সাহারা মরুভূমি কোথায় অবস্থিত?
A
এশিয়া মহাদেশে
B
আফ্রিকা মহাদেশে
C
দক্ষিণ আমেরিকা মহাদেশ
D
ওশেনিয়া মহাদেশে
উত্তরের বিবরণ
সাহারা মরুভূমি প্রায় ৯,২০০,০০০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত এবং এটি বিশ্বের বৃহত্তম উষ্ণ (গরম) মরুভূমি হিসেবে বিবেচিত।
-
আয়তনের দিক থেকে সাহারা মরুভূমি তৃতীয় বৃহত্তম মরুভূমি, শুধুমাত্র অ্যান্টার্কটিকা এবং আর্কটিক মেরু মরুভূমির পরেই।
-
আফ্রিকা মহাদেশের প্রায় ৩১% অংশ এই মরুভূমি দখল করে রেখেছে।
-
সাহারা মরুভূমি উত্তর আফ্রিকার ১১টি দেশ জুড়ে বিস্তৃত।
-
এই দেশগুলো হলো: আলজেরিয়া, মিশর, লিবিয়া, সুদান, মরক্কো, তিউনিশিয়া, চাঁদ, মালি, নাইজার, মরিতানিয়া, পশ্চিম সাহারা।

0
Updated: 18 hours ago
আফ্রিকা মহাদেশের বৃহত্তম দেশ কোনটি?
Created: 6 days ago
A
লিবিয়া
B
মিশর
C
সুদান
D
আলজেরিয়া
আলজেরিয়া আফ্রিকার বৃহত্তম দেশ এবং বিশ্বের দশম বৃহত্তম দেশ।
-
আয়তন: ২,৩৮১,৭৪১ বর্গকিমি
-
রাজধানী: আলজিয়ার্স
-
ভাষা: আরবি (অফিসিয়াল), তামাজিট (জাতীয়), ফরাসি
-
ধর্ম: ইসলাম (সরকারি; প্রধানত সুন্নি)
-
মুদ্রা: আলজেরিয়ান দিনার

0
Updated: 6 days ago
আফ্রিকার দীর্ঘতম নদী কোনটি?
Created: 1 month ago
A
নীলনদ
B
মিসিসিপি
C
আমাজান
D
কঙ্গো
নীল নদ:
-
অবস্থান: আফ্রিকা
-
দৈর্ঘ্য: ৬৮০০ কিমি (৪,১৩৫ মাইল)
-
উৎস: লেক ভিক্টোরিয়া (প্রধান), দূরবর্তী উৎস কাগেরা নদী, বুরুন্ডি
-
প্রবাহ: ১১টি দেশের মধ্য দিয়ে (মিশর, সুদান, দক্ষিণ সুদান, ইরিত্রিয়া, ইথিওপিয়া, কেনিয়া, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, বুরুন্ডি, রুয়ান্ডা, উগান্ডা, তানজানিয়া) ভূ-মধ্যসাগরে পতিত হয়
-
প্রধান শাখা:
১. নীল নীল – ইথিওপিয়ার উচ্চভূমি থেকে
২. আতবারা – ইথিওপিয়ার উচ্চভূমি থেকে
৩. সাদা নীল – লেক ভিক্টোরিয়া ও আলবার্ট হ্রদ থেকে -
বিশেষত্ব: আফ্রিকার দীর্ঘতম নদী
অন্য উল্লেখযোগ্য নদীসমূহ:
-
বিশ্বের বৃহত্তম নদী: আমাজন নদী
-
বিশ্বের ৪র্থ বৃহত্তম নদী: মিসিসিপি নদী
-
আফ্রিকার ২য় বৃহত্তম নদী: কঙ্গো নদী
উৎস: Worldatlas

0
Updated: 1 month ago
আটলান্টিক মহাসাগরের পূর্বে কোন মহাদেশ অবস্থিত?
Created: 1 month ago
A
এশিয়া
B
আফ্রিকা
C
উত্তর আমেরিকা
D
দক্ষিণ আমেরিকা
আটলান্টিক মহাসাগর
-
আটলান্টিক মহাসাগর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর।
-
এটি পৃথিবীর পৃষ্ঠের প্রায় এক-পঞ্চমাংশ জুড়ে বিস্তৃত।
-
আয়তনের দিক থেকে এর স্থান দ্বিতীয় এবং গভীরতার দিক থেকে তৃতীয়।
-
এর মোট আয়তন প্রায় ৮,৫১,৩৩,০০০ বর্গ কিলোমিটার।
-
অবস্থান: পূর্বে ইউরোপ ও আফ্রিকা মহাদেশ এবং পশ্চিমে উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশ।
-
এটি উত্তর থেকে দক্ষিণ দিকে বিস্তৃত হয়ে ইংরেজি S অক্ষরের মতো আকৃতি ধারণ করেছে।
-
তুলনামূলকভাবে এটি প্রশান্ত মহাসাগরের চেয়ে সংকীর্ণ।
-
আটলান্টিক মহাসাগরের গভীরতম স্থান হলো পুয়ের্তো রিকো ট্রেঞ্চ।
-
এর গড় গভীরতা প্রায় ১১,৯৬২ ফুট এবং সর্বাধিক গভীরতা ২৭,৪৯৩ ফুট।
-
আর্কটিক সাগরসহ আটলান্টিক মহাসাগর বিশ্বের সবচেয়ে লম্বা মহাসাগর, যা উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত।
-
এর সঙ্গে সংযুক্ত রয়েছে বেশ কিছু অগভীর সাগর—যেমন: আর্কটিক, বাল্টিক, ক্যারাবিয়ান, ভূমধ্যসাগর এবং মেক্সিকো উপসাগর।
-
এ মহাসাগরে পতিত গুরুত্বপূর্ণ নদীর মধ্যে আমাজন ও কঙ্গো নদী উল্লেখযোগ্য।
-
আটলান্টিক মহাসাগরে বহু দ্বীপ রয়েছে। এর মধ্যে বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ গ্রীনল্যান্ড। এছাড়াও রয়েছে পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ, আইসল্যান্ড, দক্ষিণ স্যান্ডউইচ দ্বীপপুঞ্জ, সেন্ট পল বক দ্বীপ প্রভৃতি।
উৎস:
i) Encyclopedia Britannica
ii) ভূগোল ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 1 month ago