What is the final message or tone of The Waste Land?
A
Hopeless despair without any redemption
B
Suggestion of renewal and hope through spiritual or natural restoration
C
Celebration of urban modernity
D
Irony of human greed
উত্তরের বিবরণ
The Waste Land এর শেষ অংশ “What the Thunder Said” আধ্যাত্মিক পুনর্জীবন এবং পুনর্গঠনের আভাস দেয়। Eliot দেখান যে, যদিও আধুনিক জীবন ধ্বংসাত্মক, তবুও প্রকৃতি এবং আধ্যাত্মিক বিশ্বাসের মাধ্যমে পুনর্নবীকরণ সম্ভব। কবিতার শেষ টোন এক ধরনের আংশিক আশার সঙ্গে শেষ হয়, যা মানুষের পুনর্গঠন এবং আত্মিক পুনর্জীবনের সম্ভাবনাকে প্রতিফলিত করে।

0
Updated: 11 hours ago
What line describes the crowd flowing over London Bridge in the poem "The Waste Land"?
Created: 1 week ago
A
“I had not thought death had undone so many”
B
“The bridge was crowded with joy and laughter”
C
“The people danced along the narrow path”
D
“The river sang beneath the heavy stone”
Eliot লন্ডনের ভিড় দেখে Dante–র Inferno থেকে লাইন নিয়েছেন — “I had not thought death had undone so many।” যা "The Waste Land" কবিতার অংশ। মানুষ জীবন্ত হলেও মৃতদের মতো মনে হয়। এই লাইন শহরের যান্ত্রিকতা আর যুদ্ধোত্তর হতাশা ফুটিয়ে তোলে।

0
Updated: 1 week ago
What phrase from St. Augustine is quoted in the poem "The Waste Land"?
Created: 2 weeks ago
A
“To Carthage then I came”
B
“City of God eternal”
C
“My heart is restless”
D
“The flame shall consume”
Eliot St. Augustine–এর Confessions থেকে “To Carthage then I came” লাইন এনেছেন। এটি কামনা আর ভোগের আগুনে জ্বলা জীবনের প্রতীক। Augustine পরবর্তীতে আধ্যাত্মিক মুক্তি পান, কিন্তু তার স্বীকারোক্তি Eliot–এর Waste Land–এ ভোগবাদী জীবনের ধ্বংস বোঝাতে ব্যবহৃত হয়।

4
Updated: 2 weeks ago
What kind of sermon influences the title “The Fire Sermon” in the poem "The Waste Land"?
Created: 2 weeks ago
A
Buddhist
B
Christian
C
Jewish
D
Islamic
Buddha–র “Adittapariyaya Sutta” বা Fire Sermon–এ বলা হয়েছিল, সব ইন্দ্রিয় কামনার আগুনে জ্বলছে। Eliot এটি ব্যবহার করেছেন আধুনিক যৌনতা, ভোগবাদ আর হতাশা বোঝাতে। বৌদ্ধ দৃষ্টিভঙ্গি এখানে আধ্যাত্মিক বিকল্পের ইঙ্গিত দেয়।

1
Updated: 2 weeks ago