The Role of Social Class in the Novel Sons and Lovers?
A
Little effect
B
Shapes' struggles and aspirations
C
Ignored
D
Only affects romance
উত্তরের বিবরণ
সামাজিক শ্রেণী Morel পরিবারের জীবন, আবেগ এবং স্বপ্নকে প্রভাবিত করে। পল এবং তার পরিবারের চরিত্র, মানসিকতা এবং সুযোগগুলি সামাজিক অবস্থানের সঙ্গে যুক্ত। Lawrence এই থিমের মাধ্যমে শ্রমজীবী পরিবার এবং তাদের মানসিক ও আবেগিক সীমাবদ্ধতার বাস্তবতা তুলে ধরেছেন।

0
Updated: 11 hours ago
Who is not an Irish writer?
Created: 2 months ago
A
Oscar Wilde
B
James Joyce
C
Jonathan Swift
D
D. H. Lawrence
David Herbert Richards Lawrence (D.H. Lawrence) একজন বিখ্যাত ঔপন্যাসিক ও চিত্রকর। তিনি ১৮৮৫ খ্রিস্টাব্দের ১১ সেপ্টেম্বর তারিখে ইংল্যান্ডের Nottinghamshire শহরের Eastwood নামক স্থানে জন্মগ্রহণ করেন। তাঁর বিখ্যাত রচনাসমূহ হল- The White Peacock (novel), The White Horse (poem), Sons and Lovers (autobiography), The Rainbow (novel), Lady Chatterley's Lovers (novel) ইত্যাদি।

1
Updated: 2 months ago
Which Greek concept best explains Paul’s attachment to his mother in the novel Sons and Lovers?
Created: 2 weeks ago
A
Oedipus complex
B
Catharsis
C
Hubris
D
Nemesis
Paul–এর জীবনে মায়ের প্রতি নির্ভরতা Freud–এর Oedipus complex ধারণা দিয়ে ব্যাখ্যা করা হয়। Lawrence Freud–এর এই মনস্তাত্ত্বিক ধারণাকে শিল্পে রূপ দিয়েছেন।

0
Updated: 2 weeks ago
What role does nature play in the novel Sons and Lovers?
Created: 2 weeks ago
A
Reflection of emotions
B
Pure background scenery
C
Political metaphor
D
Economic symbol
প্রকৃতি উপন্যাসে চরিত্রদের আবেগ প্রতিফলিত করে। মাঠ, ফুল, নদী—সবকিছু Paul–এর মানসিক অবস্থাকে প্রতীকীভাবে দেখায়। Lawrence প্রকৃতিকে মানুষের আবেগের আয়না করেছেন।

1
Updated: 2 weeks ago