একাধিক বাক্যের মধ্যে অর্থের নিকট-সম্বন্ধ থাকলে কোন বিরাম চিহ্ন বসবে?
A
সেমিকোলন
B
কোলন
C
হাইফেন
D
কমা
উত্তরের বিবরণ
সেমিকোলন-চিহ্ন ( ; ) হলো বাক্যের মধ্যে ব্যবহৃত একটি বিশেষ চিহ্ন, যা একাধিক বাক্যের মধ্যে অর্থের ঘনিষ্ঠ সম্পর্ক প্রকাশ করতে ব্যবহৃত হয়। এটি ব্যবহার করা হয় যখন মনোভাব বা ভাব প্রকাশের জন্য একটি বাক্য শেষ করে পরবর্তী সম্পর্কিত বাক্য শুরু করতে কমার চেয়ে বেশি বিরাম প্রয়োজন হয়।
ব্যবহারের মূল দিকগুলো—
-
বাক্যান্তর্গত চিহ্ন হিসেবে ব্যবহৃত হয়।
-
একাধিক বাক্যের মধ্যে অর্থের নিকট-সম্বন্ধ থাকলে সেগুলিকে আলাদা করতে সেমিকোলন বসানো হয়।
-
কমার থেকে বেশি বিরাম দিতে চাইলে সেমিকোলন ব্যবহার করা হয়।
উদাহরণ:
-
কোন বইয়ের সমালোচনা করা সহজ; কিন্তু বই লেখা অত সহজ না।

0
Updated: 16 hours ago
শিরোনামের প্রধান অংশ কোনটি?
Created: 2 months ago
A
ডাকটিকিট
B
পোস্টাল কোড
C
প্রেরকের ঠিকানা
D
প্রাপকের ঠিকানা
শিরোনামের প্রধান অংশ হচ্ছে প্রাপকের নাম ঠিকানা। সাধারণত একটি ব্যক্তিগত চিঠিতে ছয়টি অংশ বিদ্যমান থাকে। যথা: ১. মঙ্গল সূচক শব্দ। ২. স্থান ও তারিখ। ৩. সম্বোধন ও সম্ভাষণ। ৪. চিঠির বক্তব্য। ৫. লেখকের স্বাক্ষর, বিদায় সম্ভাষণ। ৬. শিরোনাম- প্রেরক ও প্রাপকের নাম ঠিকানা।

0
Updated: 2 months ago
নিচের কোন বানানটি শুদ্ধ?
Created: 1 week ago
A
অভ্যন্তরীন
B
আভ্যন্তরীন
C
অভ্যন্তরীণ
D
আভ্যন্তরীণ
শুদ্ধ বানান: অভ্যন্তরীণ
-
এটি একটি বিশেষণ পদ।
-
শব্দটি সংস্কৃত উৎসের।
অর্থ:
-
মধ্যবর্তী; অভ্যন্তরে আছে এমন।

0
Updated: 1 week ago
হাইফেন কোথায় বসে?
Created: 2 weeks ago
A
দুই বাক্যের সংযোগ দেখাতে।
B
দুই শব্দের সংযোগ দেখাতে।
C
বাক্যে উদ্ধৃতি প্রয়োগ করতে।
D
উক্তি বা প্রত্যুক্তি বোঝাতে।
হাইফেন চিহ্ন দিয়ে পাশাপাশি দুই বা ততোধিক শব্দকে জোড়া লাগানো হয়। যেমন : উত্তর-পশ্চিম কোণে ঝড়ের কালো মেঘ দেখা যাচ্ছে। ২. সমাসবদ্ধ পদের সব সমস্যমান পদের অর্থ প্রাধান্য পেলে, তাদের মধ্যে হাইফেন বসে।

0
Updated: 2 weeks ago