In Death of a Salesman, how does Willy deal with failure?
A
Accepts it gracefully
B
Seeks help from others
C
Escapes into memories and illusions
D
Changes his career
উত্তরের বিবরণ
উইলি তার ব্যর্থতা এবং জীবনের বাস্তবতা মোকাবিলা করতে ব্যর্থ। Death of a Salesman নাটকে তিনি অতীত স্মৃতি এবং কল্পনার মধ্যে নিজেকে বিলীন করেন। Arthur Miller দেখান যে, উইলির জন্য বাস্তবতার সঙ্গে লড়াই করা কঠিন,
তাই তিনি অতীতের সুখদায়ক মুহূর্তের দিকে ফিরে যান এবং স্বপ্নের সঙ্গে জীবন কাটান। এই মনস্তাত্ত্বিক অবস্থাই তার মানসিক ধ্বংসের পথ তৈরি করে।

0
Updated: 11 hours ago
What is the significance of the American Dream in the play "Death of a Salesman "?
Created: 11 hours ago
A
It guarantees happiness
B
It pressures Willy and contributes to his downfall
C
It is irrelevant
D
It provides moral guidance
Death of a Salesman নাটকে American Dream উইলির উপর চাপ সৃষ্টি করে। তিনি চায় সমাজ তাকে সফল, জনপ্রিয় এবং ধনী মনে করুক। এই বিশ্বাস তাকে বাস্তবতা থেকে দূরে রাখে।
Arthur Miller দেখান যে, American Dream-এর অযথাযথ প্রত্যাশা মানুষের জীবনের উপর মানসিক চাপ সৃষ্টি করতে পারে এবং আত্ম-পরিচয় এবং সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে। উইলির আত্মহত্যা এবং মানসিক বিপর্যয় এই স্বপ্নের নেতিবাচক প্রভাবের চূড়ান্ত প্রতিফলন।

0
Updated: 11 hours ago
Why does Biff break down crying at the end of the play?
Created: 1 week ago
A
Because he feels guilty for betraying Willy
B
Because he realizes his father loved him despite illusions
C
Because Linda forces him to stay
D
Because Happy leaves him alone
শেষে Biff ভেঙে কান্নায় ভেঙে পড়ে। Willy সবসময় ভ্রান্ত আমেরিকান ড্রিম চাপিয়ে দিলেও Biff বোঝে তার বাবা আসলে তাকে ভালোবাসত। Willy আত্মহত্যা করে পরিবারকে বীমার টাকা দিতে চেয়েছিল—যদিও এটি ভুল সমাধান। Biff উপলব্ধি করে তার বাবা যতটা না ভণ্ড, তার চেয়ে বেশি ছিল এক অসহায় স্বপ্নবাজ। Linda তাকে বাধ্য করেনি (c), Happy সরে যায় কিন্তু সেটি কারণ নয় (d), আর Willy-কে সে betray করেনি (a)। আসল কারণ হলো বাবার প্রতি ভালোবাসা ও করুণা অনুভব করা।

0
Updated: 1 week ago
Who is Biff in Death of a Salesman?
Created: 2 months ago
A
Willy’s brother
B
Willy Loman’s elder son
C
Neighbor
D
Friend

0
Updated: 2 months ago