ইপিজেড হলো রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের সংক্ষিপ্ত নাম। দেশের নবম ইপিজেড নির্মাণ কাজ চলছে পটুয়াখালীতে। এটি পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ৪১০.৭৮ একর জমির ওপর গড়ে উঠছে। ২০২৩ সালের ২৯ আগস্ট একনেকে অনুমোদিত এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১,৪৪২.৭৮ কোটি টাকা। পুরো প্রকল্পের কাজ ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে শেষ হওয়ার কথা।
-
বাংলাদেশের মোট ইপিজেডের সংখ্যা ৯টি।
-
এর মধ্যে সরকারি ইপিজেড ৮টি এবং বেসরকারি ১টি।
-
দেশের প্রথম ইপিজেড হলো চট্টগ্রাম ইপিজেড, যেটি ১৯৮৩ সালে যাত্রা শুরু করে।
-
দ্বিতীয় ইপিজেড হলো ঢাকা ইপিজেড, যা ঢাকার সাভারে অবস্থিত।
-
একমাত্র কৃষিভিত্তিক ইপিজেড হলো উত্তরা ইপিজেড, নীলফামারীতে অবস্থিত।
-
মংলা ইপিজেড বাগেরহাট জেলায় অবস্থিত।
-
আদমজী ইপিজেড নারায়ণগঞ্জে অবস্থিত।
-
কর্ণফুলী ইপিজেড পতেঙ্গা, চট্টগ্রামে অবস্থান করছে।