'অম্ল' এর বিপরীতার্থক শব্দ -
A
অ্যাসিড
B
অম্বল
C
মধুর
D
কৃত্রিম
উত্তরের বিবরণ
‘অম্ল’ শব্দের বিপরীতার্থক শব্দ হলো ‘মধুর’।
‘অম্ল’ শব্দের অর্থ হলো অম্বল, টক ব্যঞ্জন, রোগবিশেষ, অ্যাসিড, বা টকস্বাদযুক্ত কিছু বোঝানো। অন্যদিকে, ‘মধুর’ শব্দের অর্থ অত্যন্ত মিষ্ট বা প্রীতিকর, যা স্বাদে ও অনুভূতিতে মনোরম।
অন্যদিকে—
-
অকৃত্রিম এর বিপরীতার্থক শব্দ হলো কৃত্রিম।

0
Updated: 16 hours ago
নিয়ম অনুসারে সন্ধি হয় না কোনটির?
Created: 4 days ago
A
পাবক
B
শাবক
C
কুলটা
D
গায়ক
নিয়ম অনুসারে সন্ধি হয় না কুলটা। যে সকল ব্যঞ্জনসন্ধি কোনো নিয়ম না মেনে, বরং নিয়মের ব্যতিক্রম করে সন্ধি হয়, তাদেরকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে। যেমন, ‘পতৎ + অঞ্জলি’, এখানে অঘোষ অল্পপ্রাণ ধ্বনি ‘ত’ এর সঙ্গে স্বরধ্বনি ‘অ’ এর সন্ধি হয়েছে। সুতরাং, সন্ধির নিয়ম অনুসারে ‘ত’ এর জায়গায় ‘দ’ হওয়ার কথা। তার বদলে একটি ‘ত’ লোপ পেয়ে হয়েছে ‘পতঞ্জলি’। এরকম-নিপাতনে সিদ্ধ সন্ধি: আ + চর্য = আশ্চর্য, গো +পদ = গোষ্পদ, বন + পতি=বনস্পতি, বৃহৎ + পতি =বৃহস্পতি, তৎ + কর =তস্কর।

0
Updated: 4 days ago
‘গুণহীনের ব্যর্থ আস্ফালন’- অর্থটি কোন প্রবাদে ব্যক্ত হয়েছে?
Created: 1 month ago
A
কানা ছেলের নাম পদ্মলোচন
B
ঘুঘু দেখেছ ফাঁদ দেখনি
C
অসারের তর্জন-গর্জন সার
D
আসলে মুঘল নেই, ঢেঁকি ঘরে চাঁদোয়া
ক্ষমতাহীন ব্যক্তি সাধারণত আস্ফালন বেশী করে। এটা আসলে তার অনেক ক্ষমতা আছে এটা বুঝানোর ই একটা প্রচেষ্টা মাত্র।

0
Updated: 1 month ago
কোন বানানটি সঠিক নয়?
Created: 1 week ago
A
ঘণ্টা
B
লুণ্ঠন
C
কণ্টক
D
অর্পন
‘অর্পন’ শব্দটি বানান অনুযায়ী অশুদ্ধ, এর শুদ্ধ বানান হলো অর্পণ।
ণ-ত্ব বিধান অনুযায়ী—
-
ট–বর্গীয় ধ্বনির আগে তৎসম শব্দে সবসময় মূর্ধন্য ‘ণ’ যুক্ত হয়।
যেমন—-
ঘণ্টা
-
লুণ্ঠন
-
কাণ্ড
-
কণ্টক
-
পাণ্ডব
-
কণ্ঠ
-
-
ঋ, র, ষ এর পরে যদি স্বরধ্বনি, ষ, য়, ব, হ, ং এবং ‘ক’ বা ‘প’ বর্গীয় ধ্বনি থাকে, তবে পরবর্তীতে ‘ন’ হয়ে যায় ‘ণ’।
যেমন—-
কৃপণ
-
হরিণ
-
অর্পণ
-
লক্ষণ
-
(উৎস:

0
Updated: 1 week ago