'কাঁদো নদী কাঁদো' উপন্যাসের রচয়িতা কে?
A
জহির রায়হান
B
সৈয়দ ওয়ালীউল্লাহ
C
মানিক বন্দ্যোপাধ্যায়
D
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
উত্তরের বিবরণ
সৈয়দ ওয়ালীউল্লাহ ছিলেন আধুনিক বাংলা সাহিত্যের একজন প্রখ্যাত উপন্যাসিক, নাট্যকার ও গল্পকার, যিনি সমাজ ও মানুষের মানসিকতার সূক্ষ্ম চিত্রায়ণ করেছেন।
-
জন্ম ও পৈতৃক পরিচয়: ১৯২২ সালের ১৫ আগস্ট চট্টগ্রামের ষোলশহরে সৈয়দ বাড়িতে জন্মগ্রহণ করেন; পিতা সৈয়দ আহমদ উল্লাহ, একজন সরকারি কর্মকর্তা।
-
ব্যক্তিগত জীবন: ফরাসি নাগরিক এ্যান মেরির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
-
উপন্যাস অনুবাদ: মিসেস মেরি তাঁর প্রথম উপন্যাস 'লালসালু' ফরাসি ভাষায় অনুবাদ করেন; পরবর্তীতে এটি ইংরেজিতে 'Tree Without Roots' নামে অনূদিত হয়।
উপন্যাস:
-
লালসালু
-
চাঁদের অমাবস্যা
-
কাঁদো নদী কাঁদো
নাটক:
-
বহিপীর
-
তরঙ্গভঙ্গ
-
সুড়ঙ্গ
গল্পগ্রন্থ:
-
নয়নচারা
-
দুই তীর ও অন্যান্য গল্প

0
Updated: 16 hours ago
'দুর্গেশনন্দিনী' উপন্যাস কত সালে প্রথম প্রকাশিত হয়?
Created: 6 days ago
A
১৮৬১ সালে
B
১৮৬২ সালে
C
১৮৬৩ সালে
D
১৮৬৫ সালে
দুর্গেশনন্দিনী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম বাংলা উপন্যাস, যার শব্দের অর্থ প্রধানের কন্যা। এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস হিসেবে বিবেচিত এবং ১৮৬৫ খ্রিষ্টাব্দে প্রকাশিত হয়। উপন্যাসের কেন্দ্রীয় নারী চরিত্র হলো তিলোত্তমা।
-
উল্লেখযোগ্য চরিত্রসমূহ:
-
বীরেন্দ্র সিংহ
-
ওসমান
-
জগৎসিংহ
-
তিলোত্তমা
-
আয়েশা
-
বিমলা
-

0
Updated: 6 days ago
'বহিপীর' সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত একটি-
Created: 1 week ago
A
রূপক নাটক
B
ঐতিহাসিক নাটক
C
সামাজিক নাটক
D
মনস্তাত্ত্বিক নাটক
‘বহিপীর’ নাটকটি সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত একটি সামাজিক নাটক এবং আধুনিক বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ রচনা। এটি ১৯৫৫ সালে রচিত এবং ১৯৬৫ সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়। নাটকটি বহিপীরের সর্বগ্রাসী স্বার্থ এবং নতুন দিনের প্রতীক হিসেবে এক বালিকার বিদ্রোহের কাহিনীকে কেন্দ্র করে গড়ে উঠেছে।
-
নাটকের নামকরণ মূল চরিত্র বহিপীর এর নামে, যিনি ধর্মকে ভণ্ডভাবে নিজের স্বার্থসিদ্ধিতে ব্যবহার করেন।
-
উল্লেখযোগ্য চরিত্রসমূহ:
-
বহিপীর
-
তাহেরা
-
হাতেম
-
আমেনা
-
হাশেম
-
উৎস:

0
Updated: 1 week ago
'Translate' শব্দের বাংলা পরিভাষা কোনটি?
Created: 4 weeks ago
A
পারিভাষিক
B
দোভাষী
C
অনুবাদক
D
অনুবাদ করা
কিছু গুরুত্বপূর্ণ পরিভাষা
ইংরেজি শব্দ | বাংলা পারিভাষিক অর্থ |
---|---|
Translate | অনুবাদ করা |
Technical | পারিভাষিক |
Interpreter | দোভাষী |
Translator | অনুবাদক |
উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা ও অভিগম্য অভিধান

0
Updated: 4 weeks ago