”জুলাই ঘোষণাপত্র” কত তারিখে ঘোষনা করা হয়?
A
২ই আগস্ট, ২০২৫
B
৩ই আগস্ট, ২০২৫
C
৮ই আগস্ট, ২০২৫
D
৫ই আগস্ট, ২০২৫
উত্তরের বিবরণ
জুলাই ঘোষণাপত্র হলো ২০২৪ সালের জুলাইয়ের গণ-অভ্যুত্থানের দলিল, যা জুলাই গণ-অভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি প্রদান করবে।
-
৫ই আগস্ট, ২০২৫, রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে '৩৬ জুলাই উদ্যাপন' শীর্ষক অনুষ্ঠানে ঘোষণাপত্র পাঠ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
-
ঘোষণাপত্রের মূল বিষয়বস্তু হলো বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে বিভিন্ন স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে জনগণের নিরন্তর সংগ্রামের ইতিহাস তুলে ধরা।
-
এতে মোট ২৮টি দফা রয়েছে, যা গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষাগুলোকে স্পষ্টভাবে নির্দেশ করে।

0
Updated: 18 hours ago
দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ কোথায় অবস্থিত?
Created: 1 month ago
A
ঢাকা
B
কুমিল্লা
C
নারায়ণগঞ্জ
D
খুলনা
• জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ:
- নারায়ণগঞ্জে ২১ জন শহীদের নামে নির্মিত হয়েছে দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’।
- সোমবার (১৪ জুলাই, ২০২৫) বিকেলে নারায়ণগঞ্জের হাজীগঞ্জ এলাকায় স্মৃতিস্তম্ভটি উদ্বোধন করেন অন্তর্বর্তীকালীন সরকারের ৫ উপদেষ্টা।
উল্লেখ্য,
জুলাই বিপ্লব নামে পরিচিত ছাত্র-জনতার আন্দোলন হচ্ছে বাংলাদেশে একটি গণতান্ত্রিক গণঅভ্যুত্থান যা ২০২৪ সালের ৫ জুন থেকে ৫ আগস্ট পর্যন্ত অগণিত প্রাণ বিসর্জন দেয়ার মধ্য দিয়ে বিগত সরকারের শাসন অবসান ঘটিয়েছে।

0
Updated: 1 month ago
সরকারি গেজেট অনুযায়ী, জুলাই গণঅভ্যুত্থানে শহীদের সংখ্যা কত? [আগস্ট, ২০২৫]
Created: 1 month ago
A
৮৩৮
B
৮৩৪
C
৮৩৬
D
৮৩২
জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এর শহীদদের গেজেট
-
জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এর শহীদদের তালিকা সরকারি গেজেট আকারে প্রকাশ করেছে সরকার।
-
এটি প্রকাশ করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।
-
সরকারি গেজেট অনুযায়ী শহীদের সংখ্যা ৮৩৬।
-
এর আগে, ২ আগস্ট পর্যন্ত শহীদের সংখ্যা ছিল ৮৪৪। ৩ আগস্ট, ২০২৫ তারিখে ৮ জনের নাম বাদ দিয়ে নতুন গেজেট প্রকাশ করা হয়। এতে শহীদদের সংখ্যা ৮৩৬ হয়ে যায়।
উল্লেখ্য: ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের জন্য বিশেষ তহবিলের ব্যবস্থা করা হচ্ছে।
উৎস:
i) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়
ii) প্রথম আলো

0
Updated: 1 month ago
'জুলাই গণ-অভ্যুত্থান দিবস' হিসেবে পালিত হয় কবে?
Created: 3 weeks ago
A
১৬ জুলাই
B
৩১ জুলাই
C
৫ আগস্ট
D
৮ আগস্ট
জুলাই গণ-অভ্যুত্থান দিবস:
- ৫ আগস্ট 'জুলাই গণ-অভ্যুত্থান দিবস' হিসেবে পালিত হয়।
- বর্তমান অন্তর্বর্তী সরকার ৫ আগস্টকে 'জুলাই গণ-অভ্যুত্থান দিবস' ও ১৬ই জুলাইকে 'জুলাই শহীদ দিবস' হিসেবে ঘোষণা করেছে।
- ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের দিন ৫ আগস্টকে 'জুলাই গণ-অভ্যুত্থান দিবস' ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার।
- গণ-আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে আবু সাঈদের নিহত হওয়ার দিন ১৬ জুলাইকে 'জুলাই শহীদ দিবস' ঘোষণা করা হয়েছে।
- ২৫ জুন, ২০২৫ তারিখে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে।
উল্লেখ্য:
- ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস 'ক' শ্রেণিভুক্ত করা হয়েছে।
- ১৬ই জুলাইকে 'জুলাই শহীদ দিবস' 'খ' শ্রেণিভুক্ত করা হয়েছে।
তথ্যসূত্র - মন্ত্রিপরিষদ বিভাগ ওয়েবসাইট।

0
Updated: 3 weeks ago