নিচের কোনটি DNA-এর নাইট্রোজেন বেস?
A
ইউরাসিল
B
গোয়ানিন
C
পিরিডক্সিন
D
অ্যাসপারাজিন
উত্তরের বিবরণ
ডিএনএ (DNA)
-
Deoxyribo Nucleic Acid (DNA) হলো ক্রোমোসোমের একটি গুরুত্বপূর্ণ ও স্থায়ী উপাদান।
-
ক্রোমোসোমে থাকা বিভিন্ন উপাদানের মধ্যে DNA প্রায় ৪৫% অংশ জুড়ে থাকে।
-
এটি ৯০% ক্রোমোসোমে বিদ্যমান থাকে, যা তার বিস্তৃত উপস্থিতিকে নির্দেশ করে।
-
DNA একটি পলিমারিক যৌগ, যার গঠনের একক একককে নিউক্লিয়োটাইড বলা হয়।
-
প্রতিটি নিউক্লিয়োটাইড গঠিত তিনটি মূল অংশ নিয়ে:
-
পাঁচ-কার্বনবিশিষ্ট ডিঅক্সিরাইবোজ চিনির অণু,
-
নাইট্রোজেনযুক্ত একটি ক্ষারক (যথা: অ্যাডেনিন, গুয়ানিন, থায়ামিন, সাইটোসিন),
-
এবং একটি ফসফরিক অ্যাসিড।
-
আরএনএ (RNA)
-
RNA এর পূর্ণরূপ হলো Ribo Nucleic Acid।
-
এটি DNA এর মতো স্থায়ী উপাদান নয়, বরং সাময়িকভাবে কার্য সম্পাদনে অংশগ্রহণ করে।
-
ক্রোমোসোমে RNA এর পরিমাণ তুলনামূলকভাবে অনেক কম, যা ০.২% থেকে ১.৪% পর্যন্ত হয়ে থাকে।
-
প্রতিটি RNA অণু একসূত্র বিশিষ্ট (single-stranded)।
-
এর গঠন উপাদান তিনটি:
-
রাইবোজ শর্করা, যার ২ নম্বর কার্বনে একটি অক্সিজেন অণু উপস্থিত থাকে,
-
একটি অজৈব ফসফেট,
-
এবং নাইট্রোজেনযুক্ত ক্ষারক (যেমন: অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন ও ইউরাসিল)।
-
-
RNA-তে থায়ামিন অনুপস্থিত; তার পরিবর্তে ইউরাসিল ক্ষারক থাকে।
-
এটি সাধারণত ১০% ক্রোমোসোমে পাওয়া যায়।
-
বিশেষভাবে উল্লেখযোগ্য, ভাইরাসের ক্ষেত্রে RNA অনেক সময় স্থায়ী জিনগত উপাদান হিসেবে কাজ করে।
তথ্যসূত্র: জীববিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
0
Updated: 3 months ago
সমুদ্রে দ্রাঘিমাংশ নির্ণয়ের যন্ত্রের নাম-
Created: 2 months ago
A
ক্রোনোমিটার
B
কম্পাস
C
সিসমোগ্রাফ
D
সেক্সট্যান্ট
পরিমাপের যন্ত্রসমূহ:
-
অ্যানিমোমিটার – বায়ুর গতি বা বাতাসের প্রবাহের শক্তি পরিমাপের যন্ত্র।
-
ব্যারোমিটার – বায়ুমন্ডলের চাপ মাপার যন্ত্র।
-
সেক্সট্যান্ট – সূর্য ও অন্যান্য গ্রহের উচ্চতা বা কোণ পরিমাপের যন্ত্র।
-
সিসমোগ্রাফ – ভূমিকম্পের কম্পন বা লহর রেকর্ড করার যন্ত্র।
-
ম্যানোমিটার – গ্যাসের চাপ নির্ণয়ের যন্ত্র।
-
ফ্যাডোমিটার – সমুদ্রের গভীরতা মাপার যন্ত্র।
-
জায়রো কম্পাস – জাহাজের চলার দিক নির্ধারণের যন্ত্র।
-
ক্রোনোমিটার – সময় খুব সূক্ষ্মভাবে মাপার জন্য বা সমুদ্রযাত্রায় দ্রাঘিমা নির্ধারণের যন্ত্র।
উৎস: ব্রিটানিকা এবং উচ্চ-মাধ্যমিক পদার্থবিজ্ঞান।
0
Updated: 2 months ago
কোলেস্টেরল এক ধরনের ____ ।
Created: 2 months ago
A
অসম্পৃক্ত এলকোহল
B
জৈব এসিড
C
পলিমার
D
এমিনো এসিড
কোলেস্টেরল
-
কোলেস্টেরল হলো একটি চর্বির মতো স্টেরয়েড, যা আমাদের কোষের ঝিল্লিতে (সেল মেমব্রেন) থাকে এবং রক্তের মাধ্যমে সব প্রাণীর দেহে পরিবাহিত হয়।
-
এটি এক ধরনের কঠিন বা অসম্পৃক্ত অ্যালকোহল।
-
রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি হলে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, স্ট্রোক বা হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে।
-
যকৃৎ এবং মগজে কোলেস্টেরলের পরিমাণ সবচেয়ে বেশি।
-
কোলেস্টেরল অন্যান্য চর্বির সঙ্গে মিশে রক্তে স্নেহের পরিবাহক হিসেবে কাজ করে।
-
চর্বি ও প্রোটিনের এই যৌগকে লাইপোপ্রোটিন বলা হয়।
-
লাইপোপ্রোটিনের ধরণ নির্ভর করে স্নেহের পরিমাণের উপর। প্রধান দুটি ধরণ হলো:
-
উচ্চ ঘনত্ব বিশিষ্ট লাইপোপ্রোটিন (HDL) – ভালো কোলেস্টেরল।
-
নিম্ন ঘনত্ব বিশিষ্ট লাইপোপ্রোটিন (LDL) – বেশি থাকলে ক্ষতিকর।
-
রক্তে LDL-এর মাত্রা বেশি হলে শরীরের জন্য এটি বিপজ্জনক।
উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
0
Updated: 2 months ago
কতজন ব্যক্তিকে ২০২৫ সালে একুশে পদক প্রদান করা হয়েছে?
Created: 2 months ago
A
১২ জন
B
১৫ জন
C
১৭ জন
D
২১ জন
সাধারণ বিজ্ঞান
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী - গান
একুশে ফেব্রুয়ারী, ১৯৫২
তথ্য (Information)
একুশে পদক ২০২৫
-
একুশে পদক ২০২৫ পেয়েছেন দেশের ১৭ জন বিশিষ্ট ব্যক্তি ও ১টি প্রতিষ্ঠান।
-
সরকার বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এই পদক প্রদান করেছে।
-
ক্রীড়া ক্ষেত্রে এ বছর একুশে পদক পেয়েছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।
একুশে পদক ২০২৫ প্রাপ্ত ব্যক্তিদের তালিকা
-
গবেষণা: মঈদুল হাসান (মূলধারা ৭১-এর রচয়িতা)
-
ভাষা ও সাহিত্য: শহীদুল জহির (মো. শহীদুল হক) (মরণোত্তর), হেলাল হাফিজ (মরণোত্তর)
-
সংস্কৃতি ও শিক্ষা: ড. শহীদুল আলম (ফটোগ্রাফার, মানবাধিকার কর্মী ও দৃকের প্রতিষ্ঠাতা)
-
বিজ্ঞান ও প্রযুক্তি: মেহেদী হাসান খান (অভ্রের জনক), রিফাত নবী, তানবিন ইসলাম সিয়াম ও শাবাব মুস্তাফা
-
সাংবাদিকতা: মাহফুজ উল্লা (মরণোত্তর)
-
সাংবাদিকতা ও মানবাধিকার: মাহমুদুর রহমান
-
শিল্পকলা (চলচ্চিত্র): আজিজুর রহমান (মরণোত্তর) – (ছুটির ঘণ্টা ও আরও অনেক ছবির পরিচালক)
-
সংগীত: উস্তাদ নীরদ বরণ বড়ুয়া (মরণোত্তর), ফেরদৌস আরা
-
আলোকচিত্র: নাসির আলী মামুন
-
চিত্রকলা: রোকেয়া সুলতানা
-
শিক্ষা: ড. নিয়াজ জামান
-
সমাজসেবা: মোহাম্মদ ইউসুফ চৌধুরী (মরণোত্তর)
📌 তথ্যসূত্র: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও প্রথম আলো
0
Updated: 2 months ago