দপ্তর স্থাপিত হয়?
Created: 1 month ago
A
জেনেভা
B
ভিয়েনা
C
জেদ্দা
D
বাগদাদ
OPEC (Organization of the Petroleum Exporting Countries)
-
OPEC হলো পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর একটি আন্তর্জাতিক সংস্থা।
-
এর মূল উদ্দেশ্য হলো সদস্য দেশের তেল নীতি নির্ধারণ, সমন্বয় করা এবং বৈশ্বিক তেলের দাম নিয়ন্ত্রণ করা।
-
সংস্থার প্রস্তাবক দেশ ছিল ভেনেজুয়েলা, আর এটি বাগদাদ, ইরাকে ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয়।
-
প্রথম ৫টি সদস্য দেশ ছিল: ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব ও ভেনেজুয়েলা।
-
বর্তমান সদস্য দেশ সংখ্যা: ১২টি।
-
বর্তমান সদর দপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া।
-
শুরুতে সদর দপ্তর ছিল সুইজারল্যান্ডের জেনেভা, যা ১৯৬৫ সালে ভিয়েনায় স্থানান্তরিত হয়।
-
-
বর্তমান সদস্য দেশসমূহ: আলজেরিয়া, কঙ্গো, নিরক্ষীয় গিনি, গ্যাবন, ইরান, ইরাক, কুয়েত, লিবিয়া, নাইজেরিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ভেনেজুয়েলা।
উৎস: OPEC ওয়েবসাইট
0
Updated: 1 month ago