'কোথায় থাকা হয়।' - এটি কোন বাচ্যের উদাহরণ?
A
কর্মবাচ্য
B
কর্তৃবাচ্য
C
ভাববাচ্য
D
কর্মকর্তৃবাচ্য
উত্তরের বিবরণ
যে বাক্যে কর্ম থাকে না এবং যেখানে ক্রিয়ার অর্থই বিশেষভাবে প্রকাশ পায়, সেই বাক্যকে ভাববাচ্য বলে। এই ধরনের বাক্যে ক্রিয়া কাজের দিকটি প্রকাশ করে, কিন্তু কাজটি কে করছে তা বোঝানো হয় না।
উদাহরণ:
-
আমার খাওয়ানো হলো না।
-
আমাকে এখন যেতে হবে।
-
তোমার দ্বারা এই কাজ হবে না।
-
কোথায় থাকা হয়।

0
Updated: 16 hours ago
‘গুণহীনের ব্যর্থ আস্ফালন’- অর্থটি কোন প্রবাদে ব্যক্ত হয়েছে?
Created: 1 month ago
A
কানা ছেলের নাম পদ্মলোচন
B
ঘুঘু দেখেছ ফাঁদ দেখনি
C
অসারের তর্জন-গর্জন সার
D
আসলে মুঘল নেই, ঢেঁকি ঘরে চাঁদোয়া
ক্ষমতাহীন ব্যক্তি সাধারণত আস্ফালন বেশী করে। এটা আসলে তার অনেক ক্ষমতা আছে এটা বুঝানোর ই একটা প্রচেষ্টা মাত্র।

0
Updated: 1 month ago
‘কমা’ কোথায় বসে?
Created: 16 hours ago
A
কোন অপূর্ণ বাক্যের জন্যv
B
সম্বোধন পদের পরে
C
প্রশ্ন বোঝানোর জন্য
D
বাক্যের মাঝে কোন পদ ব্যাখ্যা করার জন্য
কমা বা পাদচ্ছেদ চিহ্ন (,) অল্পক্ষণ বিরামের জন্য ব্যবহৃত হয়। এটি এমন এক চিহ্ন, যেখানে উচ্চারণের সময় ‘এক’ গণনার সমান সময় বিরতি নিতে হয়। লেখায় স্বল্প বিরাম বা ভাবের সামান্য বিভাজন বোঝাতে এর ব্যবহার করা হয়। নিচে এর কিছু সাধারণ প্রয়োগ দেওয়া হলো—
-
বাক্য পাঠকালে সুস্পষ্টতা বা অর্থ-বিভাগ বোঝানোর জন্য, যেখানে স্বল্প বিরতির প্রয়োজন হয় সেখানে কমা ব্যবহৃত হয়।
যেমন— সুখ চাও, সুখ পাবে পরিশ্রমে। -
পরস্পর সম্পর্কযুক্ত একাধিক বিশেষ্য বা বিশেষণ একসঙ্গে বসলে, শেষ পদটি ছাড়া বাকি সবগুলোর পরে কমা বসানো হয়।
যেমন— সুখ, দুঃখ, আশা, নৈরাশ্য একই মালিকার পুষ্প। -
সম্বোধনের পরে কমা ব্যবহার করা হয়।
যেমন— রশিদ, এদিকে এসো।

0
Updated: 16 hours ago
জিভের সম্মুখ-পশ্চাৎ অবস্থান অনুযায়ী 'ও' এর অবস্থান কোনটি?
Created: 2 months ago
A
মধ্য
B
সম্মুখ
C
পশ্চাৎ
D
নিম্ন মধ্য
• উচ্চারণের সময়ে জিভের উচ্চতা অনুযায়ী, জিভের সম্মুখ-পশ্চাৎ অবস্থান অনুযায়ী এবং ঠোঁটের উন্মুক্তি অনুযায়ী স্বরধ্বনিকে ভাগ করা হয়।
• জিভের সম্মুখ-পশ্চাৎ অবস্থান অনুযায়ী-
সম্মুখ- ই, এ, অ্যা,
মধ্য- আ;
পশ্চাৎ- উ, ও, অ।
• জিভের উচ্চতা অনুযায়ী-
উচ্চ- ই, উ।
উচ্চ-মধ্য- এ, ও।
নিম্ন-মধ্য- অ্যা, অ।
নিম্ন- আ।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম ও দশম শ্রেণি (২০২১-সংস্করণ)।

0
Updated: 2 months ago