What is the significance of literary allusions in the poem "The Waste Land"?
A
To decorate the poem with historical names
B
To connect modern despair with classical and literary traditions
C
To make the poem harder to read
D
To describe geographic locations
উত্তরের বিবরণ
The Waste Land এর মধ্যে Eliot বিভিন্ন পুরাণ, ধর্মীয়, এবং সাহিত্যের আখ্যায়িকা ব্যবহার করেছেন। এটি আধুনিক দুঃখ এবং হতাশাকে অতীতের সাহিত্যের এবং ঐতিহ্যের সঙ্গে সংযুক্ত করে। Literary allusions পাঠককে অতীত এবং বর্তমানের মধ্যে সম্পর্ক উপলব্ধি করাতে সাহায্য করে।

0
Updated: 11 hours ago
What literary source provides the epigraph of the poem in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 2 weeks ago
A
Dante’s Inferno
B
Milton’s Paradise Lost
C
Homer’s Odyssey
D
Virgil’s Aeneid
কবিতার শুরুতে epigraph নেওয়া হয়েছে Dante–র Inferno থেকে। সেখানে Guido da Montefeltro নরকে তার গোপন কথা বলে, কারণ সে জানে কেউ তা বাইরে জানাতে পারবে না। Eliot এটি ব্যবহার করে Prufrock–এর স্বীকারোক্তির প্রকৃতি দেখিয়েছেন — গোপন, একাকী, আর সমাজ থেকে বিচ্ছিন্ন।

0
Updated: 2 weeks ago
In T.S. Eliot's poem The Waste Land, which section is titled “The Fire Sermon”?
Created: 1 day ago
A
The first
B
The second
C
The third
D
The last
The Fire Sermon কবিতার তৃতীয় অংশ। এই অংশে Eliot নগর জীবনের যৌন, নৈতিক এবং আধ্যাত্মিক দূষণের কথা তুলে ধরেছেন। নদী থেমসে, মানুষদের শোষণ এবং ভ্রান্ত আচরণ প্রতিফলিত হয়।
এখানে পুরাতন ধর্মীয় এবং আধ্যাত্মিক চিত্র ব্যবহার করে Eliot আধুনিক মানুষের শূন্যতা তুলে ধরেছেন।

0
Updated: 1 day ago
What is the second command of the thunder in the poem "The Waste Land"?
Created: 1 week ago
A
Dayadhvam
B
Damyata
C
Shantih
D
Karma
Thunder–এর দ্বিতীয় শিক্ষা হলো Dayadhvam — অর্থাৎ “Sympathize।” Eliot এখানে বলছেন, আধুনিক মানুষ কেবল নিজের কথা ভাবে। অন্যের কষ্টে সহানুভূতি নেই। আধ্যাত্মিক পুনর্জন্ম সম্ভব কেবল তখনই, যখন মানুষ পরস্পরের প্রতি দয়া প্রদর্শন করবে।

0
Updated: 1 week ago