কিউবায় ক্ষেপণাস্ত্র সঙ্কটের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে ছিলেন?
A
রিচার্ড এম নিক্সন
B
জন এফ কেনেডি
C
লিন্ডন বেইনস জনসন
D
হ্যারি এস ট্রুম্যান
উত্তরের বিবরণ
কিউবার ক্ষেপণাস্ত্র সংকট
কিউবার ক্ষেপণাস্ত্র সংকতিটি মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে ঘটে যাওয়া একটি গম্ভীর ৩৫ দিনের সংঘর্ষ, যা বিশ্বব্যাপী একটি বড় রাজনৈতিক সংকটের রূপ নেয়।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা ও সামরিক শক্তি বিস্তারের দৌড়ে যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে।
সেই সময়ের অর্থনৈতিক সঙ্কটের কারণে কিউবায় সমাজতান্ত্রিক মতাদর্শের প্রভাব ব্যাপক হারে বৃদ্ধি পায়।
১৯৬২ সালের অক্টোবর মাসে এই সংকট বিশেষ মাত্রা লাভ করে। যুক্তরাষ্ট্র তাদের আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ইতালি ও তুরস্কে স্থাপনের জবাবে, সোভিয়েত ইউনিয়ন কিউবায় ক্ষেপণাস্ত্র মোতায়েন করে।
ফ্লোরিডার উপকূল থেকে মাত্র ৯০ মাইল দূরে এই রুশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য বড় ধরনের হুমকি হিসেবে দেখা দেয়।
এই পরিস্থিতিতে, ১৯৬২ সালের ২২ অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি কিউবার প্রতি নৌ অবরোধ ঘোষণা করেন, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে। এই সংকটের ফলে ল্যাটিন আমেরিকার সমগ্র অঞ্চল যুদ্ধের উত্তেজনায় ধরা দেয় এবং বিশ্ব রাজনীতিতে একটি গুরুতর সংকট তৈরি হয়।
কিউবার ক্ষেপণাস্ত্র সংকট হিসেবে পরিচিত এই ঘটনা শীতল যুদ্ধের উত্তেজনা বাড়িয়ে তোলে এবং পারমাণবিক সংঘাতের সম্ভাবনাকে প্রায় বাস্তব আকার দেয়।
উৎস: Britannica.

0
Updated: 1 month ago
'লয়াজিরগা' কোন দেশের আইন সভা?
Created: 4 weeks ago
A
ফিজি
B
সিরিয়া
C
লেবানন
D
আফগানিস্তান
আফগানিস্তান
- আফগানিস্তান দক্ষিণ এশিয়ার একটি রাষ্ট্র।
- রাষ্ট্রীয় নাম: ইসলামিক আমিরাত অব আফগানিস্তান (Islamic Emirate of Afghanistan)।
- আফগানিস্তান শব্দটির অর্থ 'আফগান বা পশতুন জাতির দেশ'।
- আফগানিস্তানে বসবাসরত সবচেয়ে বড় জনগোষ্ঠী হল পশতু জাতি।
- রাজধানী: কাবুল।
- ভাষা: পশতু, দারি।
- মুদ্রা: আফগানি।
- আফগানিস্তানের আইনসভা: লয়াজিরগা।
উল্লেখ্য,
- ১৯১৯ সালে তৃতীয় ব্রিটিশ-আফগান যুদ্ধশেষে আফগানিস্তান দেশটি ব্রিটেন থেকে সম্পূর্ণ স্বাধীনতা লাভ করে।
- ১৯৯৬ সালে তালেবান গোষ্ঠী কাবুলের দখল নেয়।
- ১১ই সেপ্টেম্বর, ২০০১-এর সন্ত্রাসী হামলার পর মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তান আক্রমণ করে এবং ২০০১-এর শেষে তালেবানদের উৎখাত করে।
- ২০২১ সালে মার্কিন বাহিনী প্রত্যাহারের পর তালেবানরা কাবুল পুনরায় দখল করে।
উৎস: National Geographic Kids ওয়েবসাইট।

0
Updated: 4 weeks ago
EURO is the currency of -
Created: 4 weeks ago
A
Asia
B
Europe
C
America
D
Africa
ইউরো মুদ্রা
-
ইউরো হলো ইউরোপীয় ইউনিয়নের (EU) অনেক দেশ মিলিয়ে ব্যবহৃত একক মুদ্রা।
-
ইউরো মুদ্রার জনক হলেন রবার্ট মুন্ডেল।
-
ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (European Central Bank) ১ জানুয়ারি ১৯৯৯ সালে EU অঞ্চলে ইউরো মুদ্রা চালু করে।
-
ইউরো মুদ্রা € প্রতীক দিয়ে প্রকাশ করা হয়।
ইতিহাস ও দেশসমূহ
-
১৯৯৯ সালে ইউরোপের ১৪টি দেশ প্রথমবার ইউরো ব্যবহার শুরু করে:
অস্ট্রিয়া, বেলজিয়াম, জার্মানি, ফিনল্যান্ড, ফ্রান্স, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবুর্গ, মোনাকো, নেদারল্যান্ডস, পর্তুগাল, স্পেন, সান মারিনো, ভ্যাটিকান সিটি। -
পরবর্তী বছরগুলোতে আরও দেশ ইউরো গ্রহণ করে:
-
২০০৮ সালে সাইপ্রাস ও মাল্টা
-
২০১৫ সালে লিথুয়ানিয়া
-
২০২৩ সালে ক্রোয়েশিয়া, যা ২০তম দেশ হিসেবে ইউরো গ্রহণ করে।
-
বর্তমানে ইউরো ব্যবহারকারী ২০টি দেশ:
অস্ট্রিয়া, গ্রিস, জার্মানি, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, নেদারল্যান্ড, বেলজিয়াম, লুক্সেমবার্গ, আয়ারল্যান্ড, মাল্টা, সাইপ্রাস, লিথুয়ানিয়া, লাটভিয়া, এস্তোনিয়া, স্লোভেনিয়া, স্লোভাকিয়া, ইতালি, ফিনল্যান্ড, ক্রোয়েশিয়া।
উৎস: European Union ওয়েবসাইট

0
Updated: 4 weeks ago
মিয়ানমারের নির্বাসিত সরকারের নাম -
Created: 1 day ago
A
এনএলডি সরকার
B
ন্যাশনাল ইউনিটি সরকার
C
বার্মিজ গভর্নমেন্ট ইন এক্সাইল
D
অং সান সু চি সরকার
ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট (NUG) হলো মিয়ানমারের একটি বেসরকারি প্রশাসন, যা মূলত সেনা অভ্যুত্থানের বিরোধী অ্যাক্টিভিস্ট ও রাজনীতিবিদদের দ্বারা গঠিত। এর পক্ষে জনসমর্থন রয়েছে এবং ইউরোপীয় ইউনিয়ন এই প্রশাসনকে স্বীকৃতি দিয়েছে।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং দক্ষিণ কোরিয়ায় এদের প্রতিনিধিত্বমূলক অফিস রয়েছে। ইউনাইটেড ইন্সটিটিউট অব পিসের তথ্য অনুযায়ী, কারেন, কাচিন, কারেন্নি ও শিন জাতিগত গোষ্ঠীর প্রতিনিধিরা গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রশাসন হিসেবে এনইউজির সঙ্গে সম্পৃক্ত।
-
ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট হচ্ছে মিয়ানমারের এক ধরনের ‘নির্বাসিত সরকার’।
-
বিভিন্ন জাতিগত গোষ্ঠীর সমন্বয়ে গঠিত এই সরকার রাষ্ট্র ক্ষমতায় না থাকলেও জান্তা সরকারের বিরোধীপক্ষ হিসেবে কাজ করে।
-
পূর্বে নির্বাচিত কিছু সংসদ সদস্য ও আইনপ্রণেতা ২০২১ সালের সেনা অভ্যুত্থানের পর এই সরকার গঠন করেন।
-
থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স (3BHA) গঠন করেছে কোকাং এমএনডিএএ (মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি), তাং টিএনএলএ (তাং ন্যাশনাল লিবারেশন আর্মি) এবং আরাকান আর্মি।
-
এই তিনটি সশস্ত্র গোষ্ঠী ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টকে সমর্থন প্রদান করছে।

0
Updated: 1 day ago