'হাতেম তায়ী' ফররুখ আহমেদ রচিত -
A
উপন্যাস
B
কাহিনী কাব্য
C
গীতি কাব্য
D
কাব্য নাটক
উত্তরের বিবরণ
ফররুখ আহমেদ ছিলেন মুসলিম পুনর্জাগরণবাদী কবি এবং বাংলা সাহিত্যের একজন গুরুত্বপূর্ণ কাব্যিক রচয়িতা। তাঁর সাহিত্যকর্মে কাহিনী কাব্য, শিশুতোষ গ্রন্থ ও সনেট সংকলন সবই গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে।
-
জন্ম ও পরিচয়: ১৯১৮ সালের ১০ জুন মাগুরা জেলার শ্রীপুর থানার মাঝাইল গ্রামে জন্মগ্রহণ।
-
সৃজনশীলতা ও স্বীকৃতি:
-
‘সাত সাগরের মাঝি’ তাঁর প্রথম প্রকাশিত ও শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ।
-
কাহিনী কাব্য 'হাতেম তায়ী' এর জন্য ১৯৬৬ সালে আদমজি পুরস্কার লাভ করেন।
-
শিশুতোষ গ্রন্থ 'পাখির বাসা' এর জন্য ১৯৬৬ সালে ইউনেস্কো পুরস্কার লাভ করেন।
-
রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ:
-
সাত সাগরের মাঝি
-
সিরাজাম মুনীরা
-
নৌফেল ও হাতেম (কাব্য নাটক)
-
মুহূর্তের কবিতা (সনেট সংকলন, ১৯৬৩)
-
সিন্দাবাদ
-
হাতেমতায়ী (কাহিনী কাব্য)
-
নতুন লেখা
-
হাবেদা মরুরকাহিনী
অন্যান্য রচনা:
-
পাখির বাসা (শিশুতোষ গ্রন্থ, ১৯৬৫)

0
Updated: 15 hours ago
'বহিপীর' সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত একটি-
Created: 1 week ago
A
রূপক নাটক
B
ঐতিহাসিক নাটক
C
সামাজিক নাটক
D
মনস্তাত্ত্বিক নাটক
‘বহিপীর’ নাটকটি সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত একটি সামাজিক নাটক এবং আধুনিক বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ রচনা। এটি ১৯৫৫ সালে রচিত এবং ১৯৬৫ সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়। নাটকটি বহিপীরের সর্বগ্রাসী স্বার্থ এবং নতুন দিনের প্রতীক হিসেবে এক বালিকার বিদ্রোহের কাহিনীকে কেন্দ্র করে গড়ে উঠেছে।
-
নাটকের নামকরণ মূল চরিত্র বহিপীর এর নামে, যিনি ধর্মকে ভণ্ডভাবে নিজের স্বার্থসিদ্ধিতে ব্যবহার করেন।
-
উল্লেখযোগ্য চরিত্রসমূহ:
-
বহিপীর
-
তাহেরা
-
হাতেম
-
আমেনা
-
হাশেম
-
উৎস:

0
Updated: 1 week ago
রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার কবি হচ্ছেন -
Created: 1 week ago
A
গোবিন্দদাস
B
কোরেশী মাগন ঠাকুর
C
বিদ্যাপতি
D
ভারতচন্দ্র রায়গুণাকর
রোমান্টিক প্রণয়োপাখ্যান মূলত মুসলিম চরিত্রনির্ভর এবং প্রণয়সংক্রান্ত বিষয়বস্তু নিয়ে রচিত সাহিত্যকর্ম। এটি মধ্যযুগের অনুবাদ সাহিত্য ধারার অন্তর্ভুক্ত, যেখানে মুসলিম সাহিত্যিকরা বিভিন্ন কাহিনি বাংলায় অনুবাদ ও রূপান্তর করে।
এই ধারার প্রধান কবিগণ—
-
শাহ মুহম্মদ সগীর
-
সৈয়দ সুলতান
-
আবদুল হাকিম
-
আলাওল
-
কোরেশী মাগন ঠাকুর প্রমুখ
অন্যদিকে, বাংলা সাহিত্যে—
-
বৈষ্ণব পদাবলির প্রধান কবি: গোবিন্দদাস, বিদ্যাপতি
-
মঙ্গলকাব্যের প্রধান কবি: ভারতচন্দ্র রায়গুণাকর
উৎস:

0
Updated: 1 week ago
'পাঁচটি বছর' - এখানে 'পাঁচটি' কোন পদ?
Created: 1 week ago
A
বিশেষ্য
B
বিশেষণ
C
অব্যয়
D
ক্রিয়াবিশেষণ
• 'পাঁচটি বছর' - এখানে 'পাঁচটি' সংখ্যাবাচক বিশেষণ পদ।
• নাম বিশেষণ:
- যে বিশেষণ পদ কোনো বিশেষ্য বা সর্বনাম পদকে বিশেষিত করে, তাকে নাম বিশেষণ বলে।
নাম বিশেষণের প্রকারভেদ:
ক. রূপবাচক: নীল আকাশ, সবুজ মাঠ, কালো মেঘ।
খ. গুণবাচক: চৌকস লোক, দক্ষ কারিগর, ঠাণ্ডা হাওয়া।
গ. অবস্থাবাচক: তাজা মাছ, রোগা ছেলে, খোঁড়া পা।
ঘ. সংখ্যাবাচক: হাজার লোক, দশ দশা, শ টাকা।
ঙ. ক্রমবাচক: দশম শ্রেণি, সত্তর পৃষ্ঠা, প্রথমা কন্যা।
চ. পরিমাণবাচক: বিঘাটেক জমি, পাঁচ শতাংশ ভূমি, হাজার টনী জাহাজ, এক কেজি চাল, দু কিলোমিটার রাস্তা।
ছ. অংশবাচক: অর্ধেক সম্পত্তি, ষোল আনা দখল, সিকি পথ।
জ. উপাদানবাচক: বেলে মাটি, মেটে কলসি, পাথুরে মূর্তি।
ঝ. প্রশ্নবাচক: কতদূর পথ? কেমন অবস্থা?
ঞ. নির্দিষ্টতাজ্ঞাপক: এই লোক, সেই ছেলে, ছাব্বিশে মার্চ।

0
Updated: 1 week ago