কোন দেশটি স্ক্যানডিনেভিয়ার অন্তর্ভুক্ত নয়?
A
ডেনমার্ক
B
ফিনল্যান্ড
C
নেদারল্যান্ডস
D
যুক্তরাষ্ট্র
উত্তরের বিবরণ
স্ক্যান্ডিনেভিয়ার অন্তর্ভুক্ত নয় যে দেশটি, তা হলো: নেদারল্যান্ডস।
স্ক্যান্ডিনেভিয়া সাধারণত ডেনমার্ক, নরওয়ে, এবং সুইডেনকে বোঝায়, এবং কখনও ফিনল্যান্ডকেও এর সাথে অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু নেদারল্যান্ডস ইউরোপের পশ্চিমাংশে অবস্থিত এবং স্ক্যান্ডিনেভিয়ার অংশ নয়।
আর যুক্তরাষ্ট্র তো স্পষ্টই ইউরোপের বাইরে, তাই সেটাও স্ক্যান্ডিনেভিয়ার অন্তর্ভুক্ত নয়।
তবে প্রশ্নে স্ক্যান্ডিনেভিয়ার অংশ নয় এমন এক দেশ চাওয়া হয়েছে, সেটি হলো নেদারল্যান্ডস।
0
Updated: 3 months ago
'The lady with the Lamp' নামে পরিচিত-
Created: 1 month ago
A
হেলেন কেলার
B
ফ্লোরেন্স নাইটিঙ্গেল
C
মাদার তেরেসা
D
সরােজিনী নাইডু
ফ্লোরেন্স নাইটিঙ্গেল ছিলেন আধুনিক নার্সিং সেবার অগ্রদূত এবং ইংল্যান্ডের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
তিনি ১৮২০ সালের ১২ মে ইতালির ফ্লোরেন্সে জন্মগ্রহণ করেন এবং লন্ডনে ১৯১০ সালের ১৩ আগস্ট মৃত্যুবরণ করেন। তিনি Lady with the Lamp নামে পরিচিত।
-
ফ্লোরেন্স নাইটিঙ্গেল ইতালীয় নাগরিক ছিলেন।
-
১৮৬০ সালে তিনি লন্ডনের সেন্ট থমাস হাসপাতালে নাইটিঙ্গেল ট্রেনিং স্কুল প্রতিষ্ঠা করেন, যা বর্তমানে ফ্লোরেন্স নাইটিঙ্গেল স্কুল অব নার্সিং নামে পরিচিত।
-
তিনি ক্রিমিয়ার যুদ্ধে (১৮৫৩–১৮৫৬) আহত সৈন্যদের চিকিৎসা সেবায় অসামান্য অবদান রাখেন, দিনে কাজ করে রাতের বেলায় চিকিৎসা প্রদান করতেন।
-
এই অসাধারণ চিকিৎসা সেবার জন্য তাকে ‘লেডি উইথ দ্য ল্যাম্প’ নামে সম্মানিত করা হয়।
-
১৮৮৩ সালে রানি ভিক্টোরিয়া তাকে ‘রয়েল রেডক্রস’ পদক প্রদান করেন।
-
১৯০৭ সালে তিনি প্রথম নারী হিসেবে ‘অর্ডার অব মেরিট’ খেতাব লাভ করেন।
-
১৯০৮ সালে লন্ডন নগরী তাকে ‘অনারারি ফ্রিডম’ উপাধি প্রদান করে।
0
Updated: 1 month ago
'গ্রিনপিস' যাত্রা শুরু করে -
Created: 2 months ago
A
১৯৪৫
B
২০১১
C
২০১৩
D
১৯৭১
গ্রিনপিস (Greenpeace)
গ্রিনপিস একটি আন্তর্জাতিক পরিবেশবাদী সংস্থা, যা ১৯৭১ সালে কানাডার ভ্যাঙ্কুভার, ব্রিটিশ কলম্বিয়ায় প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এর সদর দফতর আমস্টারডাম, নেদারল্যান্ডসে অবস্থিত।
সংক্ষিপ্ত ইতিহাস:
-
১৯৬৯ সালে পারমাণবিক শক্তি এবং পারমাণবিক বোমার পরীক্ষা রোধ করার উদ্দেশ্যে "Don’t Make a Wave Committee" গঠন করা হয়।
-
১৯৭১ সালে এই কমিটি ‘গ্রিনপিস’ নামে পরিচিত হয়।
উদ্দেশ্য:
গ্রিনপিস মূলত পৃথিবীর পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা, বন্য পরিবেশ ধ্বংস রোধ, গ্লোবাল ওয়ার্মিং কমানো, অতিরিক্ত মৎস্য শিকার ও বানিজ্যিক তিমি শিকার বন্ধ এবং পারমাণবিক শক্তির ব্যবহার নিয়ন্ত্রণে কাজ করে।
বিশ্বব্যাপী কার্যক্রম:
গ্রিনপিসের কার্যক্রম ইউরোপ, আমেরিকা, আফ্রিকা, এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বিস্তৃত। এটি ৫৫টিরও বেশি দেশে ২৫টি স্বাধীন জাতীয় ও আঞ্চলিক সংস্থা এবং একটি সমন্বয়কারী সংস্থা, Greenpeace International-এর মাধ্যমে পরিচালিত হয়।
উৎস: Greenpeace International ওয়েবসাইট।
0
Updated: 2 months ago
নিম্নের কোন কার্যক্রমের সাথে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যুক্ত?
Created: 1 month ago
A
প্রাণীদের প্রতি নিষ্ঠুরতা রোধ
B
পরিবেশ সংরক্ষণ
C
মানবাধিকার সংরক্ষণ
D
ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণ
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একটি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন, যার মূল কার্যালয় যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত। সংস্থাটি প্রতিষ্ঠিত হয় ১৯৬১ সালে এবং মানবাধিকার রক্ষার জন্য কাজ করে আসছে।
এ সংস্থার বর্তমান মহাসচিব হলেন ফরাসি নাগরিক অ্যাগনেস ক্যালামার্ড, যিনি ২০২১ সালে এই পদে নিযুক্ত হন। মানবাধিকারের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ১৯৭৭ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।
উৎস: Amnesty International-এর সরকারি ওয়েবসাইট
0
Updated: 1 month ago