'হাঁসুলি বাঁকের উপকথা' উপন্যসের রচয়িতা কে?
A
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
B
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
C
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
D
সৈয়দ ওয়ালীউল্লাহ
উত্তরের বিবরণ
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ছিলেন একজন বিশিষ্ট কথাসাহিত্যিক এবং রাজনীতিবিদ, যিনি বাংলা সাহিত্যে তাঁর সমৃদ্ধ গল্প ও উপন্যাসের মাধ্যমে বিশেষ স্থান অর্জন করেছেন।
-
জন্ম ও পরিচয়: ১৮৯৮ সালে পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় এক জমিদারবংশে জন্মগ্রহণ; ছদ্মনাম ‘হাবু শর্মা’।
-
প্রথম গল্প প্রকাশ: ‘রসকলি’, প্রকাশিত সেকালের বিখ্যাত পত্রিকা ‘কল্লোল’-এ।
-
ত্রয়ী উপন্যাস: ধাত্রীদেবতা, গণদেবতা, পঞ্চগ্রাম।
রচিত উপন্যাস:
-
চৈতালি ঘূর্ণি
-
ধাত্রীদেবতা
-
কালিন্দী
-
কবি
-
হাঁসুলি বাঁকের উপকথা
-
গণদেবতা
-
আরগ্য নিকেতন
-
পঞ্চপুণ্ডলী
-
রাধা

0
Updated: 15 hours ago
রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশ সরকারের কাছ থেকে কোন উপাধিটি পেয়েছিলেন, যা পরে তিনি ত্যাগ করেন?
Created: 1 week ago
A
ব্যারন
B
নাইটহুড
C
লর্ড
D
বাহাদুর
রবীন্দ্রনাথ ঠাকুর ও নাইটহুড
-
৩রা জুন, ১৯১৫ সালে ব্রিটিশ সরকার তাঁকে 'নাইটহুড' বা 'স্যার' উপাধি প্রদান করে।
-
পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড (১৩ এপ্রিল ১৯১৯)-এর প্রতিবাদে ১৯১৯ সালের এপ্রিলে রবীন্দ্রনাথ ঠাকুর এই উপাধি ত্যাগ করেন।
রবীন্দ্রনাথ ঠাকুর
-
জন্ম: ৭ মে ১৮৬১ (২৫ বৈশাখ ১২৬৮ বঙ্গাব্দ), কলকাতা, জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবার
-
মাত্র ৮ বছর বয়সে লিখেছিলেন প্রথম কবিতা হিন্দুমেলার উপহার
-
১৫ বছর বয়সে প্রকাশিত কাব্যগ্রন্থ: বনফুল
-
অর্জন: ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার, এশিয়ার বরেণ্য ব্যক্তিদের মধ্যে প্রথম
-
বাংলা সাহিত্যে ছোটগল্পের জনক হিসেবে পরিচিত
-
গীতিকার ও চিত্রশিল্পী হিসেবেও অবদান অনন্যসাধারণ
-
সাহিত্যকর্মের পরিমাণ:
-
৫৬টি কাব্যগ্রন্থ
-
৪টি গীতিপুস্তক
-
১১৯টি ছোটগল্প
-
৯টি ভ্রমণকাহিনী
-
২৯টি নাটক
-
১৯টি কাব্যনাট্য
-
২২৩২টি গান
-
২ হাজারের বেশি চিত্রাবলি
-
-
মৃত্যু: ৭ আগস্ট ১৯৪১ (২২ শ্রাবণ ১৩৪৮), জোড়াসাঁকোর নিজ বাড়িতে

0
Updated: 1 week ago
যদি X একটি নির্দিষ্ট দিকে চলে, তাহলে নিচের কোনটি সত্য?
Created: 2 weeks ago
A
Y এবং Z ঘড়ির কাঁটার দিকে ঘুরবে
B
Y ঘড়ির কাঁটার দিকে ঘুরবে এবং Z ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে
C
Y ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে এবং Z ঘড়ির কাঁটার দিকে ঘুরবে
D
Y এবং Z বিপরীত ঘড়ির কাঁটার দিকে ঘুরবে
প্রশ্ন: যদি X একটি নির্দিষ্ট দিকে চলে, তাহলে-
সমাধান:
আমরা জানি,
পরস্পর সংযুক্ত দুটি চাকা সমান্তরাল-বেল্ট দ্বারা যুক্ত থাকলে একই দিকে ঘুরবে।
প্রদত্ত চিত্রে X চাকাটি ঘড়ির কাঁটার দিকে ঘুরছে এবং চাকাগুলো সমান্তরাল বেল্ট দ্বারা যুক্ত আছে, তাই Y ও Z চাকাটি ঘড়ির কাঁটার দিকে ঘুরবে।

0
Updated: 2 weeks ago
বাংলা সাহিত্যের প্রথম ঔপন্যাসিক কে?
Created: 1 month ago
A
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
B
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
C
প্যারীচাঁদ মিত্র
D
রবীন্দ্রনাথ ঠাকুর
প্যারীচাঁদ মিত্র
-
প্যারীচাঁদ মিত্র ১৮১৪ সালের ২২ জুলাই কলকাতায় জন্মগ্রহণ করেন।
-
তিনি ছিলেন একজন লেখক, সাংবাদিক, সংস্কৃতিসেবী ও ব্যবসায়ী।
-
তাঁর ছদ্মনাম ছিল ‘টেকচাঁদ ঠাকুর’।
-
১৮২৭ সালে তিনি হিন্দু কলেজে ভর্তি হন এবং খ্যাতনামা শিক্ষক হেনরি ডিরোজিওর তত্ত্বাবধানে শিক্ষা সম্পন্ন করেন।
-
বাংলা উপন্যাস রচনার পথিকৃৎ হিসেবে তিনি সর্বাধিক পরিচিত।
-
তাঁর শ্রেষ্ঠ কীর্তি ‘আলালের ঘরের দুলাল’, যা বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস হিসেবে স্বীকৃত।
-
রচনারীতি ও ভাষাগত দিক থেকে এ উপন্যাস বাংলা সাহিত্যে এক নতুন ধারার সূচনা করে।
-
এজন্য তাঁকে বাংলা সাহিত্যের প্রথম ঔপন্যাসিক এবং সাহিত্যধারার প্রতিষ্ঠাতা পুরুষ বলা হয়।
তাঁর উপন্যাসসমূহ
-
আলালের ঘরের দুলাল
-
আধ্যাত্নিকা
-
অভেদী
তাঁর একমাত্র প্রহসন
-
মদ খাওয়া বড় দায়—জাত থাকার কি উপায়
উৎস:
১) বাংলাপিডিয়া
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 1 month ago