কোনটি সন্ধি বিষয়ক অশুদ্ধি?
A
বাগেশ্বরী
B
বিপদুদ্ধার
C
অদ্যাবধি
D
পৃথগন্ন
উত্তরের বিবরণ
সন্ধি বিষয়ক অশুদ্ধ শব্দ হলো বাগেশ্বরী, যার শুদ্ধ রূপ বাগীশ্বরী। এর সন্ধিবিচ্ছেদ হলো বাক্ + ঈশ্বরী, অর্থাৎ বাক্যের অধিষ্ঠাত্রী দেবী বা বাগদেবী।
অন্যদিকে নিচের শব্দগুলোর প্রয়োগ শুদ্ধ—
-
পৃথগন্ন
-
অদ্যাবধি
-
বিপদুদ্ধার

0
Updated: 16 hours ago
শুদ্ধ বাক্য-
Created: 1 week ago
A
তিনি স্বস্ত্রীক ঢাকায় থাকেন।
B
আমি তোমার অপরাধ সম্পর্কে নিঃসন্দেহ।
C
সবিনয় পূর্বক নিবেদন করি।
D
গৃহস্থের খেয়ে বনের মোষ তাড়াতে পারবো না।
শুদ্ধ বাক্য: আমি তোমার অপরাধ সম্পর্কে নিঃসন্দেহ।
কিছু অশুদ্ধ ও শুদ্ধ বাক্যের উদাহরণ:
-
অশুদ্ধ: তিনি স্বস্ত্রীক ঢাকায় থাকেন।
শুদ্ধ: তিনি সস্ত্রীক ঢাকায় থাকেন। -
অশুদ্ধ: সবিনয় পূর্বক নিবেদন করি।
শুদ্ধ: বিনয়পূর্বক নিবেদন করি। -
অশুদ্ধ: গৃহস্থের খেয়ে বনের মোষ তাড়াতে পারবো না।
শুদ্ধ: ঘরের খেয়ে বনের মোষ তাড়াতে পারব না।

0
Updated: 1 week ago
‘যতই পরিশ্রম করবে ততই ফল পাবে”
Created: 1 month ago
A
জটিল বাক্য
B
নির্দেশক বাক্য
C
সরল বাক্য
D
যৌগিক বাক্য
যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্য এবং এক বা একাধিক আশ্রিত বাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয় তাকে জটিল বা মিশ্রবাক্য বলেঃ 'যতই করিবে দান, তত যাবে বেড়ে'।

0
Updated: 1 month ago
নারীকে সম্বোধনের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য হবে?
Created: 1 month ago
A
সুচরিতেষু
B
কল্যাণীয়েষু
C
প্রীতিভোজনেষু
D
শ্রদ্ধাস্পদাসু
পত্রে সম্বোধনরীতি
বাংলা চিঠি লেখার ক্ষেত্রে সম্বোধন নির্বাচনে ভদ্রতা ও সম্পর্কের মর্যাদা বিশেষভাবে খেয়াল রাখা হয়।
নারীর জন্য সম্বোধন
-
শ্রদ্ধাভাজনাসু
-
শ্রদ্ধাস্পদাসু
-
কল্যাণীয়াসু
এগুলো ব্যবহার করা হয় শ্রদ্ধাভাজন, স্নেহভাজন বা সম্মানিত নারীদের উদ্দেশে।
পুরুষ/বন্ধুর জন্য সম্বোধন
-
শ্রদ্ধাভাজনেষু
-
শ্রদ্ধাস্পদেষু
-
সুচরিতেষু
-
প্রীতিভাজন
এগুলো ব্যবহার করা হয় শ্রদ্ধাভাজন পুরুষ, গুরুজন কিংবা আত্মীয়-বন্ধুদের উদ্দেশে।
তথ্যসূত্র: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান

0
Updated: 1 month ago