গাছের খাদ্য তালিকায় আছে-
A
N, P, K, S ও Zn
B
Na, P, K, S ও Zn
C
N, B, K, S ও Al
D
N, P, K, S ও Al
উত্তরের বিবরণ
গাছের খাদ্য তালিকায় আছে- N, P, K, S ও Zn.
গাছের প্রয়োজনীয় পুষ্টি উপাদানসমূহ
উদ্ভিদের পুষ্টির তালিকায় গুরুত্বপূর্ণভাবে উপস্থিত থাকে—নাইট্রোজেন (N), ফসফরাস (P), পটাশিয়াম (K), সালফার (S), এবং জিঙ্ক (Zn)।
অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান
উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি, শারীরবৃত্তীয় প্রক্রিয়া এবং প্রজননের জন্য যেসব উপাদান অপরিহার্য, সেগুলোর মোট সংখ্যা ১৬টি। এদেরকে সম্মিলিতভাবে "অত্যাবশ্যকীয় উপাদান" বলা হয়।
উপাদানগুলোর প্রয়োজনের পরিমাণ অনুসারে এদের দুই শ্রেণিতে ভাগ করা হয়েছে:
১। ম্যাক্রো উপাদান (Macro Nutrients):
এই শ্রেণির উপাদানগুলো গাছের শরীরে অপেক্ষাকৃত বেশি পরিমাণে প্রয়োজন হয়। মোট ১০টি উপাদান এই দলে অন্তর্ভুক্ত। এগুলো হলো—
-
নাইট্রোজেন (N)
-
ফসফরাস (P)
-
পটাশিয়াম (K)
-
ক্যালসিয়াম (Ca)
-
ম্যাগনেসিয়াম (Mg)
-
সালফার (S)
-
কার্বন (C)
-
হাইড্রোজেন (H)
-
অক্সিজেন (O)
-
লৌহ বা আয়রন (Fe)
নাইট্রোজেন (N)
ফসফরাস (P)
পটাশিয়াম (K)
ক্যালসিয়াম (Ca)
ম্যাগনেসিয়াম (Mg)
সালফার (S)
কার্বন (C)
হাইড্রোজেন (H)
অক্সিজেন (O)
লৌহ বা আয়রন (Fe)
২। মাইক্রো উপাদান (Micro Nutrients):
এই উপাদানগুলো উদ্ভিদের জন্য প্রয়োজন খুবই কম পরিমাণে, তবে তা অপরিহার্য। মোট ৬টি উপাদান এই দলে রয়েছে:
-
জিঙ্ক বা দস্তা (Zn)
-
ম্যাঙ্গানিজ (Mn)
-
মোলিবডেনাম (Mo)
-
বোরন (B)
-
তামা বা কপার (Cu)
-
ক্লোরিন (Cl)
উৎস: নবম-দশম শ্রেণির জীববিজ্ঞান বই
জিঙ্ক বা দস্তা (Zn)
ম্যাঙ্গানিজ (Mn)
মোলিবডেনাম (Mo)
বোরন (B)
তামা বা কপার (Cu)
ক্লোরিন (Cl)

0
Updated: 1 month ago
মানব দেহে সাধারণভাবে ক্রোমোজোম থাকে-
Created: 1 month ago
A
২৫ জোড়া
B
২৪ জোড়া
C
২৩ জোড়া
D
২০ জোড়া
নবদেহে সাধারণত ২৩ জোড়া ক্রোমোজোম থাকে।
-
অর্থাৎ, প্রতিটি মানব কোষে মোট ৪৬টি ক্রোমোজোম আছে।
-
এই ২৩ জোড়ার মধ্যে ২২ জোড়াকে বলা হয় অটোজোম।
-
অটোজোম দেহের বিভিন্ন গঠন এবং জীববৈজ্ঞানিক কার্যকলাপ নিয়ন্ত্রণ করে।
-
লিঙ্গ নির্ধারণে এদের কোনো ভূমিকা নেই।
-
-
বাকি একটি জোড়া ক্রোমোজোমকে বলা হয় সেক্স ক্রোমোজোম বা লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম।
-
এটি নির্ধারণ করে যে সন্তানের লিঙ্গ ছেলে হবে নাকি মেয়ে।
-
লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম জোড়াকে X এবং Y দ্বারা চিহ্নিত করা হয়।
উৎস: জীববিজ্ঞান-২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
-

0
Updated: 1 month ago
বিলিরুবিন তৈরি হয়-
Created: 1 month ago
A
পিত্তথলিতে
B
কিডনীতে
C
প্লীহায়
D
যকৃতে
বিলিরুবিন একটি হলুদ বর্ণের বর্জ্য পদার্থ, যা মূলত যকৃত ও অস্থিমজ্জায় তৈরি হয় এবং পরবর্তীতে প্লীহাতে সঞ্চিত থাকে।
-
প্লীহা, যা যকৃতের অংশ হিসেবে বিবেচিত, বিলিরুবিন উৎপাদনের গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং এটি পরবর্তীতে যকৃতে স্থানান্তরিত হয়ে কনজুগেশনের প্রক্রিয়ার মাধ্যমে প্রক্রিয়াজাত হয়।
-
হিমোগ্লোবিনের লৌহধারী প্রস্থেটিক অংশ ভেঙে যে বর্জ্য পদার্থ তৈরি হয়, সেগুলোর মধ্যে বিলিরুবিন অন্যতম গুরুত্বপূর্ণ।
-
বিলিরুবিন রক্তের মাধ্যমে যকৃতে পৌঁছে গ্লুকো-ইউরোনিক অ্যাসিডের সঙ্গে যুক্ত হয়ে জলীয় পরিবেশে দ্রবণযোগ্য হয়ে ওঠে এবং পরে পিত্তের মাধ্যমে ক্ষুদ্রান্ত্রে প্রবেশ করে।
-
ক্ষুদ্রান্ত্রে উপস্থিত জীবাণু বা ব্যাকটেরিয়ার মাধ্যমে বিলিরুবিনের একটি অংশ ইউরোবিলিনোজেনে রূপান্তরিত হয়, যা রক্তে শোষিত হয়ে পরবর্তীতে ইউরোবিলিনে পরিণত হয় এবং মূত্রের মাধ্যমে নিঃসৃত হয়। এর ফলেই মূত্রের রং হলুদ দেখায়।
-
যদি শরীরে বিলিরুবিনের মাত্রা স্বাভাবিকের তুলনায় বেড়ে যায়, তখন তা জন্ডিস নামে পরিচিত একটি রোগের কারণ হয়।
সূত্র: প্রাণীবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 1 month ago
কতজন ব্যক্তিকে ২০২৫ সালে একুশে পদক প্রদান করা হয়েছে?
Created: 3 weeks ago
A
১২ জন
B
১৫ জন
C
১৭ জন
D
২১ জন
সাধারণ বিজ্ঞান
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী - গান
একুশে ফেব্রুয়ারী, ১৯৫২
তথ্য (Information)
একুশে পদক ২০২৫
-
একুশে পদক ২০২৫ পেয়েছেন দেশের ১৭ জন বিশিষ্ট ব্যক্তি ও ১টি প্রতিষ্ঠান।
-
সরকার বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এই পদক প্রদান করেছে।
-
ক্রীড়া ক্ষেত্রে এ বছর একুশে পদক পেয়েছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।
একুশে পদক ২০২৫ প্রাপ্ত ব্যক্তিদের তালিকা
-
গবেষণা: মঈদুল হাসান (মূলধারা ৭১-এর রচয়িতা)
-
ভাষা ও সাহিত্য: শহীদুল জহির (মো. শহীদুল হক) (মরণোত্তর), হেলাল হাফিজ (মরণোত্তর)
-
সংস্কৃতি ও শিক্ষা: ড. শহীদুল আলম (ফটোগ্রাফার, মানবাধিকার কর্মী ও দৃকের প্রতিষ্ঠাতা)
-
বিজ্ঞান ও প্রযুক্তি: মেহেদী হাসান খান (অভ্রের জনক), রিফাত নবী, তানবিন ইসলাম সিয়াম ও শাবাব মুস্তাফা
-
সাংবাদিকতা: মাহফুজ উল্লা (মরণোত্তর)
-
সাংবাদিকতা ও মানবাধিকার: মাহমুদুর রহমান
-
শিল্পকলা (চলচ্চিত্র): আজিজুর রহমান (মরণোত্তর) – (ছুটির ঘণ্টা ও আরও অনেক ছবির পরিচালক)
-
সংগীত: উস্তাদ নীরদ বরণ বড়ুয়া (মরণোত্তর), ফেরদৌস আরা
-
আলোকচিত্র: নাসির আলী মামুন
-
চিত্রকলা: রোকেয়া সুলতানা
-
শিক্ষা: ড. নিয়াজ জামান
-
সমাজসেবা: মোহাম্মদ ইউসুফ চৌধুরী (মরণোত্তর)
📌 তথ্যসূত্র: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও প্রথম আলো

0
Updated: 3 weeks ago