কোনটি প্রান্তিক বিরাম চিহ্ন?
A
ড্যাস
B
কোলন
C
কমা
D
বিস্ময় চিহ্ন
উত্তরের বিবরণ
যতিচিহ্ন হলো সেই সাংকেতিক চিহ্ন যা বাক্যের অর্থ স্পষ্ট করতে বাক্যের মধ্যে বা শেষে ব্যবহৃত হয়। এটিকে ছেদ চিহ্ন বা বিরামচিহ্ন নামেও ডাকা হয়।
বাক্যে অবস্থান অনুযায়ী যতিচিহ্নকে দুটি ভাগে বিভক্ত করা যায়—
প্রান্তিক বিরামচিহ্ন:
-
দাঁড়ি, প্রশ্নবোধক চিহ্ন, বিস্ময় চিহ্ন ইত্যাদি।
বাক্যান্তর্গত বিরামচিহ্ন:
-
কমা, সেমিকোলন, ড্যাস, হাইফেন ইত্যাদি।

0
Updated: 16 hours ago
‘বীণাপাণি’ সমস্তপদটি কোন সমাস?
Created: 1 month ago
A
ব্যধিকরণে বহুব্রীহি
B
ব্যতিহার বহুব্রীহি
C
মধ্যপদলোপী বহুব্রীহি
D
অলুক বহুব্রীহি
যে বহুব্রীহি সমাসে সমস্যমান পদের দুটিই বিশেষ্যপদ হয়, তাকে বলে ব্যাধিকরণ বহুব্রীহি সমাস। যেমন - বীণা পানিতে যার = বীণাপাণি আশীতে (দাঁতে) বিষ যার = আশীবিষ।

0
Updated: 1 month ago
ভাবের সার্থক ও সুসঙ্গত প্রসারণই –
Created: 1 month ago
A
ভাবসম্প্রসারণ
B
গবেষণাপত্র
C
প্রতিবেদন
D
সারসংক্ষেপ
ভাবসম্প্রসারণ হলো একটি প্রদত্ত বক্তব্য, প্রবাদ বা কবিতার লাইনকে নিজস্ব ভাষায় সার্থক ও সুসঙ্গতভাবে বিস্তার করা।
-
এতে মূল ভাবকে অক্ষুণ্ণ রেখে তার ব্যাখ্যা, উদাহরণ, প্রাসঙ্গিক ঘটনা ও বিশ্লেষণ যোগ করে লেখা প্রসারিত করা হয়।
-
গবেষণাপত্র, প্রতিবেদন বা সারসংক্ষেপ—এসব আলাদা ধরনের রচনা। এগুলোতে নির্দিষ্ট তথ্য, অনুসন্ধান বা সংক্ষিপ্ত বিবরণ থাকে; কিন্তু “ভাবের সার্থক ও সুসঙ্গত প্রসারণ”-ই বিশেষভাবে ভাবসম্প্রসারণ বোঝায়।
তাই সঠিক উত্তর: ভাবসম্প্রসারণ।

0
Updated: 1 month ago
'নবছিদ্র' শব্দটির উচ্চারণে কয়টি অক্ষর পাওয়া যায়?
Created: 4 weeks ago
A
১টি
B
২টি
C
৩টি
D
৪টি
উত্তর: খ) ৩ টি অক্ষর পাওয়া যায়।
ব্যাখ্যা:• অক্ষর:এর ইংরেজি নাম - syllable. অল্প প্রয়াসে যে ধ্বনি বা ধ্বনিগুচ্ছ একবারে উচ্চারিত হয় তাকে অক্ষর বলে। তাই একে শব্দাংশ ও বলা হয়।
অক্ষর মূলত দুই প্রকার।যথা-- মুক্তাক্ষর: টানা যাবে না (যেমন- ক/লা)- বদ্ধাক্ষর: টানা যাবে (যেমন- দিন, রাত)
যেমন: 'বিশ্ববিদ্যালয়' শব্দে ৫টি অক্ষর রয়েছে (বি + শ্ব + বি + দ্যা + লয়)।
'নবছিদ্র' শব্দের উচ্চারণ হল: নবোছিদ্রো।
'নবছিদ্র' শব্দটির উচ্চারণ বিশ্লেষণ:- নবো (প্রথম অক্ষর);- ছিদ্ (দ্বিতীয় অক্ষর);- রো (তৃতীয় অক্ষর)।
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান; বাংলা কবিতার ছন্দ বিশ্লেষণ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 4 weeks ago