কোন পরিষদের সুপারিশক্রমে জাতিসংঘে নতুন সদস্য গ্রহণ করা হয়?
A
অছি পরিষদ
B
সাধারণ পরিষদ
C
নিরাপত্তা পরিষদ
D
অর্থনৈতিক ও সামাজিক পরিষদ
উত্তরের বিবরণ
জাতিসংঘের ছয়টি প্রধান অঙ্গসংস্থা
জাতিসংঘের কার্যক্রম পরিচালনার জন্য এর ছয়টি প্রধান অঙ্গসংস্থা রয়েছে। এরা হলো:
-
সাধারণ পরিষদ (General Assembly)
-
নিরাপত্তা পরিষদ (Security Council)
-
অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (Economic and Social Council)
-
আন্তর্জাতিক বিচার আদালত (International Court of Justice)
-
অছি পরিষদ (Trusteeship Council)
-
জাতিসংঘ সচিবালয় (Secretariat)
নিরাপত্তা পরিষদ (UN Security Council)
-
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ মোট ১৫ সদস্যের সমন্বয়ে গঠিত।
-
দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়ী পাঁচটি পরাশক্তি এই পরিষদের স্থায়ী সদস্য হিসেবে রয়েছে।
-
এই পাঁচটি দেশ হচ্ছে: চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র।
-
একত্রে এদের ‘পি-৫ (P-5)’ নামে ডাকা হয়।
-
নিরাপত্তা পরিষদের সুপারিশের ভিত্তিতেই সাধারণ পরিষদ নতুন সদস্য রাষ্ট্রকে জাতিসংঘে অন্তর্ভুক্ত করে।
-
মহাসচিব নিয়োগ এবং আন্তর্জাতিক বিচার আদালতের বিচারক নির্বাচনের ক্ষেত্রেও নিরাপত্তা পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
-
মহাসচিব নির্বাচন হয় নিরাপত্তা পরিষদের সুপারিশে এবং সাধারণ পরিষদের দুই-তৃতীয়াংশ সদস্যের ভোটে।
-
জাতিসংঘ সনদের ২৩ নম্বর অনুচ্ছেদে নিরাপত্তা পরিষদের সদস্যদের সম্পর্কে বিশদভাবে উল্লেখ রয়েছে।
অস্থায়ী সদস্য
-
নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যরা নির্বাচিত হন দুই বছরের মেয়াদে।
-
বর্তমানে পরিষদের দশটি অস্থায়ী সদস্য দেশ হলো:
-
২০২৪ সালের মেয়াদে: ইকুয়েডর, জাপান, মাল্টা, মোজাম্বিক, সুইজারল্যান্ড।
-
২০২৫ সালের মেয়াদে: আলজেরিয়া, গায়ানা, দক্ষিণ কোরিয়া, সিয়েরা লিওন, স্লোভেনিয়া।
উৎস: UN Security Council (আধিকারিক ওয়েবসাইট)
-
0
Updated: 3 months ago
জাতিসংঘ সনদ (UN Charter) স্বাক্ষরিত কত সালে?
Created: 1 month ago
A
১৯৪৬ সালে
B
১৯১৯ সালে
C
১৯৫০ সালে
D
১৯৪৫ সালে
জাতিসংঘ সনদ (UN Charter) হলো জাতিসংঘের প্রতিষ্ঠাতা দলিল, যা ১৯৪৫ সালে গৃহীত হয় আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা, মানবাধিকার ও সহযোগিতার ভিত্তিতে রাষ্ট্রগুলোর মধ্যে সম্পর্ক স্থাপনের উদ্দেশ্যে।
-
স্বাক্ষরের তারিখ: ২৬ জুন, ১৯৪৫
-
কার্যকর হওয়ার তারিখ: ২৪ অক্টোবর, ১৯৪৫
-
স্থান: সান ফ্রান্সিসকো, যুক্তরাষ্ট্র
-
অংশগ্রহণকারী দেশ: ৫০টি
লক্ষ্য ও উদ্দেশ্য (Article 1–2)
-
আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখা
-
রাষ্ট্রগুলোর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়ন
-
মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শন
-
আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি
-
সার্বভৌমত্ব, সমতা ও অ-হস্তক্ষেপের নীতি রক্ষা
নিরাপত্তা পরিষদ (UN Security Council)
-
মোট সদস্য: ১৫
-
স্থায়ী সদস্য: ৫ (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন, ফ্রান্স)
-
অস্থায়ী সদস্য: ১০ (নির্বাচিত হয় ২ বছরের জন্য)
-
ভেটো ক্ষমতা: শুধুমাত্র ৫ স্থায়ী সদস্যের হাতে
-
সদস্য সংখ্যা বৃদ্ধি: ১৯৪৫ সালে ৫০টি দেশ দিয়ে শুরু, আগস্ট ২০২৫ পর্যন্ত মোট সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ১৯৩টি
0
Updated: 1 month ago
কোথায় শেনজেন (Schengen) চুক্তি স্বাক্ষরিত হয়?
Created: 1 month ago
A
১৯৯৫ সালে ডেনমার্কে
B
১৯৮৪ সালে বেলজিয়ামে
C
১৯৮৫ সালে লুক্সেমবার্গে
D
১৯৯৬ সালে হাঙ্গেরিতে
শেনজেন চুক্তি হলো একটি আন্তর্জাতিক চুক্তি যা ইউরোপীয় দেশগুলোর মধ্যে ব্যক্তিদের অবাধ চলাচল নিশ্চিত করে। চুক্তিটি ১৯৮৫ সালে স্বাক্ষরিত হয় এবং লুক্সেমবার্গের শেনজেন শহরেই স্বাক্ষর করা হয়। ১৯৯৫ সালের ২৬ মার্চ চুক্তি কার্যকর হওয়ার পর থেকে ইউরোপে ভিসামুক্ত যাত্রা শুরু হয়।
-
শেনজেনভুক্ত দেশ সংখ্যা: ২৯টি।
-
ইউরোপীয় ইউনিয়নের বাকি ২৫টি দেশ এবং ইইউর বাইরে চারটি দেশ—সুইজারল্যান্ড, নরওয়ে, আইসল্যান্ড, লিচেনস্টাইন—ও শেনজেন অঞ্চলের অন্তর্ভুক্ত।
-
সর্বশেষ শেনজেন অঞ্চলে যুক্ত হয়েছে রোমানিয়া ও বুলগেরিয়া, যা ২০২৪ সালের মার্চে কার্যকর হয়েছে।
0
Updated: 1 month ago
জাতিসংঘ নামকরণ করেন -
Created: 1 month ago
A
রুজভেল্ট
B
স্টালিন
C
চার্চিল
D
দ্যা গল
জাতিসংঘ হলো বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থা, যা শান্তি প্রতিষ্ঠা, সহযোগিতা বৃদ্ধি এবং বিভিন্ন রাষ্ট্রের বিরোধ নিষ্পত্তিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে। এ সংস্থার মূল তথ্য ও ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট সম্পর্কিত গুরুত্বপূর্ণ দিকগুলো নিচে দেওয়া হলো।
জাতিসংঘ
-
জাতিসংঘ (United Nations) একটি আন্তর্জাতিক সংস্থা।
-
সংস্থার সদর দফতর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে অবস্থিত।
-
শাখা অফিস রয়েছে জেনেভা, ভিয়েনা ও নাইরোবিতে।
-
পৃথিবীর প্রায় প্রতিটি স্বাধীন দেশই এর সদস্য।
-
‘United Nations’ নামটির ধারণা দেন ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট।
-
আন্তর্জাতিক উত্তেজনা হ্রাস ও বিভিন্ন রাষ্ট্রের বিরোধ মীমাংসায় জাতিসংঘ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট
-
যুক্তরাষ্ট্রের ৩২তম প্রেসিডেন্ট ছিলেন তিনি এবং ১৯৩৩ থেকে ১৯৪৫ পর্যন্ত টানা ১২ বছর ক্ষমতায় ছিলেন।
-
তিনি একমাত্র প্রেসিডেন্ট যিনি ৪ মেয়াদে নির্বাচিত হয়েছিলেন।
-
তার নেতৃত্বে যুক্তরাষ্ট্র বিংশ শতাব্দীর দুটি বড় সংকট—গ্রেট ডিপ্রেশন ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ—অতিক্রম করে।
অতিরিক্ত তথ্য
-
যুক্তরাষ্ট্রের অর্থনীতি পুনরুদ্ধারে তিনি তার নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে ‘নিউ ডিল’ (New Deal) চালু করেন, যা ১৯৩৩ থেকে ১৯৩৯ সাল পর্যন্ত কার্যকর ছিল।
-
৭ ডিসেম্বর ১৯৪১ সালে জাপানের পার্ল হারবার আক্রমণের পর যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে।
-
তিনি ‘সৎ প্রতিবেশি নীতি’ (Good Neighbor Policy)-র প্রবক্তা ছিলেন, যা লাতিন আমেরিকান দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক উন্নয়নে পূর্বেকার হস্তক্ষেপমূলক নীতির বিকল্প হিসেবে গৃহীত হয়।
-
১৯৪২ সালের ১ জানুয়ারি ওয়াশিংটনে অনুষ্ঠিত এক সম্মেলনে তিনি প্রথমবারের মতো ‘United Nations’ নামটি ব্যবহার করেন।
0
Updated: 1 month ago