'বৈকুণ্ঠের উইল' উপন্যাস কে রচনা করেছেন?
A
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
B
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
C
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
D
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
উত্তরের বিবরণ
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন বাংলা সাহিত্যের একজন প্রখ্যাত ঔপন্যাসিক ও চিত্রশিল্পী, যিনি সমকালীন সমাজ ও মানুষের জীবনের সূক্ষ্ম দিকগুলো তাঁর রচনায় ফুটিয়ে তুলেছেন। সাহিত্য ও চিত্রকর্মে অসাধারণ অবদানের জন্য তিনি বিভিন্ন সম্মাননা লাভ করেছেন।
-
জন্ম ও মৃত্যু: ১৮৭৬ সালের ১৫ সেপ্টেম্বর হুগলি জেলার দেবানন্দপুরে জন্মগ্রহণ করেন। ১৯৩৮ সালের ১৬ জানুয়ারি কলকাতায় মৃত্যুবরণ করেন।
-
চিত্রকর্ম: বার্মায় বসবাসকালে তাঁর অঙ্কিত ‘মহাশ্বেতা’ অয়েল পেইন্টিং একটি বিখ্যাত চিত্রকর্ম হিসেবে খ্যাত।
-
সন্মাননা ও পুরস্কার: সাহিত্যকর্মে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি কুন্তলীন পুরস্কার (১৯০৩), জগত্তারিণী স্বর্ণপদক (১৯২৩), বঙ্গীয় সাহিত্য পরিষদের সদস্যপদ (১৯৩৪) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিলিট উপাধি (১৯৩৬) লাভ করেন।
উপন্যাস:
-
বড়দিদি
-
বিন্দুর ছেলে ও অন্যান্য
-
পরিণীতা
-
বৈকুণ্ঠের উইল
-
পল্লীসমাজ
-
দেবদাস
-
চরিত্রহীন
-
নিষ্কৃতি
-
শ্রীকান্ত (৪ খন্ড)
-
দত্তা
-
গৃহদাহ
-
রামের সুমতি
-
বিরাজবৌ
-
দেনা-পাওনা
-
পথের দাবী
-
শেষ প্রশ্ন

0
Updated: 16 hours ago
'বায়ু' শব্দের প্রতিশব্দ নয় কোনটি?
Created: 2 weeks ago
A
অনিল
B
পবন
C
অগ্নিসখ
D
কৃশানু
‘বায়ু’ শব্দের প্রতিশব্দ হলো—
-
বাতাস
-
অনিল
-
পবন
-
হাওয়া
-
সমীর
-
সমীরণ
-
বায়
-
বাত
-
মলয়
-
মরুৎ
-
প্রভঞ্জন
-
মারুত
-
অগ্নিসখ
-
বহ্নিসখ
-
জগতায়ু
-
জগৎপ্রাণ
-
জগদ্বল
-
গন্ধবহ
-
গন্ধবাহ
-
শব্দবহ
-
সদাগতি
-
প্রবমান
-
নভঃশ্বাস
-
বাভাস ইত্যাদি
উল্লেখ্য, ‘কৃশানু’ বায়ু শব্দের প্রতিশব্দ নয়।
‘অগ্নি’ শব্দের প্রতিশব্দ হলো—
-
অনল
-
বহ্নি
-
পাবক
-
হুতাশন
-
বৈশ্বানর
-
জ্বলন
-
কৃশানু
-
শিখাবৎ
-
শিখিন
-
বায়ুসখা
-
হুতভুক
-
শুচি
-
পিঙল
-
বিশ্বপা
-
হিমারাতি
-
বায়ুসখ
-
অনিলসখ
-
জগন্নু
-
সর্বভুক ইত্যাদি
সূত্র:

0
Updated: 2 weeks ago
হাসানের ব্যবহৃত লিভার যন্ত্রের যান্ত্রিক সুবিধা ৩.৫। এটি দিয়ে সে ২৮ নিউটন বল প্রয়োগ করে কতটুকু ভার তুলতে পারবে?
Created: 2 weeks ago
A
৮৬ নিউটন
B
১০৬ নিউটন
C
১১৮ নিউটন
D
৯৮ নিউটন
প্রশ্ন: “হাসানের ব্যবহৃত লিভার যন্ত্রের যান্ত্রিক সুবিধা ৩.৫। এটি দিয়ে সে ২৮ নিউটন বল প্রয়োগ করে কতটুকু ভার তুলতে পারবে?”
সমাধান:
আমরা জানি, লিভারের যান্ত্রিক সুবিধা (Mechanical Advantage) নির্ধারণ হয়—
প্রদত্ত:
-
যান্ত্রিক সুবিধা = ৩.৫
-
প্রযুক্ত বল = ২৮ নিউটন
প্রশ্নমতে:
∴ ২৮ নিউটন বল প্রয়োগ করে লিভার যন্ত্র ৯৮ নিউটন ভার তুলতে পারবে।

0
Updated: 2 weeks ago
মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?
Created: 1 month ago
A
ক্রীতদাসের হাসি
B
মাটি আর অশ্রু
C
হাঙর নদী গ্রেনেড
D
সারেং বউ
হাঙর নদী গ্রেনেড (উপন্যাস)
সেলিনা হোসেনের লেখা ‘হাঙর নদী গ্রেনেড’ মুক্তিযুদ্ধভিত্তিক একটি আবেগঘন ও প্রতিবাদী উপন্যাস। গল্পটি হলদী গ্রামের এক বয়স্ক নারীর জীবনকে কেন্দ্র করে গড়া। এই মা নিজের সন্তানদের মুক্তিযুদ্ধে অংশ নিতে উৎসাহিত করেন এবং একদিকে মুক্তিযোদ্ধাদের রক্ষা করার জন্য নিজের মানসিক প্রতিবন্ধী ছেলে পাকিস্তানি সেনাদের হাতে দেন।
উপন্যাসে মা ও দেশের জন্য তার আত্মত্যাগের মহিমা ফুটে ওঠে। এছাড়া, উপন্যাসে বর্ণিত গ্রামটি যেন মুক্তিযুদ্ধের প্রতীকী বাংলাদেশ হিসেবে উপস্থিত হয়।
উৎস: সেলিনা হোসেন, হাঙর নদী গ্রেনেড, সাহিত্য প্রকাশন, বাংলাদেশ।

0
Updated: 1 month ago