"In Joseph Conrad’s novel Heart of Darkness, how is darkness or irony used in the depiction of European colonialism and the colonisers?"
A
To praise their moral superiority
B
To highlight the contrast between their civilising claims and brutal actions
C
To show their efficiency
D
To depict them as harmless
উত্তরের বিবরণ
Heart of Darkness এ Conrad irony ব্যবহার করেছেন ইউরোপীয় colonizers-এর আচরণের সমালোচনা করতে। তারা “civilizing mission” বলে দাবী করে, কিন্তু বাস্তবে আফ্রিকার মানুষদের শোষণ, হত্যা এবং সম্পদের লুটপাট করে। এই বিরোধ তাদের নৈতিক পতন এবং মানবতার অন্ধকারকে দৃশ্যমান করে।

0
Updated: 11 hours ago
What role does the Russian trader play in the novel Heart of Darkness?
Created: 2 weeks ago
A
Devoted follower of Kurtz
B
Enemy of the Manager
C
Rebel against Company
D
Interpreter for Marlow
রাশিয়ান বণিক Kurtz–এর একনিষ্ঠ অনুগামী। সে তাকে দেবতার মতো পূজা করে। তার রঙিন জামা, যুবকসুলভ উৎসাহ, এবং Kurtz–এর প্রতি ভক্তি Marlow–কে অবাক করে। Conrad দেখিয়েছেন, Kurtz–এর প্রভাব এত শক্তিশালী যে লোকজন অন্ধভাবে তাকে অনুসরণ করে।

0
Updated: 2 weeks ago
What is the job of the Chief Accountant in the novel Heart of Darkness?
Created: 2 weeks ago
A
Keeping records in perfect order
B
Leading river expeditions
C
Supervising local chiefs
D
Training new captains
Chief Accountant হলো এমন এক চরিত্র, যে জঙ্গলের মাঝেও নিজের হিসাব-খাতা একদম গোছানো রাখে। সে সাদা জামা পরে, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে। কিন্তু তার এই শৃঙ্খলা আসলে শূন্য। কারণ চারপাশে মৃত্যু ও দারিদ্র্য থাকলেও সে শুধু ব্যবসার খাতা নিয়ে ব্যস্ত। এটি ঔপনিবেশিকতার ভণ্ডামি প্রকাশ করে।

0
Updated: 2 weeks ago
What Company employs Marlow for his journey in the novel Heart of Darkness?
Created: 2 weeks ago
A
A Belgian trading company
B
A British shipping company
C
A French colonial firm
D
A Dutch merchant company
Marlow একটি বেলজিয়ান ট্রেডিং কোম্পানিতে চাকরি পায়। আফ্রিকায় ব্যবসার নামে কোম্পানিটি ভয়াবহ শোষণ চালাচ্ছিল। Conrad দেখিয়েছেন, ইউরোপীয় ঔপনিবেশিক শক্তিগুলো ব্যবসার আড়ালে কীভাবে আফ্রিকার মানুষ ও সম্পদ লুট করেছিল।

0
Updated: 2 weeks ago