কোন যতিচিহ্নের থামার প্রয়োজন নেই?
A
প্রশ্নবোধক চিহ্ন
B
হাইফেন
C
পূর্ণচ্ছেদ
D
কোলন
উত্তরের বিবরণ
নিচের যতিচিহ্নগুলোর থামার প্রয়োজন নেই:
-
হাইফেন
-
ইলেক বা লোপ চিহ্ন
-
ব্র্যাকেট
অন্যদিকে, যে যতিচিহ্নগুলোতে প্রায় এক সেকেন্ডের বিরাম প্রয়োজন:
-
দাঁড়ি বা পূর্ণচ্ছেদ
-
প্রশ্নবোধক চিহ্ন
-
বিস্ময় চিহ্ন
-
কোলন
-
কোলন-ড্যাস
-
ড্যাস

0
Updated: 16 hours ago
"চাষিরা ধারালো কাস্তে দিয়ে ধান কাটছে।" - নিম্নরেখ অংশটুকু কোন কারক?
Created: 1 month ago
A
কর্মকারক
B
করণ কারণ
C
সম্বন্ধ কারক
D
অপাদান কারক
করণ কারক
-
সংজ্ঞা: যে উপায়ে বা যার দ্বারা কর্তা কোনো ক্রিয়া সম্পাদন করে, তাকে করণ কারক বলে।
-
চিহ্নিত করা হয় সাধারণত “দ্বারা, দিয়ে, কর্তৃক” ইত্যাদি অনুসর্গ দ্বারা।
উদাহরণ:
-
ভেড়া দিয়ে চাষ করা সম্ভব নয়।
-
চাষিরা ধারালো কাস্তে দিয়ে ধান কাটছে।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)

0
Updated: 1 month ago
নিচের কোনটি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধি?
Created: 3 weeks ago
A
ষোড়শ
B
তন্বী
C
নায়ক
D
পবিত্র
নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধি:
কতগুলো সন্ধি কোন নিয়ম অনুসারে হয় না, সেগুলোকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে।
নিচে কয়েকটি নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ হলো:
- আ + চর্য = আশ্চর্য,
- গো + পদ = গোষ্পদ,
- আ + পদ = আস্পদ,
- পর + পর = পরস্পর,
- ষট্ + দশ = ষোড়শ,
- এক + দশ = একাদশ,
- হরি + চন্দ্র = হরিশ্চন্দ্র,
- পতৎ + অঞ্জলি = পতঞ্জলি ইত্যাদি।
অন্যদিকে,
- তন্বী = তনু + ঈ
- নায়ক =নৈ+ অক,
- পবিত্র = পো + ইত্র।
- শব্দগুলো স্বরসন্ধির উদাহরণ।

0
Updated: 3 weeks ago
কোনটি সন্ধি বিষয়ক অশুদ্ধি?
Created: 17 hours ago
A
বাগেশ্বরী
B
বিপদুদ্ধার
C
অদ্যাবধি
D
পৃথগন্ন
সন্ধি বিষয়ক অশুদ্ধ শব্দ হলো বাগেশ্বরী, যার শুদ্ধ রূপ বাগীশ্বরী। এর সন্ধিবিচ্ছেদ হলো বাক্ + ঈশ্বরী, অর্থাৎ বাক্যের অধিষ্ঠাত্রী দেবী বা বাগদেবী।
অন্যদিকে নিচের শব্দগুলোর প্রয়োগ শুদ্ধ—
-
পৃথগন্ন
-
অদ্যাবধি
-
বিপদুদ্ধার

0
Updated: 17 hours ago